স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে মাহি ও সায়মন

মাহিয়া মাহি ও সায়মন
মাহিয়া মাহি ও সায়মন

একাধিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে জুটি হয়ে কাজ করেছেন মাহিয়া মাহি ও সায়মন। এবার একসঙ্গে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করছেন। নাম ‘জীবন থেকে পাওয়া’। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন ১৭ মার্চ। দিনটি ঘিরেই ১৫ মিনিটের এই চলচ্চিত্রটি তৈরি হচ্ছে। আজ থেকে চলচ্চিত্রটির শুটিং শুরু হবে।

মাহি ও সায়মন দুজনেই প্রথমবারের মতো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করলেন। মাহি বলেন, ‘আমি এর আগে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করিনি। কিন্তু একটি বিশেষ দিনকে ঘিরে কাজটি হচ্ছে। এটি একটি ঐতিহাসিক ব্যাপার। বঙ্গবন্ধুকে নিয়ে করা কাজের সঙ্গে নিজেকে জড়িয়ে রাখাও একটা বড় ব্যাপার।’

সায়মন বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মদিনকে ঘিরে কাজটি হচ্ছে, শুনেই কাজটি করতে রাজি হয়ে গেছি। এ ধরনের কাজ ঐতিহাসিক দলিল হয়ে থাকবে।’

চলচ্চিত্রটি পরিচালনা করছেন সাইদুর রহমান। এটির গল্পও লিখেছেন তিনি। সাইদুর রহমান বলেন, ‘বঙ্গবন্ধুকে আজও মানুষ সমানভাবে ভালোবাসে। বাংলার সবকিছুই বঙ্গবন্ধুর অবদান। বঙ্গবন্ধুর শততম জন্মদিন ধরে গল্পে সেই জায়গাটা তুলে আনা হবে।’

কোথায় মুক্তি পাবে এটি, জানতে চাইলে পরিচালক বলেন, ১৭ মার্চ চলচ্চিত্রটি বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেখার কথা আছে। এরপর কোথায় মুক্তি দেওয়া হবে, সেটি সিদ্ধান্ত হবে।

পরিচালক জানান, জীবন থেকে পাওয়া স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির ইংরেজিতে সাবটাইটেল করা হবে।