আর্জেন্টিনায় বিবারের কিসের বাধা!

জাস্টিন বিবার
জাস্টিন বিবার

কানাডিয়ান গায়ক জাস্টিন বিবারের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। এখন থেকে তাঁর আর্জেন্টিনা যেতে আর কোনো বাধা থাকছে না। ২০১৩ সালের এক ঘটনার জের ধরে তাঁকে আর্জেন্টিনায় নিষিদ্ধ ঘোষণা করা হয়।

২০১৩ সালে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসের একটি ক্লাবে বিবারের দেহরক্ষী সেখানকার আলোকচিত্রী ডিয়েগো পেনসোয়াকে পিটুনি দেন। এ ঘটনায় বিচারে বিবারকে দোষী সাব্যস্ত করা হয়। ২০১৬ সাল থেকে বিবারের দেশটিতে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। পরে বেশ কয়েকবার আপিলের পর এবার তাঁর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।

জাস্টিন বিবার
জাস্টিন বিবার

শুধু তা-ই নয়, এ ঘটনা ছাড়াও বিবারের বিরুদ্ধে ছিল নানা অভিযোগ। সেগুলোর মধ্যে সবচেয়ে গুরুতর অভিযোগটি ছিল পতাকা মাড়ানোর। বুয়েনস এইরেসের এক মঞ্চে পরিবেশনার সময় দেশটির জাতীয় পতাকা পা দিয়ে লাথি মেরে ফেলে দেন এই তরুণ। টাইমস অব ইন্ডিয়া