এক হচ্ছেন ১২ বছর আগের ক্লোজআপ ওয়ান তারকারা

‘ক্লোজআপ ওয়ান—তোমাকেই খুঁজছে বাংলাদেশ ২০০৬’–এর সেই সময়কার ১০ জন—সালমা, মুহিন, নিশীতা, রন্টি, কিশোর, পুতুল, সাব্বির, পুলক, পলাশ ও বাঁধন।  ফাইল ছবি
‘ক্লোজআপ ওয়ান—তোমাকেই খুঁজছে বাংলাদেশ ২০০৬’–এর সেই সময়কার ১০ জন—সালমা, মুহিন, নিশীতা, রন্টি, কিশোর, পুতুল, সাব্বির, পুলক, পলাশ ও বাঁধন। ফাইল ছবি

‘ক্লোজআপ ওয়ান—তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ অনুষ্ঠানটির মধ্য দিয়ে বাংলাদেশের সংগীতাঙ্গন পেয়েছে কয়েকজন জনপ্রিয় গানের শিল্পীকে। তাঁদের মধ্যে অনেকেই এখন গানের জগতের পরিচিত মুখ। সংগীতের এই প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় ২০০৬ সালে যাঁরা অংশ নিয়েছিলেন, সেই শিল্পীরা নিয়েছেন একটি ভিন্ন উদ্যোগ। সবাই এক হয়ে গানের জগতে নিজেদের যুগ পূর্তি উদযাপন করবেন তাঁরা, প্রকাশ করবেন একসাথে ‘এক যুগ’ নামের একটি অ্যালবাম।

গতকাল এই অ্যালবাম নিয়েই কথা হয় ক্লোজআপ ওয়ান ২০০৬–এর শিল্পী মুহিনের সঙ্গে। তিনি জানান, তাঁদের পরিকল্পনা ও উদ্যোগের কথা। বলেন, এই অ্যালবামটি গত ডিসেম্বরেই বেশ ঘটা করে মুক্তি দেওয়ার কথা ছিল। কারণ ২৯ ডিসেম্বর ছিল প্রতিযোগিতাটির ২০০৬ মৌসুমের শিল্পীদের যুগপূর্তি। কিন্তু জাতীয় নির্বাচনের কারণে সে সময় আর অ্যালবামটি তাঁরা মুক্তি দেননি। মুহিন বলেন, ‘আমরা এক হয়ে একটি মিশ্র অ্যালবাম করার কথা ভাবছিলাম। পরে মনে হলো এটা আমাদের যুগপূর্তিতে করলে কেমন হয়। তাই সেই অনুযায়ী আমরা কাজ শুরু করি।’

একসাথে এক যুগ অ্যালবামের গানগুলো লিখেছেন জামাল হোসেন। সুর করেছেন মুহিন, সাব্বির ও বিনোদ রায়। আগামী ১২ ফেব্রুয়ারি সন্ধ্যায় সংগীতাঙ্গনের বিভিন্ন ক্ষেত্রের শিল্পী ও কুশলীদের নিয়ে এক যুগ উদ্যাপনের মধ্য দিয়ে অ্যালবামটি সংগীতার ব্যানার থেকে প্রকাশ করা হবে। অ্যালবামের শিল্পী কারা? মনে করিয়ে দিই সেই ২০০৬ সালের ক্লোজআপ ওয়ান—তোমাকেই খুঁজছে বাংলাদেশ প্রতিযোগিতার সেরা দশ–এর নাম—সালমা, মুহিন, নিশীতা, রন্টি, কিশোর, পুতুল, সাব্বির, পুলক, পলাশ ও বাঁধন।

তবে খুশির এই উপলক্ষে একটি শূন্যতা এই ১০ শিল্পীকে আহত করছে। তা হলো, গুণী সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুলের প্রয়াণ। মুহিন বলেন, ‘আহমেদ ইমতিয়াজ বুলবুল আমাদের এই উদ্যোগের সঙ্গে ছিলেন, এটি নিয়ে খুব আগ্রহী ছিলেন। তিনি আমাদের প্রতিযোগিতার মূল বিচারকদের মধ্যে অন্যতম ছিলেন। তিনি সব সময় আমাদের অনুপ্রাণিত করেছেন। মৃত্যুর আগের দিন রাত ৯ টায়ও আমাদের কথা হয়েছে এই কাজ নিয়ে। তিনি চেয়েছিলেন, আমাদের এই ১০ জনকে তাঁর বাড়িতে নিমন্ত্রণ করবেন। আমরাও তাঁকে আমাদের এই বিশেষ দিনে সঙ্গে চেয়েছিলাম।’ তবে ক্লোজআপ ওয়ান—তোমাকেই খুঁজছে বাংলাদেশ প্রতিযোগিতার অন্য তিন মূল বিচারক কুমার বিশ্বজিৎ, ফাহমিদা নবী ও পার্থ বড়ুয়া যুগপূর্তির অনুষ্ঠানে সালমা, মুহিন, নিশীতাদের আবার উৎসাহ জোগাতে অংশ নেবেন বলে মুহিন জানান।