উৎসাহ দিতে অ্যানিমেশন সিনেমায় জয়া

জয়া আহসান
জয়া আহসান

অভিনয়শিল্পী জয়া আহসান প্রশংসিত দর্শকের কাছে। দেশের দর্শকের কাছে তিনি যতটা পছন্দের, দেশের বাইরের ঠিক ততটাই। ভিন্নধর্মী কোনো নাটক, চলচ্চিত্র এবং গানের খোঁজ পেলে সেটার অকপটে প্রশংসা করেন। নিজের ফেসবুকে শেয়ার করেন। নিজের মন্তব্যও প্রকাশ করেন। তরুণ নিমার্তা ওয়াহিদ ইবনে রেজার অ্যানিমেশন সিনেমারও প্রশংসা করতে কোনো কার্পণ্য করেননি দেশের এই সু–অভিনেত্রী। শুধু তাই নয়, এই নির্মাতাকে উৎসাহ জোগাতে তাঁর অ্যানিমেটেড সিনেমার অংশও হচ্ছেন তিনি। ‘সারভাইভিং সেভেন্টি ওয়ান-অ্যান আনটোল্ড স্টোরি অব অ্যান আননোন ওয়ার’ ছবিতে কণ্ঠ দেওয়ার প্রস্তাবটি সানন্দে গ্রহণ করেছেন জয়া আহসান

মুক্তিযুদ্ধের গল্প নিয়ে অ্যানিমেশন ছবি তৈরি করছেন ওয়াহিদ ইবনে রেজা। তিনি জানান, ‘ছবিটি বাস্তব কাহিনি অবলম্বনে তৈরি হচ্ছে। যেহেতু আমার বাবার জীবনের গল্প থেকে এটি লেখা হয়েছে, তাই ব্যক্তিগতভাবে এই ছবি আমার জন্য দারুণ গুরুত্ব বহন করে। ছবিতে দেখা যাবে ধ্রুব ও আক্কু নামে দুই বন্ধুর গল্প, যারা একসঙ্গে মুক্তিযুদ্ধের সময় অনেক রোমহর্ষক ঘটনার পর প্রাণে বেঁচে যায় এবং যোগ দেয় যুদ্ধে।’

জয়া বলেন, ‘মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে আমাদের দেশে কোনো অ্যানিমেশন ছবি তৈরি হয়নি। এটা খুব ভালো একটা উদ্যোগ। ছবির ট্রেলার দেখলাম। ভালো লেগেছে। এত সুন্দর একটি ছবিতে আমাকে কণ্ঠ দেওয়ার প্রস্তাব দেওয়াতেও ভালো লেগেছে। আমি বরাবরই নতুনদের কাজ দেখি, ভালো লাগলে বলি। এই ছবিতে কণ্ঠ দেওয়ার কাজটা করতে রাজি হয়েছি চমৎকার কাজে উৎসাহ দিতেই।’

‘সারভাইভিং সেভেন্টি ওয়ান-অ্যান আনটোল্ড স্টোরি অব অ্যান আননোন ওয়ার’ নামে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে জয়া আহসান ছাড়াও মেহের আফরোজ শাওন, তানযীর তুহিন, গাউসুল আলম শাওন, সামির আহসান, অনিক খান আর ওয়াহিদ ইবনে রেজা কণ্ঠ দেবেন। এরই মধ্যে মেহের আফরোজ শাওনের কণ্ঠ নেওয়ার কাজ শেষ হয়েছে। আশা করা হচ্ছে, আগস্ট মাসের মধ্যে বাকি সবার ভয়েস নেওয়া হবে। এ ছাড়া টিজারে অতিথি ভয়েস আর্টিস্ট হিসেবে আছেন মোস্তফা সরয়ার ফারুকী, আরিফ আর হোসেন, সাদাত হোসাইন ও কাজী পিয়াল।
২০২০ সালের মার্চ মাসে মুক্তি পাবে ‘সারভাইভিং ৭১’ ছবিটি । ২৫ মার্চ এর টিজার অবমুক্ত হয়েছে।