কখনো কোনো চাপ ছিল না

তাহসান
তাহসান

*আপনার প্রিয় রং কী?

দুই চোখ দিয়ে প্রতিটি রং দেখতে পাই। এই ব্যাপারই তো আমার খুব প্রিয়। একেকটা রঙের সৌন্দর্য উপভোগ করি একেকভাবে।
*আপনার কাছে সবচেয়ে প্রিয় মানুষ কে?
প্রিয় মানুষের তালিকা অনেক লম্বা। প্রথম নামটা আমার মেয়ে আয়রার।
*আপনার প্রথম ক্রাশ কে?
নাম-চেহারা কোনোটাই মনে নেই।
*আপনি কোন সাবজেক্টে কাঁচা ছিলেন?
ক্যালকুলাস।

 *ছাত্রজীবনে বা পেশা বাছাইয়ের ক্ষেত্রে পারিবারিক চাপ কেমন ছিল? ডাক্তার, ইঞ্জিনিয়ার বা অন্য কিছু...?

কখনো কোনো চাপ ছিল না। প্রত্যাশা ছিল যা-ই করি, সেই ক্ষেত্রে যেন একটা সম্মানজনক অবস্থানে পৌঁছতে পারি।

 *আর আপনার ইচ্ছা কী ছিল—পরিবারের স্বপ্ন পূরণ করা, নাকি গান-অভিনয়কেই পেশা হিসেবে নেওয়া?

মা-বাবার প্রত্যাশা আর নিজের স্বপ্ন—দুটোকেই গুরুত্ব দিয়েছি আমি।

 প্রশ্নগুলো করেছেন সুমাইয়া শিমু মো. আরিফুল ইসলাম

তাহসান
সংগীতশিল্পী ও অভিনেতা

>ঘোষণা
বিনোদনজগতের প্রিয় তারকার কাছে আপনার মনে জমে থাকা প্রশ্নের ঝুড়িটি খুলে ফেলুন। অন্তত পাঁচটি প্রশ্ন পৌঁছে দিন আমাদের কাছে। সঙ্গে পাঠান আপনার নাম (বাংলা বানানসহ) ও পূর্ণ ঠিকানা। আমরা সেগুলো নিয়ে মুখোমুখি হব আপনার প্রিয় তারকার সামনে। তিনি আপনার প্রশ্নের উত্তর দেবেন পরবর্তী একটি সংখ্যায়। চিঠি পাঠাতে খামের ওপর লিখুন আপনার প্রশ্ন তারকার উত্তর বিভাগীয় সম্পাদক, আনন্দ, প্রথম আলো, প্রগতি ইনস্যুরেন্স ভবন ২০-২১ কারওয়ান বাজার, ঢাকা ১২১৫ অথবা ই–মেইল করুন এই ঠিকানায়: [email protected]