মাহির প্রথম

মাহি
মাহি

ঈদ মানেই আনন্দ। দর্শকদের বাড়তি আনন্দ দিতে দীর্ঘদিন ধরেই আনন্দমেলা অনুষ্ঠানের আয়োজন করে আসছে বাংলাদেশ টেলিভিশন। ঈদের দিন রাতে প্রচারিত এই অনুষ্ঠানে ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে দেশের জনপ্রিয় তারকারা অংশ নেন।

এবারের আনন্দমেলা অনুষ্ঠানের একটা অংশে গানের সঙ্গে নাচ নিয়ে অংশ নিচ্ছেন ঢাকাই ছবির নায়িকা মাহিয়া মাহি। অনুষ্ঠানে তিনটি গানের কোলাজের সঙ্গে নৃত্য করবেন এই তারকা। আনন্দমেলা অনুষ্ঠানে অংশ নেওয়া এবারই প্রথম মাহির। অনেকটাই উচ্ছ্বসিত তিনি।

অগ্নি খ্যাত এই নায়িকা বলেন, ‘এক সময় কোনো ঈদেই আনন্দমেলা অনুষ্ঠান দেখা মিস হতো না। পরিবারের সবাই মিলে অনুষ্ঠানটি দেখতাম। খুব মজা হতো। এখনো দেখি। সেই আনন্দমেলা অনুষ্ঠানে এবার নিজেই অংশ নিচ্ছি । সত্যিই নিজের অনেক ভালো লাগা কাজ করছে।’

‘জিতবে এবার জিতবে ক্রিকেট, ‘ম্যাজিক মামনি’ ও টুপটাপ—এই তিনটি গানের আট মিনিটের একটি কোলাজের সঙ্গে নাচবেন মাহি। সঙ্গে থাকছেন ঈগলস ডান্সদলের আরও ২০ জন ছেলে মেয়ে। কোলাজটির নৃত্যকোরিওগ্রাফী করছেন তানজিল আলম।

ঈগলস ডান্সদলের অন্য নৃত্য শিল্পীদের সঙ্গে মাহি
ঈগলস ডান্সদলের অন্য নৃত্য শিল্পীদের সঙ্গে মাহি

এদিকে অনুষ্ঠানে অংশ নিতে গত তিন দিন ধরে নিকেতনে ঈগলস ডান্সদলের কার্যালয়ে অনুশীলন করছেন মাহি। তিনি বলেন, ‘প্রথম আনন্দমেলা অনুষ্ঠানে অংশ নিচ্ছি। তাই একটু ভালোভাবেই মহড়া করে নিচ্ছি।’

আনন্দমেলা অনুষ্ঠানটির প্রযোজক মাহাফুজার রহমান জানান আগামীকাল দুপুরে মাহির গানের অংশটুকু ধারণ করা হবে। বাংলাদেশ টেলিভিশনে আনন্দমেলা অনুষ্ঠানটি প্রচারিত হবে ঈদের দিন রাত দশটার সংবাদের পর।

সম্প্রতি মাহিয়া মাহি সংগীতনির্ভর চলচ্চিত্র ‘দাগা’তে কাজ করছেন। এতে মাহির বিপরীতে অভিনয় করেছেন ইয়াশ রোহান। চলচ্চিত্রটি নির্মাণ করছেন রায়হান রাফি। মাহি বলেন, ‘অনেক বড় বাজেটের কাজ এটি। সিলেটের সুনামগঞ্জের একটি হাওরে ও ঢাকার বিশাল সেটে এর শুটিং করা হয়েছে। আরেকদিন শুটিং হলে এর কাজ শেষ হবে। সংগীতনির্ভর এই চলচ্চিত্রে কাজ করতে গিয়ে ভিন্ন রকম এক অভিজ্ঞতা হয়েছে। নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে পেরেছি। আশা করি ‘দাগা’ চলচ্চিত্রটি সবার ভালো লাগবে।’