বিতর্কের পরও পেলেন পাম দ'র

৭২তম কান চলচ্চিত্র উৎসবে অ্যালেইন ডেলনকে দেওয়া সম্মানসূচক পাম দ’র গ্রহণ করেন তাঁর মেয়ে ফরাসি অভিনেত্রী আনুশকা ডেলন। ছবি: এএফপি
৭২তম কান চলচ্চিত্র উৎসবে অ্যালেইন ডেলনকে দেওয়া সম্মানসূচক পাম দ’র গ্রহণ করেন তাঁর মেয়ে ফরাসি অভিনেত্রী আনুশকা ডেলন। ছবি: এএফপি

স্ত্রীকে নির্যাতন করার অভিযোগ উঠেছিল অ্যালেইন ডেলনের বিরুদ্ধে। খোদ অ্যালেইনের ছেলে এই অভিযোগ তুলেছিলেন। যখন অভিযুক্ত এই অভিনেতাকেই সম্মানসূচক পাম দ’র প্রদানের ঘোষণা দেয় কান আন্তর্জাতিক চলচ্চিত্র, তখন রীতিমতো বিতর্কের ঝড় ওঠে। ফ্রান্সের নারীবাদী বিভিন্ন সংস্থা এই সিদ্ধান্তের ঘোর বিরোধিতা শুরু করে।

পরে উৎসব কর্তৃপক্ষ আত্মপক্ষ সমর্থন করে সংবাদ সম্মেলনে। উৎসব পরিচালক থিয়েরি ফ্রেমু বলেন, ‘আমরা কাউকে শান্তিতে নোবেল পুরস্কার দিচ্ছি না। আমরা চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য সম্মানিত করছি একজন শিল্পীকে। ব্যক্তিজীবন দিয়ে শিল্পীর শিল্পজ্ঞানকে বিবেচনা করলে তাঁর মেধাকে অসম্মান করা হবে।’

সেদিন থিয়েরির এই বক্তব্যের পর অনেকটাই স্পষ্ট হয়ে যায় যে শত বিতর্কের পরও সম্মানসূচক পাম দ’র ফরাসি অভিনেতা অ্যালেইন ডেলনের হাতেই যাবে। তা-ই হলো।