এক রিকশায় পপসংগীতের দুই প্রাণ

ফেরদৌস ওয়াহিদ ও ফকির আলমগীর
ফেরদৌস ওয়াহিদ ও ফকির আলমগীর

‘আমি অহন রিশকা চালাই ঢাহার শহরে’—জনপ্রিয় এই গান গণসংগীতশিল্পী ফকির আলমগীরের হলেও ছবিতে রিকশার সওয়ারি তিনি, আর চালাচ্ছেন আরেক পপশিল্পী ফেরদৌস ওয়াহিদ। মজা করে ছবিটি তুললেও এই দুজন সত্তরের দশকের পপসংগীতের অন্যতম প্রাণপুরুষ। অনেক দিন পর একসঙ্গে হয়েছেন।

ফকির আলমগীর ছবিটি তাঁর ফেসবুক পেজে গতকাল পোস্ট দিয়ে লিখেছেন, ‘আমি অহন রিকশা চালাই বসুন্ধরাতে।’ সত্তরের দশকে আমাদের পপসংগীতের প্রাণ ছিলেন আজম খান, ফকির আলমগীর, ফেরদৌস ওয়াহিদ ও ফিরোজ সাঁই। ১৯৭৬ থেকে’ ৭৯ সাল পর্যন্ত স্বর্ণযুগ ছিল এই পপসংগীত শিল্পীদের। মজার বিষয় হলো, চারজন ছিলেন চার ঘরানার। আজম খান গাইতেন রক ধাঁচের গান, ফকির আলমগীর গণসংগীত ও ফোক ধাঁচের গান, ফেরদৌস ওয়াহিদ করতেন রোমান্টিক পপ গান আর ফিরোজ সাঁই করতেন আধ্যাত্মিক পপ গান।’ ৭৬ সাল পর্যন্ত একসঙ্গে গান করলেও একসময় চারজনই আলাদা হয়ে যাঁর যাঁর নিজস্ব ক্ষেত্র তৈরি করেন।

এখন তাঁদের দুজন ফিরোজ সাঁই ও আজম খান নেই, দুজন আছেন—ফকির আলমগীর ও ফেরদৌস ওয়াহিদ। ৭০ বছরে ফকির আলমগীর আর ফেরদৌস ওয়াহিদ ৬৬ বছরে। দুজনের জন্য শুভকামনা।