শ্রীদেবীকে নিয়ে মাধুরী কী বললেন?

মাধুরী দীক্ষিত ও শ্রীদেবী
মাধুরী দীক্ষিত ও শ্রীদেবী

‘কলঙ্ক’ ছবিতে অভিনয় করবেন শ্রীদেবী, এমনটাই কথা ছিল। কিন্তু গত বছর ২৪ ফেব্রুয়ারি দুবাইর এক হোটেলে মারা যান বলিউডের এই জনপ্রিয় নায়িকা। এরপর ছবির নির্মাতাদের পক্ষ থেকে চরিত্রটিতে অভিনয়ের জন্য বলিউডের আরেক জনপ্রিয় নায়িকা মাধুরী দীক্ষিতকে অনুরোধ করা হয়। শ্রীদেবীর প্রতি শ্রদ্ধা জানাতে রাজি হন মাধুরী দীক্ষিত। প্রয়াত সহকর্মীর প্রতি সম্মান জানিয়ে মনপ্রাণ ঢেলে অভিনয় করেছেন। আগামী ১৭ এপ্রিল মুক্তি পাচ্ছে ছবিটি।

এরই মধ্যে প্রযোজক করণ জোহর ‘কলঙ্ক’ ছবির কয়েকটি চরিত্রের ‘লুক’ প্রকাশ করেছেন। গত মঙ্গলবার ছবিটির টিজার এসেছে। আজ রোববার সকাল পর্যন্ত ইউটিউবে ফক্সস্টার হিন্দি চ্যানেলে টিজারটি দেখা হয়েছে ৩ কোটি ৪৫ লাখ ২০ হাজার ৩৩৯ বার। মাধুরী দীক্ষিতের লুক দেখে অনেকেই লিখেছেন, ‘হৃদয়ের সত্যিকারের বেগম, বাহার!’ করণ জোহর টুইটারে লিখেছেন, ‘প্রাণবন্ত, অভিজাত এবং সনাতন। অন্তরের সত্যিকারের বেগম, বাহার।’ আর সেই ছবি টুইটারে মাধুরী দীক্ষিত লিখেছেন, ‘এমন চরিত্রে অভিনয় করতে পেরে আমি সম্মানিত। এই বাহার বেগম।’

‘কলঙ্ক’ ছবিতে অভিনয় করেছেন মাধুরী দীক্ষিত
‘কলঙ্ক’ ছবিতে অভিনয় করেছেন মাধুরী দীক্ষিত

এবার মাধুরী স্মরণ করেছেন শ্রীদেবীকে। ‘কলঙ্ক’ ছবি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মাধুরী দীক্ষিত বললেন, ‘তাঁর জন্য আমার মনে অনেকটা শ্রদ্ধা রয়েছে। কারণ, তিনি শুধু একজন বিখ্যাত শিল্পীই নন, একজন ভালো মানুষ ছিলেন। তাঁর ছেড়ে যাওয়া চরিত্রে অভিনয় করা আমার জন্য সত্যি খুব কষ্টের ছিল। আমরা সেটে শুটিংয়ের সময় তাঁকে মনে করেছি। সত্যি বলতে, তাঁকে অনেক মিস করেছি। তবে এটাও সত্যি, চরিত্রের মধ্যে একবার ঢুকে পড়লে আর কিছু মাথায় থাকে না।’

ডিএনএর সঙ্গে এক সাক্ষাৎকারে মাধুরী দীক্ষিত ‘কলঙ্ক’ ছবিতে তাঁর ভূমিকা নিয়ে বলেছেন, ‘এই ছবিতে যা করেছি, তা আগের কোনো ছবিতে করা হয়নি। যখন দর্শক ছবিটি দেখবেন, তখন সবাই বুঝতে পারবেন, “দেবদাস” ছবিতে যা করেছি, এটা তা থেকেও ভিন্ন।’

করণ জোহরের মতে, ‘কলঙ্ক’ ছবির কাহিনি অশান্ত সম্পর্ক আর শাশ্বত প্রেম নিয়ে, যা একসময় খুঁজে পায় ছন্দ। গত শতকের চল্লিশের দশকে স্বাধীনতা এবং দেশভাগের জন্য যে লড়াই হয়, তা নিয়েই গল্প।

‘কলঙ্ক’ ছবি নিয়ে টুইটারে করণ জোহর লিখেছেন, ‘ছবিটি আমার হৃদয়ে জন্ম নিয়েছে প্রায় ১৫ বছর আগে। ছবির গল্পটি আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছে। এটা আমার বাবার (যশ জোহর) শেষ ছবি। এই ছবির কাজ করতে করতেই তিনি প্রয়াত হন। “কলঙ্ক” ছিল তাঁর স্বপ্নের ছবি। আমি তখন তাঁর স্বপ্নকে পূরণ করতে পারিনি। কারণ, ওই সময় ভেঙে পড়েছিলাম। কিন্তু এখন তাঁর সেই স্বপ্নকে বাস্তব রূপ দিতে পেরেছি।’

‘কলঙ্ক’ ছবির পোস্টারে মাধুরী দীক্ষিত
‘কলঙ্ক’ ছবির পোস্টারে মাধুরী দীক্ষিত

এই ছবির পরিচালক অভিষেক বর্মণ। ‘কলঙ্ক’ ছবিতে আরও অভিনয় করেছেন বরুণ ধাওয়ান, আলিয়া ভাট, আদিত্য রায় কাপুর, সঞ্জয় দত্ত, সোনাক্ষী সিনহা প্রমুখ। গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন প্রিতম।

আগে জানানো হয়েছিল, ‘কলঙ্ক’ ছবিটি ১৯ এপ্রিল মুক্তি পাবে। কিন্তু এখন জানা গেছে, ছবিটির মুক্তির তারিখ দুই দিন এগিয়ে ১৭ এপ্রিল চূড়ান্ত হয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান করণ জোহরের ধর্মা প্রোডাকশনের ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, একই সঙ্গে মহাবীর জয়ন্তী, গুড ফ্রাইডে এবং শনিবার ও রোববারের ছুটির সুফল পাওয়ার জন্য ছবিটির মুক্তির তারিখ এগিয়ে আনা হয়েছে। আরেকটি সূত্র জানিয়েছে, এই এগিয়ে আনার পেছনে আরও কারণ আছে। আগামী ২৬ এপ্রিল মুক্তি পাবে ‘অ্যাভেঞ্জারস: এন্ড গেম’। ফলে মুক্তির তারিখ এগিয়ে আসায় ‘কলঙ্ক’ কোনো প্রতিযোগিতা ছাড়াই টানা নয় দিন বক্স অফিসে রাজত্ব করতে পারবে।