ওই দিন কিছুটা হোঁচট খেয়েছি: মাহি

মাহিয়া মাহি
মাহিয়া মাহি
>

আজ সিনেপ্লেক্সসহ দেশের ৬০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বদিউল আলম খোকন পরিচালিত ‘অন্ধকার জগত’। সিনেমাটিতে অভিনয় করেছেন অভিনেত্রী মাহিয়া মাহি। এদিকে শিগগিরই একটি ছবির শুটিংয়ে অংশ নিচ্ছেন তিনি। তবে প্রায় এক বছর হলো নতুন কোনো ছবিতে চুক্তিবদ্ধ হতে দেখা যায়নি তাঁকে। এসব বিষয় নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন এই অভিনেত্রী।

‘অন্ধকার জগত’ ছবিটি নিয়ে প্রত্যাশা কেমন?
ভালো। ছবির পরিচালক বদিউল আলম খোকন এর আগে যতগুলো ছবি নির্মাণ করেছেন, বেশির ভাগ ছবিই দর্শক পছন্দ করেছেন। তাঁর নামেই ছবির হল বুকিং হয়। এই ছবির মধ্য দিয়ে প্রথম এই গুণী নির্মাতার সঙ্গে কাজ করেছি। পরিচালক যত্ন নিয়ে বানিয়েছেন ছবিটি। আমার বিশ্বাস, দর্শকেরা হতাশ হবেন না।

কিন্তু মুক্তির আগে আপনাকে ছবির প্রচারে দেখা যায়নি...
ছবির প্রিমিয়ার শো থেকেই প্রচারণা শুরু করতে চেয়েছিলাম। কিন্তু ওই দিনই কিছুটা হোঁচট খেয়েছি। কারণ উদ্বোধনী প্রদর্শনীর দাওয়াতপত্রে কোনো কলাকুশলী তো নয়ই, ছবির পরিচালকের নামটিই ছিল না। হতাশ হয়েছি। তারপরও আমি নিজ উদ্যোগেই আসতে চেয়েছিলাম। কিন্তু বিশ্ব ইজতেমার কারণে আমার উত্তরার বাসা থেকে বের হতে পারিনি।

ছবিটি দেখতে প্রেক্ষাগৃহে যাবেন?
অবশ্যই যাব। সপ্তাহের মাঝামাঝিতে প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখব। আমার অভিনীত সব ছবিই আমি হলে গিয়ে দেখি। আমার সবশেষ মুক্তিপ্রাপ্ত ছবি জান্নাত সনি হলে গিয়ে দেখেছি। অন্য নায়ক-নায়িকাদের ছবিও আমি হলে গিয়ে দেখার চেষ্টা করি।

কেন এই ছবিটি দেখতে দর্শক হলে যাবেন?
আমি বাড়িয়ে বলে দর্শককে ঠকাতে চাই না। এই ছবির পরিচালক ভালো, গল্প ভালো। সন্ত্রাসের বিরুদ্ধে ছবির গল্প। মানুষ সন্ত্রাসী হিসেবে জন্মায় না। অনেক সময় পরিস্থিতিতে পড়ে মানুষ সন্ত্রাসী হয়। এ ধরনের কাহিনি নিয়ে ছবির গল্প। ছবিটি দেখতে বসে দর্শকের খারাপ লাগবে না।

এখন ঢালিউডের অনেকেই ওয়েব ফিল্ম ও ওয়েব সিরিজে অভিনয় করছেন...
আমারও করার ইচ্ছা আছে। ভালো গল্প ও ভালো পরিচালকের সঙ্গে কাজ করতে চাই। আগে একটু দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে এখন ওয়েব ফিল্ম, ওয়েব সিরিজ করা যেতে পারে।

নতুন ছবিতে চুক্তিবদ্ধ হতে দেখা যাচ্ছে না আপনাকে...
প্রায় এক বছর হলো নতুন কোনো ছবিতে চুক্তিবদ্ধ হইনি। তবে হাতে যে ছবি আসেনি, তা নয়। অনেক ছবির প্রস্তাব পেয়েছি, করিনি। কারণ, এখন আর যেনতেন ছবিতে কাজ করব না। অন্যদিকে ঢাকাই চলচ্চিত্রে ছবি নির্মাণের সংখ্যাও কমেছে।

শেষ তিন প্রশ্ন
কার ফোনকল ধরতে বিরক্ত লাগে?
কেটে দেওয়ার পরও যে বারবার কল দেয়।

আপনি ছবির প্রযোজক। নায়ক আপনার স্বামী অপু, একজন নায়িকা আপনি। আরেকজন নায়িকা নিতে হলে কাকে নেবেন?
যদি অপু নায়ক হয়, তাহলে আমি একাই নায়িকা। হা হা হা...আমি দুই নায়িকার গল্পই পরিবর্তন করে ফেলব।

দেশের বাইরে ঘুরতে একজনকে সঙ্গে নিতে বলা হলে কাকে নেবেন?
মাকে সঙ্গে নিতে চাই।