যৌবন থাকতে আইল না কেউ: পান্থ কানাই

‘যাযাবর’ সিনেমার দৃশ্যে পান্থ কানাই। ছবি: সংগৃহীত
‘যাযাবর’ সিনেমার দৃশ্যে পান্থ কানাই। ছবি: সংগৃহীত

চলচ্চিত্রে অভিনয় করেছেন সংগীতশিল্পী পান্থ কানাই। ছবির নাম ‘যাযাবর’। যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল রদ্দি ও আসিফ ইসলাম। পান্থ কানাই দুই বছর আগে ‘যাযাবর’ ছবির শুটিং করেছেন। কিন্তু তখন তা সংবাদমাধ্যমে জানানো হয়নি। আজ বুধবার তিনি প্রথম আলোকে বললেন, ‘পরিচালক হয়তো তখন বিষয়টি কাউকে জানানোর প্রয়োজন মনে করেননি, তাই বলেননি। তাঁরা এখন মনে করছেন, তাই ছবিতে আমার অভিনয় নিয়ে কথা বলছেন।’

পরিচালক ফয়সাল রদ্দি ও আসিফ ইসলামের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁদের নতুন সিনেমা ‘যাযাবর’-এর গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পান্থ কানাই। পাশাপাশি ছবির দুটি গানেও তিনি কণ্ঠ দিয়েছেন। নিজের গাওয়া গানের সঙ্গে পর্দায় অভিনয়ও করেছেন।

জনপ্রিয় সংগীতশিল্পী পান্থ কানাইকে অনেক দিন গানে সেভাবে পাওয়া যায়নি। এবার চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে পান্থ কানাই বলেন, ‘কখনো অভিনয় করিনি। এই ছবির পরিচালক দুজন আমার খুব পরিচিত। তাঁদের অনুরোধে শেষ পর্যন্ত অভিনয় করতে হলো।’

পান্থ কানাই জানান, ঢাকার অদূরে পদ্মা নদীতে টানা দুই দিন এই ছবির শুটিং করেছেন। বললেন, ‘পদ্মা নদীতে একটা বিশাল নৌকায় দুই দিন শুটিং করেছি। নিজের গানে নিজেই অভিনয় করেছি। কিছু সংলাপও ছিল। প্রথম অভিনয় করেছি। খুব ভালো লেগেছে।’ এরপর আবারও অভিনয় করবেন? পান্থ কানাই বললেন, ‘এখন তো বুড়া হয়ে গেছি। যৌবন থাকতে আইল না কেউ! তবে পারব না, তা কিন্তু না। গান নিয়ে অন্য রকম কোনো গল্পে কাজ করতেও পারি।’

আর গান নিয়ে পান্থ কানাই বলেন, ‘গানবাজনা এখন হয় নাকি? আমার তো মনে হয়, আমাদের দেশে শিল্প-সাহিত্য প্রতিনিয়ত নিচের দিকে যাচ্ছে। এটা আমাকে খুব ভাবায়। মানুষের রুচি পরিবর্তনের দায়িত্ব কিন্তু আমাদের। শিল্পীদের নিজেদেরও রুচিবোধের অভাব পাচ্ছি।’ এমনটা কেন মনে হচ্ছে? তিনি বললেন, ‘সবকিছুতে একটা বড় পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনের সঙ্গে অনেকে খাপ খাওয়াতে পারছেন না। এ রকম সময়ে এমনটাই হয় হয়তো। তাই এই অবস্থা।’

এত কিছুর পরও আশাবাদী পান্থ কানাই। নতুনদের অনেকের মধ্যে এই আশার আলো দেখছেন। পান্থ কানাই বলেন, ‘নতুনদের মধ্যে কেউ কেউ তো অনেক প্রতিভাবান। কাউকে দোষ দিয়ে লাভ নেই, সব পরিবেশের দোষ। আমাকে কেউ সুন্দর পরিবেশ দিলে আমিও সুন্দর কনটেন্ট দেব—এই আর কি। দর্শক-শ্রোতারাও সস্তা জিনিস গ্রহণ করছেন। এতে করে শিল্পীরা সস্তাভাবে বড় হচ্ছে। তাঁরা কী দিচ্ছে, সেটা দেখার আগে তাঁদের কীভাবে বড় করছি, সেটা দেখা উচিত। আমরা যা গ্রহণ করব, তাঁরা তো তা-ই দেবে।’