রাজ্জাকের নামে মেট্রো স্টেশন চাই: শাকিব খান

রাজ্জাক ও শাকিব খান
রাজ্জাক ও শাকিব খান

রাজধানীর তেজগাঁওয়ে এফডিসিতে ঢোকার মুখেই ৩ ও ৪ নম্বর ফ্লোর। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এই পথ দিয়ে যেতে দেখা গেল বিশাল জটলা। বাহারি রঙের পোশাক পরা নাচের শিল্পীরা চুটিয়ে আড্ডা দিচ্ছেন। জানা গেল, ৩ নম্বর ফ্লোরে শাকিব খান অভিনীত সিনেমার গানের শুটিং চলছে। শাকিব খান ছিলেন রূপসজ্জাকক্ষে। সেখানেই কথা হয় তাঁর সঙ্গে। চলচ্চিত্র নিয়ে নানা পরিকল্পনা, এফডিসির হালচাল আর শিল্পীদের নানা প্রসঙ্গ। নায়করাজ রাজ্জাককে নিয়ে শাকিব খান বললেন, ‘দেশের চলচ্চিত্রের এত বড় একজন ব্যক্তিত্ব, তাঁর মৃত্যুর দেড় বছর হতে চলল। তাঁর অবদান স্মরণীয় করে রাখতে সরকারিভাবে কোনো উদ্যোগ সেভাবে চোখে পড়ছে না। বরেণ্য এই চলচ্চিত্র ব্যক্তির নামে রাজধানীর কোনো একটি সড়কের নামকরণ করা উচিত। এফডিসির সামনে মেট্রো রেলের যে স্টেশন হবে, এই স্টেশনের নাম নায়করাজ রাজ্জাকের নামে হোক, এটা আমরা চাই।’

জানা গেছে, এফডিসিতে গত দুই দিন ‘শাহেনশাহ’ সিনেমার গানের শুটিং করছেন শাকিব খান। গানটির কোরিওগ্রাফি করছেন ভারতের বাবা যাদব। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন স্যাভি। কণ্ঠ দিয়েছেন কনা ও স্যাভি।

নায়করাজ রাজ্জাক অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনা আর পরিচালনার কাজ করেছেন। তাঁর প্রযোজিত ও পরিচালিত সিনেমাগুলোও পেয়েছে সাফল্য। শাকিব খান বলেন, ‘একটা সময় আমাদের এখানে ভিনদেশি সিনেমার প্রভাব ছিল। তখন রাজ্জাক সাহেবের আবির্ভাব হয়। নায়করাজ রাজ্জাক তাঁর অভিনয় দিয়ে দর্শকদের বাংলাদেশের সিনেমামুখী করেছেন। শুধু অভিনয় দক্ষতায় সব ধরনের মানুষের প্রিয় নায়ক হয়ে ওঠেন তিনি। সবার মনে আজও তিনি বেঁচে আছেন। এই কিংবদন্তিকে তাঁর সৃষ্টির জন্য মানুষ মনে রাখবে। পাশাপাশি সরকারিভাবেও কিছু উদ্যোগ নেওয়া দরকার। সেই ভাবনা থেকে আমি সরকারকে অনুরোধ করব, নির্মিতব্য মেট্রো রেলের যে স্টেশনগুলো হবে, তার মধ্য থেকে নায়করাজ রাজ্জাকের নামে একটি স্টেশনের নামকরণ করা হোক।’

কলকাতায় টালিগঞ্জ মেট্রো স্টেশন পরবর্তী সময় নাম বদলে ‘মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন’ করা হয়। শাকিব খান বলেন, ‘টালিগঞ্জে উত্তম কুমারের বড় ছবিসহ লেখা রয়েছে “উত্তম কুমার মেট্রো স্টেশন”। আমাদের দেশে এখন মেট্রো রেল নির্মিত হচ্ছে। এখানেও নায়করাজ রাজ্জাকের নামে একটি মেট্রোরেল স্টেশনের নামকরণ করা উচিত। সেই স্টেশনে নায়করাজ রাজ্জাকের জীবনের সংক্ষিপ্ত বিবরণ থাকলে আরও ভালো হয়। প্রতিদিন হাজার হাজার মানুষ আসা-যাওয়ার পথে তাঁর সম্পর্কে জানতে পারবে। নতুন প্রজন্মের কাছেও নায়করাজ রাজ্জাক বেঁচে থাকবেন।’

শাকিব খান আরও বলেন, ‘আমরা গর্ব করতে পারি এই ভেবে যে, আমাদের একজন নায়করাজ রাজ্জাক ছিলেন। চলচ্চিত্র শিল্পের জন্য তিনি সারা জীবন পরিশ্রম করে গেছেন। স্বাধীনতা পদক, একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য সম্মান পেয়েছেন তিনি। নায়করাজ রাজ্জাককে তাঁর প্রাপ্য সম্মান সরকারকে দেওয়া উচিত। শুধু মেট্রো রেল স্টেশন কিংবা সড়ক নয়, নায়করাজ রাজ্জাকের একটি আবক্ষমূর্তি এফডিসির প্রবেশ মুখে থাকা দরকার।’