নৃত্যনাট্যে হো চি মিনের জীবনী

পূজা সেনগুপ্ত
পূজা সেনগুপ্ত

কমিউনিস্ট নেতা হো চি মিনের জীবনী নিয়ে নির্মিত হতে যাচ্ছে নৃত্যনাট্য। এটি নির্মাণ করবেন বাংলাদেশের নৃত্যশিল্পী পূজা সেনগুপ্ত। ভিয়েতনামের ৭৪ তম জাতীয় দিবসে দেশটিতে মঞ্চস্থ হবে সেই নৃত্যনাট্য। গত মঙ্গলবার ভিয়েতনাম দূতাবাস এক চিঠিতে পূজাকে এ নৃত্যনাট্য নির্মাণের আহ্বান জানায়।

আগামী ২ সেপ্টেম্বর ভিয়েতনামের জাতীয় নেতা হো চি মিনের ৫০ তম মৃত্যুবার্ষিকী ও দেশটির ৭৪ তম স্বাধীনতা দিবস। এ উপলক্ষে জাতীয় নেতার জীবনীর ওপর নৃত্যনাট্য নির্মাণের পরিকল্পনা করেছে দেশটি। তাঁর জীবনী নিয়ে নৃত্যনাট্য তৈরির সুযোগ প্রসঙ্গে পূজা সেনগুপ্ত বলেন, ‘আমরা বিদেশ থেকে বড় বড় নির্দেশক নিয়ে আসি। কিন্তু ভিয়েতনাম থেকে এ রকম প্রস্তাব পাওয়াটা আমাদের জন্য শুধু আনন্দেরই নয়, বড় দায়িত্বেরও ব্যাপার। একটি আন্তর্জাতিক কাজ হিসেবে যথাযথ গুরুত্বের সঙ্গে করার চেষ্টা করব। কারণ এর সঙ্গে আমাদের দেশের নৃত্যাঙ্গনের সুনামও জড়িত।’

‘ডান্স এক্সচেঞ্জ: ফিলিপাইন আন্তর্জাতিক নৃত্য উৎসব ২০১৯ ’-এ অংশ নিতে গত ২৬ এপ্রিল ফিলিপাইনে যায় তুরঙ্গমী রেপার্টরি ডান্স থিয়েটার।