এপারে 'বিসর্জন', ওপারে 'বিজয়া'

আগামীকাল শুক্রবার বাংলাদেশে ‘বিসর্জন’ ও ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে ‘বিজয়া’। দুই ছবিরই অভিনেত্রী জয়া আহসান। দুটিতেই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। ছবি দুটি পরিচালনা করেছেন ভারতের কৌশিক গাঙ্গুলি।
বছর দেড়েক আগে পশ্চিমবঙ্গে মুক্তি পাওয়া ‘বিসর্জন’ ছবিটি এবার বাংলাদেশে একাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ভারত থেকে আমদানি করা ছবি হিসেবে। পশ্চিমবঙ্গে একাধিক পুরস্কারে ভূষিত আলোচিত এই ছবি বাংলাদেশে আমদানি করেছে ইন উইন এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানটির কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ জানান, শুক্রবার ঢাকার মধুমিতা, স্টার সিনেপ্লেক্স, বলাকা, শ্যামলী ও চট্টগ্রামের সিলভার স্ক্রিনে মুক্তি পাচ্ছে ‘বিসর্জন’। তিনি বলেন, তিন মাস আগে বাংলাদেশে ছবিটির সেন্সর হয়েছে। পশ্চিমবঙ্গে মুক্তির সময় বেশ আলোচনায় ছিল ছবিটি। পশ্চিমবঙ্গে বড় বড় পুরস্কারও জিতেছে এটি। তা ছাড়া ছবির মূল নায়িকা বাংলাদেশের জয়া আহসান। সে কারণে বাংলাদেশের দর্শকের কাছে ছবিটি নিয়ে আগ্রহও আছে।
‘বিসর্জন’ সিনেমা দিয়ে জয়া আহসান ভারতের পশ্চিমবঙ্গের ফিল্মফেয়ার, জি সিনে অ্যাওয়ার্ড, সেরা বাঙালি এবিপি আনন্দ পুরস্কার, হায়দরাবাদ চলচ্চিত্র উৎসব, ওয়েস্ট বেঙ্গল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড ও ইন্টারন্যাশনাল বেঙ্গলি ফিল্ম অ্যাওয়ার্ডসহ নানা আয়োজনে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন।
এদিকে একই দিনে পশ্চিমবঙ্গের অনেক প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘বিসর্জন’ ছবিটির দ্বিতীয় কিস্তি ‘বিজয়া’। বর্তমানে ছবিটির প্রচারণায় কলকাতায় অবস্থান করছেন অভিনেত্রী জয়া আহসান। গতকাল বুধবার দুপুরে কলকাতা থেকে মুঠোফোনে তিনি জানান, শুক্রবার কলকাতার নন্দনে প্রিমিয়ার শো হওয়ার মধ্য দিয়ে ওই দিনই পশ্চিমবঙ্গজুড়ে মুক্তি পাচ্ছে বিজয়া।
বছরের প্রথম ছবি হিসেবে একই দিনে দুই দেশে ছবি দুটি মুক্তি পাচ্ছে—এ কারণে আনন্দিত জয়া। তিনি বলেন, ‘দুই দেশেই বছরের প্রথম ছবি হিসেবে আমার দুটি সিনেমা মুক্তি পাচ্ছে। খুব ভালো লাগছে। বিজয়া পশ্চিমবঙ্গের দর্শকের কাছে বহুল প্রতীক্ষিত ছবি।’
‘বিসর্জন’ নিয়ে জয়া বলেন, ‘বিসর্জন বাংলাদেশের গল্পের ছবি, বাংলাদেশের মানুষের ছবি। ছবিটি হয়তো এরই মধ্যে ইউটিউবে অনেকেই দেখেছেন। তারপরও বাংলাদেশের দর্শকদের অনুরোধ করব, তাঁরা যেন প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখেন।’
ছবি দুটিতে আরও অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায়, কৌশিক গাঙ্গুলি প্রমুখ।