বলিউডের তারকাদের বিরল ছবি

>

তারকারা তারকা হওয়ার আগে মানুষ ছিলেন। সাধারণ রক্তমাংসের মানুষ। তারকাদেরও রঙিন ঝলমলে পোশাকের নিচে সাধারণ মানুষদের মতো একটা সাদাকালো জীবন আছে। আজকের বলিউডের দাপুটে নায়ক–নায়িকারাও একসময় ছিলেন কচি খোকা–খুকি। তাঁরাও ছোটবেলায় সবার মতো ভাইবোন মিলে মারামারি করতেন, খুনসুটিতে মেতে থাকত শৈশব।

মা আর বাবার হাসিমুখের এই ছবি পোস্ট করেছেন মেয়ে জাহ্নবী কাপুর
মা আর বাবার হাসিমুখের এই ছবি পোস্ট করেছেন মেয়ে জাহ্নবী কাপুর


জাহ্নবীর ইনস্টাগ্রামে শ্রীদেবী-বনি কাপুর
শ্রীদেবীর প্রথম ছবি যখন মুক্তির অপেক্ষায়, তখনই হঠাৎ মারা যান শ্রীদেবীর মা। মা তাঁর প্রথম ছবি দেখে যেতে পারেননি, এই কষ্ট নিয়ে শ্রীদেবী যখন তাঁর জীবনের ১২৬তম ছবি ‘মম’-এর কাজ শেষ করে স্বামী বনি কাপুরের সঙ্গে দুবাইয়ে, তার কিছুদিন পরই মেয়ে জাহ্নবী কাপুরের প্রথম ছবি ‘ধড়াক’। আর ইতিহাসের পুনরাবৃত্তি হয়ে মেয়ের প্রথম ছবি মুক্তির আগেই একদিন হঠাৎ খবর এসেছে, তারা হয়ে ওপারে চলে গেছেন ‘চাঁদনি’। আর এবার ইনস্টাগ্রামে সেই মা আর বাবার হাসিমুখের এই ছবি পোস্ট করেছেন মেয়ে জাহ্নবী কাপুর।

তিন ভাই মেঝেতে বসে একসময় কোল্ড ড্রিংকস শেয়ার করতেন
তিন ভাই মেঝেতে বসে একসময় কোল্ড ড্রিংকস শেয়ার করতেন


এক ফ্রেমে তিন ‘কাপুর’ ভাই
বনি কাপুর, অনিল কাপুর আর সঞ্জয় কাপুর—এই তিন ভাইয়ের ভেতর সঞ্জয় কাপুর সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে বেশি সক্রিয়। তিনি ইনস্টাগ্রাম থেকে তুলে নিয়ে এই ছবি শেয়ার করে পুরোনো সেই দিনগুলোর কথা মনে করলেন। ছবিতে দেখা যায়, তিন ভাই মেঝেতে বসে একটা কোল্ড ড্রিংকস শেয়ার করতেন!

অর্জুন কাপুর আর অংশুলা কাপুরের পরনে একই টি-শার্ট
অর্জুন কাপুর আর অংশুলা কাপুরের পরনে একই টি-শার্ট


ছোট্ট অর্জুন কাপুর
ছবিতে দেখা যাচ্ছে, বনি কাপুরের প্রথম স্ত্রী মোনা কাপুর, ছোট্ট অর্জুন কাপুর আর আরও ছোট্ট অংশুলা কাপুর। দুই ভাইবোনের পরনে একই টি-শার্ট। আর তিনজনের পোশাকের রংই সাদা। অর্জুন নিশ্চয়ই তাঁর মা আর ছেলেবেলাকে খুব মিস করেন।

ছবিটি শেয়ার করে ভিকি লিখেছেন, ঘুম থেকে ওঠার পরই ছোটবেলার স্মৃতিরা ঘিরে ধরে
ছবিটি শেয়ার করে ভিকি লিখেছেন, ঘুম থেকে ওঠার পরই ছোটবেলার স্মৃতিরা ঘিরে ধরে


ভিকি কৌশল কত ছোট?
ছবিতে মাত্র কয়েক বছরের ভিকি কৌশল তাকিয়ে আছেন তাঁর ছোট ভাইয়ের দিকে। আর ছোট্ট ভাই তাকিয়ে আছেন ক্যামেরার দিকে। কে জানত, এই ছেলেই একদিন বলিউডের অন্যতম সেরা অভিনেতা হিসেবে আবির্ভূত হবেন! ছবিটি শেয়ার করে ভিকি লিখেছেন, ঘুম থেকে ওঠার পরই ছোটবেলার স্মৃতিরা ঘিরে ধরে।

বলিউডের আজকের বড় বড় তারকা তখন কত ছোট ছিলেন
বলিউডের আজকের বড় বড় তারকা তখন কত ছোট ছিলেন


সিদ্ধার্থ কাপুরের ৭ম জন্মদিন
যে যত বড় তারকাই হোন না কেন, ছোটবেলার দিনগুলোই সবচেয়ে মধুর স্মৃতি হয়ে সঙ্গে থাকে। আর তাই সিদ্ধার্থ কাপুর নিজের সপ্তম জন্মদিনের কতগুলো ছবি শেয়ার করলেন, যেখানে শ্রদ্ধা কাপুর, অর্জুন কাপুর, রণবীর কাপুর বা সোনাক্ষী সিনহার মতো বলিউডের আজকের বড় বড় তারকাকেও খেলতে দেখা যাচ্ছে। এই তারকারাও কত ছোট ছিলেন!

জয়া বচ্চনের জন্মদিনে ছবিটি শেয়ার করেছেন অভিষেক বচ্চন
জয়া বচ্চনের জন্মদিনে ছবিটি শেয়ার করেছেন অভিষেক বচ্চন


মাকে অভিষেক বচ্চনের শুভেচ্ছা
অভিনেত্রী ও রাজনীতিবিদ মা জয়া বচ্চনের ৭০তম জন্মদিনে এই ছবি শেয়ার করে অভিষেক বচ্চন লিখেছেন, ‘শুভ জন্মদিন, মা। তুমিই আমার পৃথিবী। তোমাকে ভালোবাসি।’

রিচা চাড্ডা কত্ত ছোট
রিচা চাড্ডা কত্ত ছোট


রিচা চাড্ডা কত্ত ছোট
রিচা চাড্ডা এখন অনেক বড় হয়েছেন। তাঁর বৈচিত্র্যময় চরিত্রের জন্য প্রতিটি ছবি মুক্তির পর ‘টক অব দ্য ইয়ার’ বনে যান। এই ছবির দিকে তাকিয়ে হয়তো তাঁর নিজেরও অবাক লাগে।

বড় পর্দার বড় তারকারাও একসময় বুড়ো হয়ে যান
বড় পর্দার বড় তারকারাও একসময় বুড়ো হয়ে যান


সব বুড়ো একসঙ্গে
বড় পর্দার বড় তারকারাও একসময় বুড়ো হয়ে যান। ঋষি কাপুরের স্ত্রী নীতু কাপুর তাঁর ইনস্টাগ্রামে স্বামী আর তাঁর বন্ধুদের এই ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘বুড়ো বন্ধুরা একসঙ্গে হয়েছে।’ ছবিতে ঋষি কাপুর ছাড়া আরও দেখা যায় ড্যানি, প্রেম চোপড়া, জিতেন্দ্র, পেইন্টাল ও রঞ্জিতকে।

ছবিটি শেয়ার করে টুইঙ্কেল খান্না লিখেছিলেন, ‘শুভ জন্মদিন, বাবা।’
ছবিটি শেয়ার করে টুইঙ্কেল খান্না লিখেছিলেন, ‘শুভ জন্মদিন, বাবা।’


বাবা রাজেশ খান্নার সঙ্গে টুইঙ্কেল খান্না
রাজেশ খান্নার ৩২তম জন্মদিনে জন্ম নেন কন্যা টুইঙ্কেল খান্না। সাত বছর হয়ে গেছে অভিনেতা-প্রযোজক বাবা প্রয়াত হয়েছেন। কিন্তু প্রতিবছর টুইঙ্কেল খান্না নিজের জন্মদিনে উদ্‌যাপন করেন বাবার জন্মদিন। গত বছর জন্মদিনে এই পিতা-কন্যার ছবিটি শেয়ার করে টুইঙ্কেল খান্না লিখেছিলেন, ‘শুভ জন্মদিন, বাবা।’

শশী কাপুরের মৃত্যুর খবর শুনে ছবিটি শেয়ার করেন অনুপম খের
শশী কাপুরের মৃত্যুর খবর শুনে ছবিটি শেয়ার করেন অনুপম খের


শশী কাপুরকে স্মরণ
বলিউডের অভিনেতা শশী কাপুর চলে গেছেন দুই বছর হতে চলল। আরেক অভিনেতা অনুপম খের ঘুম থেকে উঠে তাঁর মৃত্যুর খবর শুনে এই ছবি শেয়ার করেন। সেখানে তিনি লিখেছিলেন, ‘বলিউডের চমৎকার অভিনেতা আর মানুষটি চলে গেলেন। আমরা কখনো আপনাকে ভুলব না।’

আলিয়া ভাট লিখেছিলেন, ‘প্রতিটি জীবনে যেন আমি তোমাকে বাবা হিসেবে পাই।’
আলিয়া ভাট লিখেছিলেন, ‘প্রতিটি জীবনে যেন আমি তোমাকে বাবা হিসেবে পাই।’


বাবার জন্মদিনে আলিয়া
আলিয়া ভাট তাঁর বাবার ৬৯তম জন্মদিনে ছবিটি শেয়ার করে লিখেছিলেন, ‘আমার সূর্যোদয়, আমার বৃষ্টি, আমার বুড়ো মানুষটা। ইনি আমাকে ভালোবাসা আর দুঃখ শিখিয়েছেন। পৃথিবীর সবচেয়ে উন্মাদ শিক্ষক। শুভ জন্মদিন, বন্ধু। জন্মদিনে আমার একটাই প্রার্থনা, পৃথিবী আমাকে যতগুলো জীবন উপহার দেবে, প্রতিটি জীবনে যেন আমি তোমাকে বাবা হিসেবে পাই।’

এই ছবি বলে দেয়, বিচ্ছেদের আগে একটা সুন্দর সংসার ছিল তাঁদের
এই ছবি বলে দেয়, বিচ্ছেদের আগে একটা সুন্দর সংসার ছিল তাঁদের


সাইফের কোলের ছোট্ট মেয়েটা কে?
সাইফ আলী খান ও অমৃতা সিংয়ের মধ্যে যে ছোট্ট মেয়েটা, সে-ই আজকের বলিউড তারকা সারা আলী খান। অমৃতা সিং আর সাইফের এই হাসিমুখের ছবিও স্মৃতি হয়ে গেছে ১৫ বছর হতে চলল। তবে এই ছবি বলে দেয়, বিচ্ছেদের আগে একটা সুন্দর সংসার ছিল তাঁদের।

মাকে চুমু খাচ্ছেন করণ জোহর
মাকে চুমু খাচ্ছেন করণ জোহর


ছবিতে করণের মা
যশ আর রুহী নামের দুই যমজ সন্তানের গর্বিত পিতা করণ জোহর। এই বাবা আবার নিজের মায়ের প্রতিও যত্নবান। ছবিতে মাকে চুমু খাচ্ছেন করণ জোহর। ইনস্টাগ্রামে এই ছবি শেয়ার করে করণ লিখেছেন, ‘আমার পৃথিবী।’

ইনস্টাগ্রামে অর্জুন কাপুর লিখেছেন, ‘বলুন তো তাঁরা কারা?’
ইনস্টাগ্রামে অর্জুন কাপুর লিখেছেন, ‘বলুন তো তাঁরা কারা?’


কাপুর ভাইবোনেরা
ছবিতে হাসিমুখের অর্জুন কাপুর, অংশুলা কাপুর, ছোট্ট শানায়া কাপুর, সোনম কাপুর, হর্ষবর্ধন কাপুর আর রিয়া কাপুরকে দেখা যাচ্ছে। বলিউডের আজকের এই পরিচিত মুখদের কতজনকে চিনতে পারছেন আপনি? সেই চমৎকার শৈশবের দিনগুলোর এই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে অর্জুন কাপুর লিখেছেন, ‘বলুন তো, তাঁরা কারা?’

ত্রিশলা লিখেছেন, ‘তোমাকে বড্ড মনে পড়ে, দাদু।’
ত্রিশলা লিখেছেন, ‘তোমাকে বড্ড মনে পড়ে, দাদু।’


দাদার সঙ্গে ত্রিশলা
সঞ্জয় দত্তর মেয়ে ত্রিশলা দত্তর বয়স এখন ৩১। ১৪ বছর হয়ে গেল দাদা সুনীল দত্ত মারা গেছেন। কিন্তু তাই বলে দাদাকে ভুলে যাননি ত্রিশলা। ছবিতে দেখা যাচ্ছে দাদার সঙ্গে নীল জামা পরা ছোট্ট ত্রিশলাকে। ছবিটি শেয়ার করে ত্রিশলা লিখেছেন, ‘তোমাকে বড্ড মনে পড়ে দাদু।’

বোনের জন্মদিনে ভাইয়ের শুভেচ্ছা
বোনের জন্মদিনে ভাইয়ের শুভেচ্ছা


বোনের জন্মদিনে ভাইয়ের শুভেচ্ছা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া সোনম কাপুর অভিনেত্রী হিসেবে যতটা জনপ্রিয়, ফ্যাশন ডিভা হিসেবে তাঁর নামডাক তার থেকেও বেশি। এই বোনের জন্মদিনে ‘মীর্জা’ ছবির অভিনেতা, ভাই হর্ষবর্ধন কাপুর শেয়ার করেছেন সোনম কাপুরের ছোটবেলার জন্মদিনের একটি ছবি। ক্যাপশনে লিখেছেন, ‘ছোট ভাই হিসেবে আমি আমার বোনকে নিয়ে গর্বিত। তুমি জানো, সব সময় তোমার জন্মদিন উপলক্ষে আমি খুব খুশি থাকি। না, তোমার জন্মদিন উপলক্ষে নয়, জন্মদিনের কেকের জন্য।’

অভিষেক বচ্চন লিখেছেন, ‘কী সুন্দর শৈশব ছিল আমাদের।’
অভিষেক বচ্চন লিখেছেন, ‘কী সুন্দর শৈশব ছিল আমাদের।’


অমিতাভ বচ্চন যখন হাসপাতালে
অমিতাভ বচ্চন যখন ‘কুলি’ সিনেমার শুটিংয়ের সেটে দুর্ঘটনায় পরে হাসপাতালে, তখনকার ছবি এটি। ছবিটি শেয়ার করে অভিষেক লিখেছেন, ‘ছবিটি ১৯৮২ সালে তোলা। ছবিটাকে নাম দিয়েছি, বড় বচ্চন আর তাঁর শাখারা। বাবা তখন হাসপাতালে ছিলেন। আমরা ভাইবোন আর কাজিনরা সবাই মিলে তাঁকে দেখতে গিয়েছিলাম। আমার বয়স তখন ৬। কী সুন্দর শৈশব ছিল আমাদের।’

স্ত্রী জয়া বচ্চনকে কোলে নিয়ে গান গাইছেন অমিতাভ বচ্চন
স্ত্রী জয়া বচ্চনকে কোলে নিয়ে গান গাইছেন অমিতাভ বচ্চন


অমিতাভ বচ্চনের কোলে কে?
অমিতাভ বচ্চনকে যদি তাঁর প্রিয় ছবিগুলোর কথা জিজ্ঞেস করা হয়, তাহলে যে উত্তরটি অবশ্যই আসবে, তা হলো ‘লাওয়ারিশ’। সেই সিনেমার একটা গান ‘মেরে অঙ্গনে মে তুমহারা কেয়া কাম হ্যায়’ গাইছেন তিনি। আর অমিতাভের কোলে তাঁর স্ত্রী জয়া বচ্চন মাইক্রোফোন ধরে আছেন। ‘লাওয়ারিশ’ ছবির ৩৬ বছর পূর্তি উপলক্ষে ছবিটি শেয়ার করে অমিতাভ লিখেছেন, ‘গানটি এভাবে করার আইডিয়াও আমারই ছিল।’

মা সোনি রাজদানের কোলে ছোট্ট আলিয়া
মা সোনি রাজদানের কোলে ছোট্ট আলিয়া


মা দিবসে মাকে আলিয়া
আলিয়া ভাটকে যদি শুধু বাবার মেয়ে বলা হয়, তাহলে ভুল হবে। তিনি যতটা বাবা, ততটাই মায়ের। তাই মা দিবসে ছবিটি শেয়ার করে আলিয়া লিখেছেন, ‘মায়ের কাছ থেকে ছবিটি পেয়েছি। শুভ মা দিবস, মা।’ ছবিতে মা সোনি রাজদানের কোলে ছোট্ট আলিয়াকে দেখা যাচ্ছে।

অক্ষয় খান্না ও রাহুল খান্নাকে নিয়ে বাবা বিনোদ খান্না
অক্ষয় খান্না ও রাহুল খান্নাকে নিয়ে বাবা বিনোদ খান্না


তিন খান্না
দুই ছেলে অক্ষয় খান্না ও রাহুল খান্নাকে নিয়ে সাগরে খেলা করছেন বাবা বিনোদ খান্না। ছবিটি নিশ্চয়ই ‘সেই দিনগুলো’র কথা মনে করিয়ে দুই ভাইয়ের মুখে হাসি ফোটানোর জন্য যথেষ্ট।

ছবিটি ১৯৯০ সালের ফিল্মফেয়ার পুরস্কার অনুষ্ঠানের
ছবিটি ১৯৯০ সালের ফিল্মফেয়ার পুরস্কার অনুষ্ঠানের


ছবিটি ফিল্মফেয়ারের
রাজেশ খান্না ও ডিম্পল কাপাডিয়ার মেয়ে টুইঙ্কেল খান্না এখন ভারতের জনপ্রিয় লেখক ও কলামিস্ট। তিনি অক্ষয় কুমারের স্ত্রী। তিনি তাঁর রসবোধের জন্যও বিখ্যাত। বাবা আর মায়ের সঙ্গে এই ছবি ১৯৯০ সালের ফিল্মফেয়ার পুরস্কার অনুষ্ঠানের। এর আট বছর আগে ১৯৮২ সালে বিচ্ছেদ ঘটেছিল রাজেশ খান্না ও ডিম্পল কাপাডিয়ার।

ধর্মেন্দ্রর ছবিটা পুরোনো দিনের কথা মনে করিয়ে দিতে যথেষ্ট
ধর্মেন্দ্রর ছবিটা পুরোনো দিনের কথা মনে করিয়ে দিতে যথেষ্ট


দেওলরা
ধর্মেন্দ্রর দুই ছেলে আর দুই মেয়ে। সানি দেওল, ববি দেওল, এশা দেওল আর অহনা দেওল। কিন্তু অর্ধেক ভাইবোন ছবিতে অনুপস্থিত। সানি দেওল আর এশা দেওলকে কোলে নিয়ে তোলা ধর্মেন্দ্রর ছবিটা পুরোনো দিনের কথা মনে করিয়ে দিতে যথেষ্ট।

জুনিয়র শ্রফকে কোলে নিয়ে রেখাকে পুরস্কার তুলে দিচ্ছেন জ্যাকি শ্রফ
জুনিয়র শ্রফকে কোলে নিয়ে রেখাকে পুরস্কার তুলে দিচ্ছেন জ্যাকি শ্রফ


টাইগার শ্রফের প্রথম ফিল্মফেয়ার
টাইগার শ্রফ ‘টাইগার’ হয়েছেন বেশি দিন হয়নি। কিন্তু প্রথম যখন তিনি ফিল্মফেয়ার পুরস্কার অনুষ্ঠানে যান, তখন টাইগার তো দূরের কথা, একটা বিড়ালছানার মতোই ছোট্ট ছিলেন তিনি। ছবিতে দুই বছরের জুনিয়র শ্রফকে নিয়ে রেখাকে পুরস্কার তুলে দিচ্ছেন জ্যাকি শ্রফ।