পুরস্কার পেলেন পাঁচ বরেণ্য ব্যক্তি ও প্রতিষ্ঠান

‘পাঞ্জেরী ছোটকাকু আনন্দ আলো শিশুসাহিত্য পুরস্কার ২০১৯’ হাতে কামরুল হাসান, আনোয়ারা সৈয়দ হক, ধ্রুব এষ, সেলিনা হোসেন ও আনিসুল হক
‘পাঞ্জেরী ছোটকাকু আনন্দ আলো শিশুসাহিত্য পুরস্কার ২০১৯’ হাতে কামরুল হাসান, আনোয়ারা সৈয়দ হক, ধ্রুব এষ, সেলিনা হোসেন ও আনিসুল হক

ঘোষণা আগেই হয়েছিল, এবার ‘পাঞ্জেরী ছোটকাকু আনন্দ আলো শিশুসাহিত্য পুরস্কার’ পাচ্ছেন আনোয়ারা সৈয়দ হক, সেলিনা হোসেন, আনিসুল হক, ধ্রুব এষ ও চন্দ্রাবতী একাডেমি। আজ রোববার দুপুরে আনুষ্ঠানিকভাবে তাঁদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার তুলে দেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। রাজধানীর তেজগাঁওয়ে চ্যানেল আই ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাঞ্জেরী পাবলিকেশনসের চেয়ারম্যান কামরুল হাসান শায়ক, ছোটকাকু ক্লাবের সাধারণ সম্পাদক আমীরুল ইসলাম ও আনন্দ আলোর সম্পাদক রেজানুর রহমান।

অনুষ্ঠানে জানানো হয়, উপন্যাস শাখায় নৃ প্রকাশনী থেকে ‘ছানা ও নানুজান’-এর জন্য আনোয়ারা সৈয়দ হক, মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ শাখায় পঙ্খিরাজ থেকে প্রকাশিত ‘অপেক্ষা’ গ্রন্থের জন্য সেলিনা হোসেন, প্রবন্ধ শাখায় ‘প্রথমা’ থেকে প্রকাশিত ‘সফল যদি হতে চাও’-এর জন্য আনিসুল হক, গ্রন্থ অলংকরণে কালি প্রকাশনী থেকে প্রকাশিত ‘বাংলার গল্প বাঙালির গল্প’ গ্রন্থের জন্য ধ্রুব এষ এবং শিশুতোষ গ্রন্থ প্রকাশে বিশেষ ভূমিকা রাখায় চন্দ্রাবতী একাডেমিকে এই পুরস্কার দেওয়া হয়।

জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘পুরস্কারপ্রাপ্তদের আমি অভিনন্দন জানাই। শিশুসাহিত্যে আমাদের অনন্ত সম্ভাবনা রয়েছে। যাঁরা আজ শিশুদের জন্য লিখছেন, তাঁরা সেই সম্ভাবনাকে আরও ত্বরান্বিত করছেন। আর শিশুসাহিত্য যাঁরা করছেন, তাঁদের এভাবে সম্মান জানানোর জন্য আমি পাঞ্জেরী, ছোটকাকু ও আনন্দ আলোকে ধন্যবাদ জানাই। আশা করছি, এই পুরস্কার ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ পুরস্কার হিসেবে বিবেচিত হবে।’

শিশুসাহিত্যিক ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর আশা প্রকাশ করে বলেন, ‘শিশুরাও কিন্তু লিখছে। ভবিষ্যতে এই পুরস্কারের অন্তত একটি শাখায় শিশুদের মধ্য থেকেও যেন একজনকে পুরস্কৃত করা হয়।’

অনুষ্ঠানটি চ্যানেল আই সরাসরি সম্প্রচার করে। প্রযোজনা করেছেন রাজু আলীম, উপস্থাপনা করেছেন দিলরুবা সাথী।