কঠিন দিনগুলোর পর হাসিখুশি ইরফান

‘ইংরেজি মিডিয়াম’ ছবির পরিচালক হোমি আদজানিয়ার বোকা বোকা জোকস শুনে হেসেছেন ইরফান খান
‘ইংরেজি মিডিয়াম’ ছবির পরিচালক হোমি আদজানিয়ার বোকা বোকা জোকস শুনে হেসেছেন ইরফান খান

২০১৮ সালের ৬ মার্চ যখন ইরফান খান প্রথম জানিয়েছিলেন, তিনি স্নায়ুকোষের টিউমারে আক্রান্ত হয়েছেন। তাঁর এই রোগের নাম ‘নিউরোএন্ডোক্রাইন টিউমার’। সেদিন কেউ ভেবেছিলেন, আবার ক্যামেরার সামনে দাঁড়াবেন বলিউডের এই বরেণ্য অভিনেতা, আর তাঁর মুখে থাকবে হাসি? বন্ধু, ভক্ত আর শুভাকাঙ্ক্ষীরা দূরে থাক, ইরফান খান নিজে কিংবা তাঁর পরিবারের কেউ তা ভাবতেই পারেননি। তবে লড়াই করে গেছেন ইরফান খান। এরপর আট মাস যুক্তরাজ্যের হাসপাতালে ক্যানসারের চিকিৎসা হয়েছে তাঁর। গত ৯ মার্চ সকালে মুম্বাই ফিরে আসেন তিনি। এরপর ৩ এপ্রিল টুইটারে ইরফান খান লিখেছেন, ‘আমি এখন অনেকটাই সুস্থ।’

ইরফান খান আবার অভিনয় করছেন। দাঁড়িয়েছেন ক্যামেরার সামনে। ছবির নাম ‘ইংরেজি মিডিয়াম’। গত ৮ এপ্রিল টুইটারে ইরফান খান লিখেছেন, পরবর্তী ছবি ‘ইংরেজি মিডিয়াম’-এর শুটিংয়ের জন্য তিনি এখন ভারতের উদয়পুরে আছেন। তাঁর অভিনীত ২০১৭ সালের সবচেয়ে ব্যবসাসফল ছবি ‘হিন্দি মিডিয়াম’-এর সিক্যুয়েল এটি। ছবিতে তাঁর চরিত্রের নাম চম্পক। টুইটে পোস্ট করা ছবিতে দেখা যায়, চম্পক একটি মিষ্টির দোকান ঘসিটেরাম মিষ্টান্ন ভান্ডারের (জিএমবি) সামনে দাঁড়িয়ে আছে। ইরফান খান লিখেছেন, ‘সেই ১৯০০ সাল থেকে আপনাদের সেবায় জিএমবি। “ইংরেজি মিডিয়াম”-এর গল্প আপনাদের সামনে আনছি, খুব মজা হবে। শিগগিরই আসছি, চম্পকজির সঙ্গে। সবাইকে আমোদিত করতে আমি আসছি আবারও।’

এবার টুইটারে ইরফান খানের সঙ্গে নিজের একটি হাসিখুশি ছবি দিয়েছেন ‘ইংরেজি মিডিয়াম’ ছবির পরিচালক হোমি আদজানিয়া। তিনি লিখেছেন, ‘ইরফানের এই উজ্জ্বল হাসির পেছনে রহস্যটা কী? আসলে যখন আপনি হাসতে থাকেন, তখন জীবন এমনিতেই অনেক সুন্দর হয়ে ওঠে।’ হাসির কারণ নিয়ে বললেন, ‘আসলে আমি খুব বোকা বোকা জোকস বলছিলাম। ইরফান চমৎকার অভিনেতা, তাই হাসিতে সবটা ম্যানেজ করে ফেললেন। প্রতিদিন আমাদের এভাবেই হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায়।’

‘ইংরেজি মিডিয়াম’ ছবিটি প্রযোজনা করছে দীনেশ বিজনের ম্যাডক ফিল্মস। দীনেশ বিজন বলেন, ‘পুরো দল আবেগপ্রবণ হয়ে পড়েছিল যখন ৫২ বছর বয়সী অভিনেতা ইরফান খান প্রথম শট দিলেন। ইরফানকে ফিরে পাওয়া আমাদের কাছে একটা পরাবাস্তব অনুভূতি। তিনি নিঃসন্দেহে আমাদের সেরা অভিনেতাদের একজন।’