স্বাধীনতা দিবসে টেলিভিশন আয়োজন

টেলিছবি আরজ আলী ডাকাত–এর দৃশ্যে ফারজানা ছবি ও গাজী রাকায়েত
টেলিছবি আরজ আলী ডাকাত–এর দৃশ্যে ফারজানা ছবি ও গাজী রাকায়েত

চ্যানেল আই

বেলা ১১টা ৫ মিনিটে অনুষ্ঠিত হবে মুক্তিযুদ্ধের চিত্রাঙ্কন অনুষ্ঠান আইএফআইসি ব্যাংক ‘রংতুলিতে মুক্তিযুদ্ধ’। সরাসরি এটি চ্যানেল আইয়ে দেখা যাবে। বেলা ৩টা ৫ মিনিটে দেখানো হবে মুক্তিযুদ্ধের ছবি গেরিলা। নাসির উদ্দীন ইউসুফের পরিচালনায় এতে অভিনয় করেছেন জয়া আহসান, শতাব্দী ওয়াদুদ, এ টি এম শামসুজ্জামান, শম্পা রেজা, আহমেদ রুবেল, আজাদ আবুল কালাম প্রমুখ। ফরিদুর রেজা সাগরের ‘ছোটকাকু’ সিরিজ অবলম্বনে নির্মিত টেলিছবি এবার সাভারে প্রচারিত হবে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে। চিত্রনাট্যের পাশাপাশি এতে অভিনয়ও করেছেন আফজাল হোসেন। এতে আরও অভিনয় করেছেন শম্পা রেজা, প্রবাল প্রমুখ।

মাছরাঙা টিভি
সকাল ৯টায় অণুনাটক অগ্নিপুরুষ। অভিনয়ে শামস সুমন, বন্যা মির্জা, ফারজানা, শিমুল প্রমুখ। পরিচালনায় আশফাকুর রহমান। সকাল সাড়ে ৯টায় সালমান শাহ ও শাবনূর অভিনীত চলচ্চিত্র বিক্ষোভ। বেলা ৩টায় টেলিছবি গুপ্তধন। সুমন আনোয়ারের পরিচালনায় এতে অভিনয় করেছেন মৌসুমী হামিদ, মাজনুন মিজান প্রমুখ। সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার স্মৃতিকথা ‘তোমাকে অভিবাদন’। রাত সাড়ে ৮টায় টেলিছবি আরজ আলী ডাকাত। আসাদুজ্জামান সোহাগের রচনায় বর্ণনাথের পরিচালনায় এতে অভিনয় করেছেন গাজী রাকায়েত, ফারজানা ছবি, জয়রাজ প্রমুখ। রাত ১০টা ৩৫ মিনিটে সংগীতানুষ্ঠান ‘প্রিয়তম স্বদেশ’।

দেশ টিভি
সকাল ৮টায় চলচ্চিত্র হাঙর নদী গ্রেনেড। সকাল সাড়ে ১০টায় দেশ টিভির ১০ বছর পূর্তিতে দেশ উত্সব। এতে গাইবেন বুলবুল ইসলাম, শারমিন সাথী ইসলাম, হাসান আরিফ, খায়রুল আনাম শাকিল, কল্পনা আনাম, ডালিয়া আহমেদ, রুমানা ইসলাম, আহকামউল্লাহ, চম্পা বণিক, মফিজুর রহমান, স্বরলিপি, সুজন আরিফ, কিরণ চন্দ্র রায়, অণিমা মুক্তি গোমেজ, দিঠি আনোয়ার ও মামুন জাহিদ খান। সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে দেখানো হবে ১০ বছর পূর্তির বিশেষ অনুষ্ঠান ‘বর্ণালি সন্ধ্যা’। এতে কিংবদন্তি শিল্পী সুবীর নন্দীর উপস্থিতিতে সদ্য প্রয়াত শাহনাজ রহমতউল্লাহ ও সুবীর নন্দীর গান পরিবেশন করবেন বর্তমান প্রজন্মের শিল্পী দিনাত জাহান ও বাদশা বুলবুল। রাত ১০টায় চলচ্চিত্র ভুবন মাঝি। এতে অভিনয় করেছেন পরমব্রত, অপর্ণা, মাজনুন মিজান।

গেরিলা ছবির দৃশ্য
গেরিলা ছবির দৃশ্য

দীপ্ত টিভি
সকাল ৯টায় দেখানো হবে নদীর নাম মধুমতী। এতে অভিনয় করেছেন আলী যাকের, রাইসুল ইসলাম আসাদ, সারা জাকের, তৌকীর আহমেদ, আফসানা মিমি প্রমুখ। স্বাধীনতা দিবস উপলক্ষে প্রামাণ্যচিত্র ক্ষমাহীন নৃশংসতা দেখানো হবে বিকেল সাড়ে ৪টায়।

বাংলাভিশন
বিকেল ৫টা ২০ মিনিটে শিমুল মুস্তাফার সঞ্চালনায় প্রচারিত হবে ‘অগ্নিঝরা দিনগুলো’ নামের বিশেষ অনুষ্ঠান। নাটক উত্তাল মার্চ প্রচারিত হবে রাত ৮টা ১৫ মিনিটে। রাশেদা আক্তারের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন সজল, তানিয়া বৃষ্টি, পায়েল, নীরব, দিলারা জামান, নিমা রহমান। রাত ৯টা ৫ মিনিটে দেখানো হবে নাটক যুদ্ধদিনের প্রেম। মাসুম শাহরিয়ারের রচনা ও সাইদুর রহমানের পরিচালনায় এতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, শবনম ফারিয়া, মিলি বাশার, মাসুম বাশার, নিকুল কুমার মণ্ডল প্রমুখ।

এনটিভি
সকাল ৮টা ৪৫ মিনিটে চলচ্চিত্র হাঙর নদী গ্রেনেড। সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে চাষী নজরুল ইসলামের পরিচালনায় এতে অভিনয় করেছেন সোহেল রানা, সুচরিতা, অরুণা বিশ্বাস, অন্তরা, শর্মিলী আহমেদ, মিজু আহমেদ, রাজীব। দুপুর ১২টা ২০ মিনিটে নাটক আজ পূরবীর দিন। মাসুম রেজার রচনায় ও মাহমুদ দিদারের পরিচালনায় এতে অভিনয় করেছেন অপর্ণা ঘোষ, ওমর আয়াজ, রিমি করিম, এ টি এম রাসেল, মনির হোসেন। বেলা ১টা ৩০ মিনিটে সংগীতানুষ্ঠান ‘স্বাধীনতা তুমি’। এতে গান করবেন রুমানা ইসলাম, দিনাত জাহান, বিউটি, নওরীন ও লিজা। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে শাহীন সামাদ, তামান্না ডেইজী, নারী মুক্তিযোদ্ধা বকুল মোস্তফা ও শহীদ মুক্তিযোদ্ধার সন্তান রোকাইয়া হাসিনার অংশগ্রহণে অনুষ্ঠান ‘মুক্তিযুদ্ধ ও নারী’।

বৈশাখী টিভি
বেলা ২টা ৪৫ মিনিটে প্রচারিত হবে হাঙর নদী গ্রেনেড। রাত ১২টায় প্রচারিত হবে চলচ্চিত্র এদেশ কার। এতে অভিনয় করেছেন মান্না, শাবনূর, কমল, ফরীদি, মিশা সওদাগর প্রমুখ।

আরটিভি
একক নাটক শিকার দেখানো হবে রাত ৮টায়। সত্য ঘটনার অনুপ্রেরণায় নাটকটি রচনা করেছেন মো. জামাল হোসেন। এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মাসুম শাহরিয়ার। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ, শবনম ফারিয়া, ইরফান সাজ্জাদ, শর্মিলী আহমেদ, পাভেল ইসলাম প্রমুখ।