সেরা ছবি 'রাজি', নায়ক রণবীর, নায়িকা আলিয়া ভাট

৬৪তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড আয়োজনে সেরা নায়ক রণবীর কাপুর আর নায়িকা আলিয়া ভাট। অনুষ্ঠানে তাঁরা বসেছিলেন পাশাপাশি। ছবি: ফিল্মফেয়ার
৬৪তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড আয়োজনে সেরা নায়ক রণবীর কাপুর আর নায়িকা আলিয়া ভাট। অনুষ্ঠানে তাঁরা বসেছিলেন পাশাপাশি। ছবি: ফিল্মফেয়ার

৬৪তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড দেওয়া হলো গতকাল শনিবার সন্ধ্যায় মুম্বাইর বিকেসির জিও গার্ডেনে। বলিউডের সব তারকার ভিড় জমেছিল সেখানে। নাচে–গানে মাতিয়ে রাখেন শিল্পীরা। হিন্দি ছবির জন্য তিনবার আর দক্ষিণী ছবির জন্য তিনবার ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিলেন শ্রীদেবী। প্রয়াত এই অভিনেত্রীকে আজীবন সম্মাননা দেওয়া হয়। এ ছাড়া তাঁকে শ্রদ্ধাঞ্জলিও জানানো হয়। গত ৫০ বছরে চলচ্চিত্রে বিশেষ ভূমিকা রাখার জন্য পুরস্কার পেয়েছেন হেমা মালিনী। এবার ‘সঞ্জু’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেতা হয়েছেন রণবীর কাপুর আর ‘রাজি’ ছবির জন্য সেরা অভিনেত্রী হয়েছেন আলিয়া ভাট। অনুষ্ঠানে তাঁরা বসেছিলেন পাশাপাশি।

এক নজরে ৬৪তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড
সেরা ছবি (জনপ্রিয়)
রাজি

সেরা সিনেমা (সমালোচক)
আন্ধাধুন

সেরা অভিনেতা (জনপ্রিয়)
রণবীর কাপুর (সঞ্জু)

সেরা অভিনেতা (সমালোচক)
আয়ুষ্মান খুররানা (আন্ধাধুন) ও রণবীর সিং (পদ্মাবত)

সেরা অভিনেত্রী (জনপ্রিয়)
আলিয়া ভাট (রাজি)

সেরা অভিনেত্রী (সমালোচক)
নীনা গুপ্ত (বাধাই হো)

সেরা পরিচালক
মেঘনা গুলজার (রাজি)

সেরা সহ-অভিনেতা
গজরাজ রাও (বাধাই হো) ও ভিকি কৌশল (সঞ্জু)

সেরা সহ-অভিনেত্রী
সুরেখা শিকড়ি (বাধাই হো)

সেরা মিউজিক অ্যালবাম
পদ্মাবত (সঞ্জয় লীলা বনসালি)

সেরা লিরিক্স
অ্যায় ওয়াতন/রাজি (গুলজার)

সেরা প্লেব্যাক গায়ক
অরিজিৎ সিং (অ্যায় ওয়াতন/রাজি)

সেরা প্লেব্যাক গায়িকা
শ্রেয়া ঘোষাল (অ্যায় ওয়াতন/রাজি)

দর্শকের বিবেচনায় সেরা শর্ট ফিল্ম
প্লাস মাইনাস

সেরা শর্ট ফিল্ম (ফিকশন)
রোগ্যান ঘোষ

সেরা শর্ট ফিল্ম (ননফিকশন)
দ্য সকার সিটি

শর্ট ফিল্মে সেরা অভিনেতা
হোসাইন দালাল (শেমলেস)

শর্ট ফিল্মে সেরা অভিনেত্রী
কীর্তি কুলহারি (মায়া)

সেরা গল্প
মুল্‌ক (অনুভব সিনহা)

সেরা চিত্রনাট্য
আন্ধাধুন

সেরা সংলাপ
বাধাই হো (অক্ষত গিলদিয়াল)

সেরা সম্পাদনা
আন্ধাধুন (পূজা লাধা সুর্তি)

সেরা অ্যাকশন
মুক্কাবাজ

সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর
আন্ধাধুন (ড্যানিয়েল বি. জর্জ)

সেরা কোরিওগ্রাফি
পদ্মাবত (ঘুমর)

সেরা সিনেমাটোগ্রাফি
পঙ্কজ কুমার (তুম্বদ)

সেরা কস্টিউম
শীতল শর্মা (মান্টো)

সেরা প্রোডাকশন ডিজাইন
নিতিন জিহানি চৌধুরী ও রাকেশ যাদব (তুম্বদ)

সেরা সাউন্ড ডিজাইন
কুণাল শর্মা (তুম্বদ)

সেরা ভিএফএক্স
জিরো (রেড চিলিজ ভিএফএক্স)

আজীবন সম্মাননা
শ্রীদেবী

সেরা নবাগত অভিনেতা
ইশান খাট্টার (বিয়ন্ড দ্য ক্লাউডস)

সেরা নবাগত অভিনেত্রী
সারা আলী খান (কেদারনাথ)

সেরা নবাগত পরিচালক
অমর কৌশিক (স্ত্রী)

আর ডি বর্মণ অ্যাওয়ার্ড
নীলাদ্রি কুমার (লাইলা মজনু)

৫০ বছরে হিন্দি চলচ্চিত্রে অনন্য ভূমিকা
হেমা মালিনী

সূত্র: ফিল্মফেয়ার