'গানবাজ'-এ আজ আফটারম্যাথ

প্রথম আলো অনলাইনের ‘গানবাজ’ অনুষ্ঠানে আজ গান করবে ব্যান্ড আফটারম্যাথ। সন্ধ্যা সাতটায় প্রথম আলোর ফেসবুক পেজে অনুষ্ঠানটি সবাই সরাসরি দেখতে পাবেন। পরে অনুষ্ঠানটি দর্শকেরা নিজেদের পছন্দমতো সময়ে দেখতে পাবেন প্রথম আলোর ওয়েব পেজ আর ইউটিউব চ্যানেলে। এবিসি রেডিওতে কাল শুক্রবার বিকেল চারটায় শোনা যাবে অনুষ্ঠানটি। আজকের আয়োজন সঞ্চালনা করবেন সমন্বয় ঘোষ (আরজে সমন্বয়)।

২০০৭ সালে যাত্রা শুরু ব্যান্ড আফটারম্যাথের। স্টেজ শোর পাশাপাশি তারা বেশ কিছু সিঙ্গেল বের করেছে। ‘সূর্যাপেক্ষা’, ‘মাটির রোদ’, ‘মোহ’ ও ‘তুমি’ গানগুলো এর মধ্যে অন্যতম। এখন চলছে প্রথম অ্যালবামের কাজ। ২০১০ সালে এবিসি রেডিও আয়োজিত ‘ক্যাম্পাস ক্যাম্পাস’ আয়োজনে বিজয়ী হয় ব্যান্ডটি। ব্যান্ডটির সদস্যরা হলেন ভোকাল-নাভিদ ইফতেখার চৌধুরী, গিটার-ফাহিম হোসাইন, ড্রামস-রেজওয়ানুল কামাল, বেজ-মুনতাসিরুল হক এবং গিটার ও ভোকাল-আসিফ শহীদুল্লাহ। ব্যান্ডের সদস্য ফাহিম হোসাইন বলেন, ‘আমরা নিজেদের গানগুলো করব। অনুষ্ঠানে কথা বলব গান নিয়েও। আমাদের আগামী অ্যালবামের জন্য তৈরি কিছু গান করার চেষ্টা করব, যেমন ‘উৎসর্গ’ ও ‘ধোঁয়া’। আর পুরোনো সিঙ্গেলের মধ্যে করব ‘মাটির রোদ’ আর ‘মোহ’ গান দুটি।