একটা দৃশ্যের জন্য ৪৫ কোটি!

‘আর.আর.আর.’ ছবির একটি অনুষ্ঠানে পরিচালক এস এস রাজামৌলী, জুনিয়র এন টি আর ও রাম চরণ
‘আর.আর.আর.’ ছবির একটি অনুষ্ঠানে পরিচালক এস এস রাজামৌলী, জুনিয়র এন টি আর ও রাম চরণ

বলিউডকে হামেশাই সব দিক থেকে টেক্কা দেয় দক্ষিণ ভারতীয় ছবি। ছবির বাজেট থেকে প্রযুক্তি—সব ক্ষেত্রেই দক্ষিণী ছবি এগিয়ে। বলিউডকে আরও একবার টেক্কা দিল এস এস রাজামৌলী পরিচালিত একটি ছবি। জানা গেছে, এই ছবির একটা দৃশ্যের জন্য নাকি ৪৫ কোটি রুপি খরচ হবে।

‘বাহুবলী’ ছবির পরিচালক এস এস রাজামৌলীর ‘আর.আর.আর.’ ছবিকে ঘিরে উন্মাদনার শেষ নেই। এই ছবির কলাকুশলীর তালিকা বেশ আকর্ষণীয়। ‘আর.আর.আর.’ ছবিতে অভিনয় করছেন রাম চরণ, জুনিয়র এন টি আর এবং আলিয়া ভাট। আলিয়া ভাট এবারই প্রথম দক্ষিণী ছবিতে অভিনয় করছেন। ছবিতে অজয় দেবগণকে দেখা যাবে ক্যামিও হিসেবে।

জানা গেছে, পরিচালক এস এস রাজামৌলী শিগগিরই একটা অ্যাকশন দৃশ্য শুট করবেন। এই দৃশ্যে রাম চরণ আর জুনিয়র এন টি আরকে দেখা যাবে। ‘আর.আর.আর.’ ছবির এই দৃশ্য করতে নাকি ৪৫ কোটি রুপি খরচ করা হবে। এই দৃশ্যে দেখা যাবে দুই হাজার শিল্পীকে।

আলিয়া ভাট এবারই প্রথম ভারতের দক্ষিণের ছবিতে অভিনয় করছেন
আলিয়া ভাট এবারই প্রথম ভারতের দক্ষিণের ছবিতে অভিনয় করছেন

রাজামৌলী পরিচালিত ‘আর.আর.আর.’ ছবিকে ঘিরে উন্মাদনার বড় কারণ, ছবিটি একই দিনে বিশ্বের বিভিন্ন দেশে ১০টি ভাষায় মুক্তি পাবে। পিরিয়ডিক অ্যাকশন-ড্রামা–নির্ভর গল্পের ছবিটি রিলিজ হবে আগামী বছর ৩০ জুলাই।