মুখ ফসকে নায়িকার নাম বললেন নায়ক

‘বিশ্বসুন্দরী’ সিনেমার নায়ক-নায়িকা পরীমনি ও সিয়াম। ছবি: সংগৃহীত
‘বিশ্বসুন্দরী’ সিনেমার নায়ক-নায়িকা পরীমনি ও সিয়াম। ছবি: সংগৃহীত

নায়ক-নায়িকার নাম ঘোষণা নিয়ে ঢাকার পাঁচতারকা হোটেলে বর্ণাঢ্য আয়োজন ছিল ‘বিশ্বসুন্দরী’ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠানের। এই অনুষ্ঠানের আগ পর্যন্ত নায়ক-নায়িকা, পরিচালক ও চিত্রনাট্যকার কেউ মুখ খুলছিলেন না। আজ বুধবার ছিল নায়ক-নায়িকার নাম ঘোষণার দিন। বিকেলে ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের মঞ্চে এসে মুখ ফসকে নায়িকার নাম বলে দেন চিত্রনায়ক সিয়াম। হঠাৎ নায়িকার নাম বলার পর এদিক-ওদিক তাকালেন। মুচকি হেসে পরিস্থিতি সামলে নেন। সিয়ামের মুখ থেকে ‘বিশ্বসুন্দরী’ সিনেমার নায়িকা পরীমনির নাম ঘোষণায় উপস্থিত সবাই ব্যাপক মজা পান।

টেলিভিশনে প্রেমের নাটক বানিয়ে পরিচালক হিসেবে দারুণ জনপ্রিয়তা পেয়েছেন চয়নিকা চৌধুরী। দেড় যুগে খণ্ডনাটক ও ধারাবাহিক মিলিয়ে ৩৯৬টি নাটক পরিচালনা করেছেন তিনি। তাঁর নাটকে গল্পের পাশাপাশি অভিনয়শিল্পী নির্বাচনেও সব সময় দর্শককে চমক দিয়েছেন তিনি। সমসাময়িক অনেকে নাটক থেকে চলচ্চিত্র বানাতে এলেও অনেকের প্রশ্ন ছিল, চয়নিকা চৌধুরী কবে আসবেন চলচ্চিত্র বানাতে। অবশেষে আজ জানা গেল, সিনেমা বানানোর সব প্রস্তুতি সেরে নিয়েছেন এই পরিচালক। তাঁর পরিচালিত প্রথম সিনেমার নাম ‘বিশ্বসুন্দরী’। এই ছবির নায়ক-নায়িকা সিয়াম ও পরীমনি।

‘বিশ্বসুন্দরী’ সিনেমার নায়ক-নায়িকার পরিচিতি উপলক্ষে সাংবাদিকদের ডেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। মিলনায়তনের বাইরে আরেকটি কক্ষে রাখা হয় ছবির পাত্রপাত্রীদের। অনুষ্ঠান শুরুর পর মঞ্চ থেকে উপস্থাপক রুম্মান রশীদ খান একে একে অভিনয়শিল্পীদের ডেকে মঞ্চে আনেন, তিনি এই সিনেমার গল্পকার ও চিত্রনাট্যকার। তিনি ছবির অভিনয়শিল্পীদের ডেকে এনে উপস্থিত অতিথি ও সাংবাদিকদের সামনে অনুভূতি ভাগাভাগি করার অনুরোধ করেন। একে একে সবাই আসেন। একপর্যায়ে সিয়ামকেও ডাকেন উপস্থাপক। সিয়াম বলেন, ‘পৃথিবীতে যদি কেউ সুন্দরী হয়, তাহলে সেই নারীর সাফল্যের পেছনে একজন পুরুষের হাত আছে। চলচ্চিত্রটিতে এমনই কিছু একটা দর্শক দেখতে পাবেন। চয়নিকা দিদির সঙ্গে অনেক নাটকে কাজ করেছি। এবার তাঁর চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছি।’

সিয়াম আরও বলেন, ‘এই সিনেমার মধ্য দিয়ে আমি সুবর্ণা মুস্তাফার মতো বরেণ্য অভিনয়শিল্পীর সঙ্গে পর্দা ভাগাভাগি করতে পারব। এটা আমার জন্য বিশাল আনন্দের। পরীমনির সঙ্গেও প্রথম কাজ করতে যাচ্ছি।’

‘বিশ্বসুন্দরী’ সিনেমার শিল্পী ও কলাকুশলীরা। ছবি: সংগৃহীত
‘বিশ্বসুন্দরী’ সিনেমার শিল্পী ও কলাকুশলীরা। ছবি: সংগৃহীত

মঞ্চে এসে পরীমনি বললেন, ‘প্রথম চলচ্চিত্রে যখন আমার নাম ঘোষণা করা হয়, তখন যেমন লেগেছিল, আজও ঠিক তেমনই লাগছে। আমি খুবই নার্ভাস। ভালো চিত্রনাট্যের একটি সিনেমা এটি। আর এখন থেকে ভালো গল্পের চলচ্চিত্র ছাড়া কাজ করব না।’

‘বিশ্বসুন্দরী’ সিনেমায় সিয়াম ও পরীমনি ছাড়া অভিনয় করবেন সুবর্ণা মুস্তাফা, মনিরা মিঠু, আনন্দ খালেদ প্রমুখ। আজ নায়ক-নায়িকার পাশাপাশি এসব চরিত্রের অভিনয়শিল্পীদেরও পরিচয় করিয়ে দেওয়া হয়।

প্রথম সিনেমা নিয়ে ভীষণ উচ্ছ্বসিত পরিচালক চয়নিকা চৌধুরী। তিনি বলেন, ‘চলচ্চিত্র নির্মাণ করার জন্য অনেক দিন ধরেই সবাই অনুরোধ করছিল। আমি নিজেও চেয়েছি এমন একটি চলচ্চিত্র নির্মাণ করতে, যা সব শ্রেণির দর্শকের মন ছুঁয়ে যাবে। দর্শক হাসবেন, কাঁদবেন, প্রেমের অনুভূতিতে ভাসবেন। কেন জানি এত দিন মনের মতো গল্প পাচ্ছিলাম না। কারণ, এমন কোনো গল্প চেয়েছি, যা ড্রয়িংরুমের দর্শকদের প্রেক্ষাগৃহের দিকে নিয়ে আসতে বাধ্য করবে, সেই সঙ্গে যাঁরা নিয়মিত প্রেক্ষাগৃহে গিয়ে ছবি দেখেন, তাঁদের মনের খোরাকও যাতে জোগাতে পারি। আমার অসংখ্য নাটকের নাট্যকার রুম্মান রশীদ খান। বেশ কিছুদিন আগে তাঁর কাছ থেকে একটি গল্প শোনার পর রীতিমতো আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়েছে। তখনই মনে হয়েছে, আমি তো এমন গল্পই আসলে খুঁজছি। দর্শক যেহেতু ভালোবাসার নাটকে আমাকে বেশি পেয়েছে, পছন্দ করেছে, আমি নিজেও যেহেতু ভালোবাসার পূজারি, সুন্দরের পূজারি, তাই গল্পকার আমার প্রথম চলচ্চিত্রের নাম দিয়েছেন “বিশ্বসুন্দরী”।’

‘বিশ্বসুন্দরী’ ছবির মধ্য দিয়ে কিসের গল্প দর্শককে দেখাতে চান? ‘এই গল্প প্রেমের, এই গল্প মানবতার, এই গল্প জীবনের জয়গানের। সৌন্দর্য যে শুধু বাহ্যিক নয়, সৌন্দর্য হতে পারে মন ও মননের—তা শক্তিশালী একটি চিত্রনাট্যের মাধ্যমে এই গল্পে ফুটে উঠেছে। আশা করছি, দারুণ এই গল্পকে আমি আমার দীর্ঘ নির্মাণজীবনের অভিজ্ঞতা দিয়ে চলচ্চিত্রে রং ছড়াতে পারব,’ বললেন চয়নিকা চৌধুরী।