'আমাকে কেউ গান গাইতে ডাকে না'

কবির সুমন ও অনিন্দ্য চট্টোপাধ্যায়
কবির সুমন ও অনিন্দ্য চট্টোপাধ্যায়

‘আমি ভীষণ স্পর্শকাতর মানুষ। আমাকে কেউ গান গাইতে ডাকে না। আমি এক কোনায় আনন্দে আছি।’ বলেছেন কবির সুমন। ভারতের বাংলা গানের বরেণ্য এই শিল্পী অনেক দিন পর চলচ্চিত্রের জন্য গান গেয়েছেন। তবে এখানে একটা ব্যাপার আছে। আর তা হলো, গানটি তিনি লেখেননি, সুরও করেননি, এমনকি সংগীতায়োজনও নয়। এমনটা সাধারণত দেখা যায় না। কবির সুমন এই তিনটি কাজ নিজেই করেন। কিন্তু এবার এই অসাধ্য কাজ সাধন করেছেন আরেকজন সংগীতশিল্পী অনিন্দ্য চট্টোপাধ্যায়, জনপ্রিয় বাংলা ব্যান্ড চন্দ্রবিন্দুর সদস্য। তিনি চলচ্চিত্রও নির্মাণ করছেন। আর গানটির যন্ত্রানুষঙ্গ পরিচালনা করেছেন প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়।

‘বেলা শেষে’ ছবির পর শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় এবার পরিচালনা করছেন ‘বেলা শুরু’। এই ছবির গানের সুর ও সংগীতায়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে অনিন্দ্য চট্টোপাধ্যায়কে। তিনি জানালেন, গানটি তিনি নিজেই লিখেছেন, সুর করেছেন। তবে লেখার সময় তাঁর একবারও মনে হয়নি যে গানটা তিনি কবির সুমনকে দিয়ে গাওয়াবেন। সুর করার পর মনে হয়েছে, গানটা কবির সুমনকে দিয়ে যদি গাওয়ানো যেত।

একসময় অনিন্দ্যর স্বপ্ন সত্যি হলো। কিন্তু কবির সুমন বললেন, ‘অবাক হয়েছিলাম, ভেবেছিলাম অনিন্দ্যর বোধ হয় সমস্যা রয়েছে। নইলে আমাকে বলছে গান গাওয়ার কথা!’

গানটা গাওয়ার পর কেমন লেগেছে? কবির সুমন বললেন, ‘সুরটা শুনে খুব ভালো লেগেছে। অনিন্দ্যর সঙ্গে বন্ধুত্বপূর্ণ পরিবেশে কাজটা করেছি। মনে হচ্ছে, গানটা যদি এখন বের হতো, তাহলে মানুষ হইহই করে শুনতেন।’

আর অনিন্দ্য চট্টোপাধ্যায় বললেন, ‘আমরা তো তাঁর গান শুনে বড় হয়েছি। আমার কাছে সংস্কৃতি জগতের সবচেয়ে সেরা আশ্চর্য তিনি। এটা নস্টালজিক। আমার জীবনের স্মরণীয় রেকর্ডিং। আমার কম্পোজিশন আর লেখায় তিনি গাইলেন! অনেক বড় ব্যাপার।’

অনিন্দ্য চট্টোপাধ্যায় জানালেন, এর আগে তাঁর পরিচালনায় একটা বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেছেন কবির সুমন। আর নতুন গান নিয়ে জানালেন, ‘বেলা শুরু’ ছবির টাইটেল ট্র্যাকে শোনা যাবে কবির সুমনের গানটি। ছবিটি মুক্তি পাবে আগামী বছর দুর্গাপূজা উপলক্ষে।