আড্ডা আর গানে জমজমাট বন্যার জন্মদিন

‘গানে গানে সকাল শুরু’ অনুষ্ঠানে আসা অতিথিরা রেজওয়ানা চৌধুরী বন্যাকে নিয়ে কেক কাটেন
‘গানে গানে সকাল শুরু’ অনুষ্ঠানে আসা অতিথিরা রেজওয়ানা চৌধুরী বন্যাকে নিয়ে কেক কাটেন

আজ ১৩ জানুয়ারি রেজওয়ানা চৌধুরী বন্যার জন্মদিন। এ উপলক্ষে চ্যানেল আইয়ের নিয়মিত অনুষ্ঠান ‘গানে গানে সকাল শুরু’ প্রচার করেছে বিশেষ পর্ব। নির্ধারিত আয়োজন ছিল এটুকুই। পরে এটিই নিখাদ ভালোবাসায় পূর্ণ আড়ম্বর জন্মদিন উৎসবে পরিণত হয়।

আজ রোববার সকাল সাড়ে সাতটা থেকে দেড় ঘণ্টা ‘গানে গানে সকাল শুরু’ অনুষ্ঠানে রেজওয়ানা চৌধুরী বন্যা তাঁর সংগীতশিক্ষা প্রতিষ্ঠান সুরের ধারার শিল্পীদের নিয়ে গান আর আড্ডায় মেতেছিলেন। শুরুতে শিল্পীদের সমবেত কণ্ঠে পরিবেশিত হয় ‘তোমার সুরের ধারা’ গানটি। একপর্যায়ে মঞ্চে আসেন সাদি মহম্মদ। বন্যার জন্মদিন উপলক্ষে শীতের সকালে চ্যানেল আই কার্যালয়ের ছাতিমতলায় শিল্পী, অভিনেতা, লেখক, কবি, সাহিত্যিকসহ বিশিষ্টজনদের মিলনমেলায় পরিণত হয়। তাঁদের সঙ্গে নিয়ে রেজওয়ানা চৌধুরী বন্যা জন্মদিন উপলক্ষে প্রকাশ করেন রবীন্দ্রসংগীতের অ্যালবাম ‘তুমি মোর পাও নাই পরিচয়’ প্রকাশ করেছে ইমপ্রেস অডিও ভিশন। মোড়ক উন্মোচন পর্বে ছিলেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান, কথাসাহিত্যিক আলী ইমাম, ফরহাদুর রেজা প্রবাল প্রমুখ।

চ্যানেল আইয়ের ‘গানে গানে সকাল শুরু’ অনুষ্ঠান আজ সাজানো হয় রেজওয়ানা চৌধুরী বন্যার জন্মদিনকে ঘিরে
চ্যানেল আইয়ের ‘গানে গানে সকাল শুরু’ অনুষ্ঠান আজ সাজানো হয় রেজওয়ানা চৌধুরী বন্যার জন্মদিনকে ঘিরে

গান ও মোড়ক উন্মোচন পর্ব শেষ হওয়ার পর মঞ্চে আসেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। তিনি উত্তরীয় পরিয়ে দেন রেজওয়ানা চৌধুরী বন্যাকে। এরপর তিনি ‘গানের রাজা’র শিশুশিল্পীদের মঞ্চে আমন্ত্রণ জানান। ‘গানের রাজা’র শিশুশিল্পীরা সুরের ধারার শিল্পীদের সঙ্গে ‘আলো আমার আলো ওগো আলোয় ভুবন ভরা’ গানটি পরিবেশন করে।

ইমপ্রেস অডিও ভিশন থেকে প্রকাশিত রেজওয়ানা চৌধুরী বন্যার ‘তুমি মোর পাও নাই পরিচয়’ অ্যালবামের মোড়ক উন্মোচন করেন বিশিষ্টজনেরা
ইমপ্রেস অডিও ভিশন থেকে প্রকাশিত রেজওয়ানা চৌধুরী বন্যার ‘তুমি মোর পাও নাই পরিচয়’ অ্যালবামের মোড়ক উন্মোচন করেন বিশিষ্টজনেরা

কেক কাটার মধ্য দিয়ে শেষ হয় রেজওয়ানা চৌধুরী বন্যার জন্মদিন উপলক্ষে চ্যানেল আইয়ের ছাতিমতলায় আয়োজিত ‘গানে গানে সকাল শুরু’র বিশেষ পর্ব। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেছে চ্যানেল আই।

‘তুমি মোর পাও নাই পরিচয়’ অ্যালবামের গানগুলো হলো ‘আগুনে হলো আগুনময়’, ‘বাহিরে ভুল হানবে যখন’, ‘খোলো খোলো দ্বার’, ‘বাঁধন ছেঁড়ার সাধন হবে’, ‘মনে যে আশা লয়ে এসেছি’, ‘তোমার কথা হেথা কেহ তো বলে না’, ‘আমার সকল কাঁটা ধন্য করে ফুটবে ফুল ফুটবে’, ‘দূরদেশী সেই রাখাল ছেলে’, ‘তুমি মোর পাও নাই পরিচয়’ এবং ‘এ পথে আমি যে গেছি বারবার’।