মস্কোতে পুরস্কার জিতেছে ফারুকীর 'শনিবার বিকেল'

মস্কো উৎসবে পুরস্কার জেতার পর ‘শনিবার বিকেল’ ছবির অন্য কলাকুশলীদের সঙ্গে জাহিদ হাসান, মোস্তফা সরয়ার ফারুকী ও তিশা
মস্কো উৎসবে পুরস্কার জেতার পর ‘শনিবার বিকেল’ ছবির অন্য কলাকুশলীদের সঙ্গে জাহিদ হাসান, মোস্তফা সরয়ার ফারুকী ও তিশা

মস্কোতে দুটি ইন্ডিপেনডেন্ট জুরি পুরস্কার পেয়েছে ‘শনিবার বিকেল’ ছবিটি। এর মধ্যে একটি হলো রাশান ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকস জুরি পুরস্কার আর অন্যটি কমেরসান্ত পুরস্কার। মস্কো থেকে আজ বৃহস্পতিবার দুপুরে মস্কো থেকে খবরটি জানিয়েছেন মোস্তফা সরয়ার ফারুকী। হোয়াটসঅ্যাপে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা খুব আনন্দিত। প্রদর্শনী শেষে যখন বাইরের গেটে দাঁড়িয়েছিলাম, দর্শক দলে দলে বের হচ্ছিল, আমাদের ঘিরে এক জায়গায় অনেকক্ষণ দাঁড়িয়েছিল। তালি দিচ্ছিল। বুকে হাত দিয়ে তাঁরা বোঝানোর চেষ্টা করছিল, ছবিটি তাঁদের স্পর্শ করেছে। এ দৃশ্য প্রদর্শনী শেষে আমাদের জন্য সুন্দর একটা মুহূর্ত ছিল। এটাও ভালো লাগছে যে দর্শকের পাশাপাশি সমালোচকেরা আমাদের ছবিটিকে গুরুত্বপূর্ণ মনে করেছে। দুটি পুরস্কার দিয়েছে। আমরা খুব খুশি, কৃতজ্ঞ, আনন্দিত।’

‘শনিবার বিকেল’ ছবির অন্যতম অভিনয়শিল্পী তিশা বলেন, ‘অনেক বাধা পেরিয়ে মস্কো চলচ্চিত্র উৎসবে আমাদের সিনেমা প্রদর্শিত হয়েছে। এটি ছিল “শনিবারের বিকেল” ছবির প্রথম প্রদর্শনী। ছবিটি দেখে অনেকের চোখ ভিজে যায়। এই অনুভূতি খু্ব ভালো লেগেছে। দর্শকের ভালোবাসা অর্জনের পাশাপাশি বিদেশের মাটিতে পুরস্কার অর্জন করা, বাংলাদেশের নাম উচ্চারণ হওয়া চমৎকার অনুভূতি। এই সিনেমা নিয়ে আমাদের আশা আকাঙ্ক্ষা অনেক বেশি। আমরা অনেক দূর যেতে চাই। রাশিয়া দিয়ে সবেমাত্র শুরু।’

তিশা আরও বলেন, ‘রাশিয়ার দর্শক তো বাংলা ভাষা বোঝে না। সাবটাইটেল দেখে তাঁরা ছবির বিষয়বস্তু ও অনুভূতি বোঝার চেষ্টা করছে। দর্শক সাবটাইটেল পড়ে এত বেশি কাঁদছিল যে দেখে খুবই ভালো লেগেছে। দেশের বাইরের দর্শকেরা বাংলাদেশের এই ছবির প্রতি মুহূর্ত উপভোগ করেছেন। এসব দেখলে নতুন কাজের অনুপ্রেরণা বাড়িয়ে দেয়।’

মস্কো উৎসবে পুরস্কার হাতে ‘শনিবার বিকেল’ ছবির পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী
মস্কো উৎসবে পুরস্কার হাতে ‘শনিবার বিকেল’ ছবির পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী

ছবির আরেকজন অভিনয়শিল্পী জাহিদ হাসান বলেন, ‘এটা ফারুকী, তিশা কিংবা আমার একার কোনো অর্জন নয়। এটা দেশের অর্জন। আমাদের সবার অর্জন। একজন সংস্কৃতিকর্মী হিসেবে বাংলাদেশকে কোথাও যদি ইতিবাচক খবরের মধ্য দিয়ে তুলে ধরতে পারি, তখন ভালো লাগে। গতকাল ছবিটি দেখার পর দর্শক যখন কাঁদছিল, আমাকে আর তিশাকে জড়িয়ে ধরছিল—এ অনুভূতিও চমৎকার। রুশ, স্পেন আর ইংরেজি ভাষার মানুষ যখন বাংলাদেশের নাম উচ্চারণ করে, তখন অন্য রকম অনুভূতি হয়। এটাই বুঝি দেশপ্রেম।’

‘শনিবার বিকেল’ ছবির প্রদর্শনীতে উপস্থিত ছিলেন মোস্তফা সরয়ার ফারুকী, তিশা, জাহিদ হাসানসহ আরও কয়েকজন কলাকুশলী। এবার উৎসবে জুরিপ্রধান হয়েছেন কোরিয়ার মাস্টার ফিল্মমেকার কিম কি দুক।

রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিত হলো ৪১তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ১৮ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত এ উৎসব অনুষ্ঠিত হয়। এখানে মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয় মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘শনিবার বিকেল’ ছবিটি।

‘শনিবার বিকেল’ চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশ থেকে জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মামুনুর রশিদ, ইরেশ যাকের, ইন্তেখাব দিনার, গাউসুল আলম শাওন, নাদের চৌধুরী; ভারতের পরমব্রত চট্টোপাধ্যায়, ফিলিস্তিনের ইয়াদ হুরানিসহ অনেকে। চিত্রগ্রহণ করেছেন কাজাখস্তানের চিত্রগ্রাহক আজিজ জাম্বাকিয়েভ। ছবির কারিগরি বিভাগে কাজ করেছেন চিত্রগ্রাহক আজিজ জাম্বাকিয়েভের নেতৃত্বে রাশিয়া থেকে আসা একটি দক্ষ দল।

মস্কো উৎসবে ‘শনিবার বিকেল’ ছবির প্রদর্শনীতে দর্শকের আসনে শিল্পী ও কলাকুশলীরা
মস্কো উৎসবে ‘শনিবার বিকেল’ ছবির প্রদর্শনীতে দর্শকের আসনে শিল্পী ও কলাকুশলীরা

ছবিটি নিয়ে এর আগে প্রথম আলোকে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘দর্শক জানেন, প্রতি ছবিতেই আমি নিজেকে বদলাই। এবারও তেমনটাই দেখতে পাবেন। “শনিবার বিকেল” ছবির গল্প রাজনৈতিক সাসপেন্স থ্রিলার ধাঁচের। গল্পের মধ্যে শ্বাসরুদ্ধকর ব্যাপার আছে, আর শিল্পী ও কলাকুশলীরা শ্বাসরুদ্ধকর পরিবেশেই কাজটি করেছেন। সবাই মিলে আমরা অমানুষিক পরিশ্রম করেছি।’

‘শনিবার বিকেল’ চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন আবদুল আজিজ, মোস্তফা সরয়ার ফারুকী ও আনা কাচকো। আর প্রযোজনা প্রতিষ্ঠানগুলো হলো জাজ মাল্টিমিডিয়া, ছবিয়াল ও ট্যানডেম প্রোডাকশন।