সিয়াম এখন আইনি সহায়তা প্রতিষ্ঠানে

সিয়াম আহমেদ
সিয়াম আহমেদ

ঢালিউডে এ সময়ের আলোচিত নায়ক সিয়ামের তিনটি ছবি মুক্তি পেয়েছে। তিনটি ছবিতেই তাঁর অভিনয় দারুণ প্রশংসিত হয়েছে। নতুন প্রজন্মের নায়ক হিসেবে দর্শক তাঁকে ভালোভাবেই গ্রহণ করেছেন। ‘দহন’, ‘পোড়ামন ২’ ও ‘ফাগুন হাওয়ায়’ মুক্তির পর সিয়াম এখন কী করছেন? আজ দুপুরে প্রথম আলোকে সিয়াম বললেন, ‘আমি এখন চেম্বারে। চলচ্চিত্রপাড়া কাকরাইলে এই চেম্বার।’ 

: চেম্বার?
: হ্যাঁ, চেম্বার। আমি একটি আইনি সেবাদাতা প্রতিষ্ঠানে যোগ দিয়েছি।
: কত দিন হলো?
: এই তো সপ্তাহখানেক।
: কী ধরনের আইনি সহায়তা দিচ্ছেন?
: ইনকাম ট্যাক্স, ভ্যাট ও কোম্পানি আইন নিয়ে কাজ করছি।
: আইন পেশার চর্চা কেমন উপভোগ করছেন?
: মাত্রই তো যোগ দিয়েছি। ভালোই লাগছে।

চিত্রনায়ক সিয়াম যুক্তরাজ্যের নর্থ আমব্রিয়া ইউনিভার্সিটি নিউক্যাসল থেকে বার অ্যাট ল করেছেন। এর আগে তিনি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে এলএলবি করেছেন। উচ্চশিক্ষার জন্য দেশ ছাড়ার আগে সিয়াম নাটক আর বিজ্ঞাপনচিত্রে কাজ করে দারুণ পরিচিতি পান। দেশে ফিরে আসার পর নির্মাতারা তাঁর সেই পরিচিতি কাজে লাগানোর চেষ্টা করেন। তাঁকে নিয়ে নাটক আর বিজ্ঞাপনচিত্রের কাজ করেন। একপর্যায়ে নাটকের ব্যস্ততা বেড়ে যাওয়ায় আর আইনি পেশা নিয়ে ভাববার সময় পাননি। এর মধ্যে আবার চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব আসে। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমায় নায়ক হন সিয়াম। চলচ্চিত্রেও দ্রুত তাঁর ব্যস্ততা বেড়ে যায়। পরপর তিনটি সিনেমা তাঁকে দর্শকের কাছে জনপ্রিয় তারকা বানিয়ে দেয়।

সিয়াম আহমেদ
সিয়াম আহমেদ

সিয়াম বলেন, ‘আমি মূল পেশায় ফিরে এসেছি। মজার ব্যাপার হচ্ছে, আমার আইনি সহায়তা প্রতিষ্ঠান কাকরাইলে। একই ভবনে চলচ্চিত্রের কয়েকটি প্রযোজনা প্রতিষ্ঠানের কার্যালয়। অফিসে ঢুকতে ও বের হতে নিজের অভিনীত সিনেমার পোস্টার দেখি, ভালোই লাগে। সিনেমা আসলে আমাকে ছাড়বে না।’

সিয়াম জানান, নতুন একটি ছবিতে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন। ছবিটির নাম ‘শান’। নামটি পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। পরিচালক এম রাহিম। তিনি ‘দহন’ ও ‘পোড়ামন ২’ সিনেমার প্রধান সহকারী পরিচালক ছিলেন। দীর্ঘদিন কলকাতার নামী পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গেও প্রধান সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। সিয়াম বলেন, ‘আমার নতুন ছবিটি অ্যাকশন থ্রিলার ধাঁচের। এই ছবির জন্য আমাকে পুরোপুরি প্রস্তুত হয়ে শুটিংয়ে নামতে হবে। বিষয়টি এমন না যে সিক্স প্যাক বডি বানাতে হবে। অ্যাকশন সিনেমার জন্য যে ধরনের লুক দরকার, তা এলেই ছবির শুটিং শুরু হবে। চেহারায় সেই লুক আনার জন্য নিয়মিত প্রশিক্ষকের কাছে যাচ্ছি।’

‘শান’ সিনেমার শুটিং কবে শুরু হওয়ার সম্ভাবনা আছে? সিয়াম বলেন, ‘সিনেমার জন্য যত দিন আমার লুক ঠিক না হবে, তার আগে শুটিং শুরু হবে না। পরিচালক ও প্রযোজক আমাকে সেই স্বাধীনতা দিয়েছেন।’

ছোট পর্দার পরিচালক চয়নিকা চৌধুরী চলচ্চিত্র তৈরি করছেন। শোনা যাচ্ছে, তাঁর ‘বিশ্বসুন্দরী’ ছবিতে অভিনয়ের জন্য তিনি সিয়ামকে প্রস্তাব দিয়েছেন। সিয়াম জানালেন, চিত্রনাট্য পছন্দ হলে এবং আনুষঙ্গিক বিষয়ে আলোচনা চূড়ান্ত হলে তবেই ছবিটিতে তিনি চুক্তিবদ্ধ হবেন।