৭ মার্চ 'জয় বাংলা কনসার্ট'

‘জয় বাংলা কনসার্ট ২০১৯’ আয়োজনের পোস্টার
‘জয় বাংলা কনসার্ট ২০১৯’ আয়োজনের পোস্টার

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আয়োজন করা হয়েছে ‘জয় বাংলা কনসার্ট ২০১৯’। আগামী বৃহস্পতিবার রাজধানীর আর্মি স্টেডিয়ামে এই কনসার্ট আয়োজন করেছে ইয়াং বাংলা। কনসার্ট শুরু হবে বিকেল সোয়া তিনটায়, চলবে রাত সাড়ে ১০টা পর্যন্ত। আয়োজকদের কাছ থেকে জানা গেছে, পঞ্চমবারের মতো এই কনসার্ট আয়োজন করা হচ্ছে।

এবার ‘জয় বাংলা কনসার্ট ২০১৯’-এ গান করবে বে অব বেঙ্গল, নেমেসিস, আরবোভাইরাস, লালন, ক্রিপটিক ফেইট, শূন্য, আর্টসেল ও চিরকুট।

কনসার্টে অংশ নেওয়া সব কটি ব্যান্ড নিজেদের গানের পাশাপাশি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে প্রচারিত গানও করবে। এ ছাড়া কনসার্টে থাকবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ এবং মুক্তিযুদ্ধভিত্তিক গ্রাফিক্যাল প্রদর্শনী।

‘জয় বাংলা কনসার্ট ২০১৯’-এর ফ্রি টিকিটের জন্য গত ১ মার্চ থেকে ইয়াং বাংলার অফিশিয়াল ওয়েবসাইটে (https://youngbangla.org/) নিবন্ধন শুরু হয়েছে।