ব্যান্ড গড়লেন ইমরান

ইমরান মাহমুদুলের (মাঝে) নতুন ব্যান্ড আই–কিংসের সদস্যরা
ইমরান মাহমুদুলের (মাঝে) নতুন ব্যান্ড আই–কিংসের সদস্যরা

পাঁচ সদস্য নিয়ে সংগীতশিল্পী ইমরান মাহমুদুল নতুন ব্যান্ড দল গড়লেন। তিন বছর ধরে একসঙ্গেই পথচলা তাঁদের। নিজেরা দেশ–বিদেশে অসংখ্য শো করে সফলও হয়েছেন। এবার আনুষ্ঠানিকভাবে সদস্যদের নিয়ে ব্যান্ড দলের নাম ঘোষণা দিলেন এই সংগীতশিল্পী। নাম ‘আই–কিংস’। গত শনিবার রাতে এই ব্যান্ডের নাম ঘোষণা দেন ইমরান। এর মাধ্যমে বাংলাদেশের ব্যান্ড সংগীতে নতুন আরেকটি ব্যান্ড দলের নাম যুক্ত হলো। ব্যান্ডটির সদস্যরা হলেন ভোকাল ও দলপ্রধান ইমরান, লিড গিটার জিতু, বেজ গিটার জনি, কি–বোর্ড কাইয়ূম ও ড্রাম মিঠু।

অনেক দিন ধরেই গান করেন ইমরান। তরুণদের মধ্যে বেশ জনপ্রিয়ও তিনি। ব্যান্ড গড়া প্রসঙ্গে ইমরান বলেন, ‘আমরা তিন থেকে চার বছর ধরে একসঙ্গে কাজ করছি। দেশ-বিদেশে প্রচুর শো করেছি। সফলও হয়েছি। এত দিন একসঙ্গে কাজ করার পর মনে হয়েছে আরও সংগঠিতভাবে গান নিয়ে আমাদের কাজ করা উচিত। ব্যান্ড দল গড়ার মধ্য দিয়ে কাজ করা গেলে আরও পরিকল্পনা করে গানকে এগিয়ে নেওয়া যাবে। নিজেদের একটা বড় পরিচয়ও হবে। এখন আমরা আই-কিংস নিয়ে একসঙ্গে পথ চলতে চাই। ব্যান্ড দলের পরিচয়ে দেশ-বিদেশে আরও শো করতে চাই।’

ব্যান্ড দল থেকে এই মুহূর্তে কোনো অ্যালবাম করার পরিকল্পনা আছে কি না—জানতে চাইলে ইমরান বলেন, ‘অবশ্যই অ্যালবাম করার পরিকল্পনা আছে। সবেমাত্র ব্যান্ড দলের নাম ঘোষণা করা হলো। এখন পরিকল্পনা করে কাজ করব। ভালো কাজ দিয়ে প্রথম অ্যালবামটি শ্রোতাদের উপহার দিতে চাই। এ জন্য একটু সময় নিয়ে, পরিকল্পনা করে প্রথম অ্যালবামের কাজ শুরু করব।’