গানবাজ-এ আজ গাইবে নকশীকাঁথা

প্রথম আলো অনলাইনের ‘দারাজ প্রেজেন্টস গানবাজ’ অনুষ্ঠানে আজ গান করবে গানের দল নকশীকাঁথা। সন্ধ্যা সাতটায় প্রথম আলো ফেসবুক পেজে অনুষ্ঠানটি সবাই সরাসরি দেখতে পাবেন। পরে অনুষ্ঠানটি দর্শকেরা নিজেদের পছন্দমতো সময়ে দেখতে পাবেন প্রথম আলোর ওয়েব পেজ আর ইউটিউব চ্যানেলে। এবিসি রেডিওতে কাল শুক্রবার বিকেল চারটায় শোনা যাবে অনুষ্ঠানটি। আজকের আয়োজন সঞ্চালনা করবেন সমন্বয় ঘোষ (আরজে সমন্বয়)।

২০০৭ সালের ২৫ জানুয়ারি যাত্রা শুরু করে নকশীকাঁথা গানের দল। এরই মধ্যে তারা পার করেছে এক যুগ। পেশাদারি সংগীতচর্চার লক্ষ্যে তারা তৈরি করেছে ব্যাটলফিল্ড স্কুল অব পারফর্মিং আর্টস। যন্ত্র, কণ্ঠসহ নানা ধরনের সংগীত শেখানো হবে এখানে। ২০০৮ সালে প্রথম অ্যালবাম বের হয় নজর রাখিস নামে। এরপর দীর্ঘ আট বছরের বিরতিতে ২০১৬ সালে বের হয় দ্বিতীয় গানের অ্যালবাম নকশীকাঁথার গান। এই গানের দলে কাজ করছেন সাজেদ ফাতেমী দলপ্রধান ও ভোকাল হিসেবে। জে আর সুমন আছেন অ্যাকুস্টিক গিটার, রবাব ও দোতারায়, কাহন ও পারকাশন্সে আছেন বুলবুল সাহা, ফয়সাল আদনান আছেন বেজ গিটারে এবং রোমেল হাসান আছেন মেলোডিকা ও অ্যাকোর্ডিয়ানের দায়িত্বে। শিকড়ের গান তুলে আনতে নিয়মিত কাজ করছে দলটি।