এক গল্পে তিন তারকা

তাহসান, আফরান নিশো, অপূর্ব
তাহসান, আফরান নিশো, অপূর্ব

একসঙ্গে তিন জনপ্রিয় অভিনেতাকে দেখা যাবে একটি ওয়েব চলচ্চিত্রে। এই তিন তারকা হলেন আফরান নিশো, অপূর্ব ও তাহসান। আগামী মাসের শুরুতেই এই তিন তারকা একসঙ্গে দাঁড়াবেন ক্যামেরার সামনে। এটি নির্মাণ করবেন শিহাব শাহীন। প্রাথমিকভাবে ছবিটির নাম দেওয়া হয়েছে ৩৪-৩৫-৩৬। তবে নামটি পরিবর্তনও হতে পারে। এখন চলছে চিত্রনাট্য চূড়ান্ত করার কাজ। নির্মাতা শিহাব শাহীন বললেন, ‘এরই মধ্যে এই তিনজনের সঙ্গে কথা চূড়ান্ত হয়েছে। আশা করছি, আগামী ২ জানুয়ারি থেকে শুটিং শুরু করতে পারব।’

এটাকে ওয়েব চলচ্চিত্র কেন বলা হচ্ছে—জানতে চাইলে প্রযোজনা প্রতিষ্ঠান গুড কোম্পানির প্রধান নির্বাহী সরদার সানিয়াত হোসেন বলেন, ‘আমাদের পুরো আয়োজনটি সিনেমার আদলে হচ্ছে। নির্মাণ, গল্প, অভিনয়, শিল্পী—সবকিছুতেই একটা চলচ্চিত্রের আবহ আছে। কিন্তু মুক্তি দেওয়া হবে বায়োস্কোপ অরিজিনালসে। সিনেমার মতো এখানেও টাকা খরচ করে দর্শককে ছবি দেখতে হবে। তাই এ ক্ষেত্রে সিনেমাই বলা যায়।’

সিনেমার গল্প প্রসঙ্গে পরিচালক শিহাব শাহীন জানান, তিনি ও সানিয়াত মিলেই তৈরি করেছেন চিত্রনাট্য। চলচ্চিত্রে মধ্য ত্রিশের কোঠায় থাকা তিনজন তরুণের সংকটের গল্প দেখবেন দর্শক। জীবনটাকে কীভাবে দেখেন তাঁরা, প্রাপ্তি-অপ্রাপ্তির হিসাব-নিকাশ—এসব নিয়েই এই গল্প।’ এই তিনজনের বিপরীতে নায়িকা হিসেবে কারা থাকবেন, এটা এখনো চূড়ান্ত হয়নি। পরিচালকের ভাষায়, ‘কথাবার্তা চলছে।’

নতুন এই চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে আফরান নিশো বললেন, ‘আমার শিডিউল দিয়ে রেখেছি। কিন্তু এখনো চিত্রনাট্য হাতে পাইনি। পেলেই সবকিছু চূড়ান্ত হবে।’

৬০ মিনিট দৈর্ঘেযর এই ওয়েব চলচ্চিত্রটি দেখা যাবে বায়োস্কোপ অরিজিনালসে। সানিয়াত জানান, আগামী জানুয়ারিতেই সবার জন্য উন্মুক্ত হবে চলচ্চিত্রটি।