সালমান খান লোকসভায় প্রার্থী হচ্ছেন?

‘নোটবুক’ ছবি নিয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রনূতন বহেল, সালমান খান ও জহির ইকবাল
‘নোটবুক’ ছবি নিয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রনূতন বহেল, সালমান খান ও জহির ইকবাল

সালমান খান ভারতের লোকসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন—কয়েক দিন ধরে এমন কথা খুব শোনা যাচ্ছে। আরও শোনা যাচ্ছে, দেশের শীর্ষস্থানীয় একটি রাজনৈতিক দলের সর্বোচ্চ পর্যায়ের সঙ্গে তাঁর আলোচনা হয়েছে। যেহেতু সালমান খান বা তাঁর কাছের মানুষজন এ ব্যাপারে কোনো মন্তব্য করছেন না, তাই খবরটি অনেকেই বিশ্বাস করেছেন। এবার কোনো মুখপাত্রকে দিয়ে নয়, সালমান খান নিজেই মুখ খুলেছেন। টুইটারে তিনি লিখেছেন, ‘আমি ভোটে দাঁড়াচ্ছি না।’

সালমান খান খবরটিকে গুজব বলে উড়িয়ে দেন। তিনি টুইটারে আরও লিখেছেন, ‘পুরোটাই গুজব। আমি সবাইকে এটাই জানাতে চাই, আমি ভোটে দাঁড়াচ্ছি না।’ ২০০৯ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী পঙ্কজ সাঙ্গভির জন্য প্রচারণায় নেমেছিলেন সালমান খান। এবার কি কারও জন্য প্রচারণা করবেন? সালমান খান লিখেছেন, ‘আমি কোনো রাজনৈতিক দলের হয়ে প্রচারণায়ও অংশ নিচ্ছি না।’

এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জনগণকে ভোট দেওয়ার ব্যাপারে উদ্বুদ্ধ করার জন্য ১৩ মার্চ এক টুইট বার্তায় বলিউডের তারকাদের আহ্বান জানিয়েছেন। তিনি এই টুইট বার্তা সালমান খান, আমির খান, দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট, আনুশকা শর্মাসহ আরও অনেককে ট্যাগ করেন।

প্রধানমন্ত্রীর এই আহ্বানে দ্রুত সাড়া দিয়েছেন সালমান খান। টুইটারে তিনি লিখেছেন, ‘আমরা গণতান্ত্রিক দেশের নাগরিক। ভোট দেওয়া আমাদের অধিকার। আমি সব ভারতীয়, যাঁরা ভোট দেওয়ার জন্য উপযুক্ত, প্রত্যেককে এই অধিকারের সদ্ব্যবহার করার জন্য আবেদন জানাচ্ছি। তাঁরা যেন দেশের সরকার গঠনে যোগদান করেন।’

‘নোটবুক’ ছবির পোস্টার
‘নোটবুক’ ছবির পোস্টার

কাশ্মীর নিয়েও কথা বলেছেন সালমান খান। ২৯ মার্চ মুক্তি পাচ্ছে প্রযোজক সালমান খানের নতুন ছবি ‘নোটবুক’। ছবিতে অভিনয় করেছেন প্রনূতন বহেল ও জহির ইকবাল। ছবির গল্পে রয়েছে কাশ্মীরের সমস্যা। কাশ্মীরের এক শিক্ষক আর শিক্ষিকার সম্পর্ক তুলে ধরেছে গল্পে। আছে কিছু সামাজিক বার্তা। সালমান খান এখন ছবিটির প্রচারণায় অংশ নিচ্ছেন। সম্প্রতি এক প্রচারণায় কাশ্মীর সমস্যার ব্যাপারে বললেন, ‘একমাত্র সঠিক শিক্ষা এই সমস্যার সমাধান করতে পারবে। সবাইকে যদি সঠিক শিক্ষা দেওয়া সম্ভব হয়, তাহলে প্রত্যেকেই সচেতন হবে। নিজের ভালো-মন্দ, নিজেই বুঝতে পারবে। তাই এখন সঠিক শিক্ষা খুব গুরুত্বপূর্ণ।’

‘নোটবুক’ ছবির প্রচারণায় পুলওয়ামা হত্যাকাণ্ড নিয়ে সালমান খান বলেন, ‘যেদিন এই ঘটনার কথা আমরা শুনেছি, সেদিন থেকেই খুব খারাপ লাগছে।’