'গানবাজ'-এ আজ জয় শাহরিয়ার

গানবাজ
গানবাজ

প্রথম আলো অনলাইনের ‘দারাজ প্রেজেন্টস গানবাজ’ অনুষ্ঠানে আজ গান করবেন সংগীতশিল্পী জয় শাহরিয়ার। সন্ধ্যা সাতটায় প্রথম আলো ফেসবুক পেজে অনুষ্ঠানটি সবাই সরাসরি দেখতে পাবেন। পরে অনুষ্ঠানটি দর্শকেরা নিজেদের পছন্দমতো সময়ে দেখতে পাবেন প্রথম আলোর ওয়েব পেজ আর ইউটিউব চ্যানেলে। এবিসি রেডিওতে পরদিন শুক্রবার বিকেল চারটায় শোনা যাবে অনুষ্ঠানটি। আজকের আয়োজন সঞ্চালনা করবেন গাজী শারমীন আহমেদ (আরজে শারমীন)।

জয় শাহরিয়ার আধুনিক আর অ্যান্ড বি, মেলো রক, দেশাত্মবোধকসহ নানা ধরনের গান করেন। তিনি গান লেখেনও। শহুরে রোমান্টিসিজম তাঁর গানের মূল প্রাণ। জয় চার বছর বয়সেই সূর্যমুখী সংগঠনের মাধ্যমে গানে যাত্রা শুরু করেন। নির্ঝর ব্যান্ডের মাধ্যমে পেশাদারিভাবে গানে ঢোকেন ২০০০ সালে। তাঁদের প্রথম অ্যালবাম বের হয় ২০০৬ সালে স্বপ্নঘুড়ি নামে। এরপর ২০১০ সালে বের হয় বৃষ্টিশহর। তাঁর প্রথম স্টুডিও অ্যালবাম সত্যি বলছি বের হয় ২০০৯ সালে। ২০১১ সালে বের হয় এখনি আর ২০১৪ সালে ঠিক এভাবেই। এখন কাজ করছেন লাপাত্তা অ্যালবাম নিয়ে।