কেন প্রেক্ষাগৃহে সিনেমাপ্রেমীরা?

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর পান্থপথের স্টার িসনেপ্লেক্সে দর্শকদের একাংশ।  ছবি: আবদুস সালাম
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর পান্থপথের স্টার িসনেপ্লেক্সে দর্শকদের একাংশ। ছবি: আবদুস সালাম

ঈদের দিন সকাল থেকেই ঢাকায় ছিল বৃষ্টি। আর সন্ধ্যায় বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দলের খেলা। বৃষ্টি আর ক্রিকেট নিয়ে একরকম দোদুল্যমান অবস্থায় ছিল ঢাকার প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ। দর্শক আদৌ প্রেক্ষাগৃহে আসবে তো! সবকিছুকে মিথ্যা প্রমাণ করলেন সিনেমাপ্রেমী দর্শক। দল বেঁধে তাঁরা প্রেক্ষাগৃহে ছুটেছেন। কেউবা পরিবার নিয়ে। ঢাকার কয়েকটি প্রেক্ষাগৃহ ঘুরে দেখা গেছে, ঈদের ছবিগুলো দেখতে লাইন ছিল, কালোবাজারিতেও টিকিট বিক্রি হয়েছে। ঈদের তৃতীয় দিন পর্যন্ত প্রেক্ষাগৃহের অনেক শো হাউসফুল হয়ে গেছে।

চলচ্চিত্র প্রদর্শক সমিতির উপদেষ্টা মিয়া আলাউদ্দিনের মতে, এবার ঈদে ব্যবসায়িক দিক দিয়ে সবচেয়ে বেশি এগিয়ে ছিল পাসওয়ার্ড ছবিটি। মালেক আফসারী পরিচালিত এই ছবির প্রযোজক চিত্রনায়ক শাকিব খান। ছবিতে আরও অভিনয় করেছেন বুবলী, ইমন, মিশা সওদাগর প্রমুখ।

ঢাকার বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে শুক্রবার বিকেলে কথা হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাসমিনা সাবরিনার সঙ্গে। বন্ধুরাসহ ধানমন্ডি থেকে পাসওয়ার্ড ছবিটি দেখতে এসেছেন। তিনি জানান, শাকিব খানের শিকারি ছবিটি দেখে তাঁর ভক্ত। এরপর থেকে সময় পেলে ছবি দেখতে যান। ফেসবুকে পাসওয়ার্ড ছবির কথা শুনেছেন। নোলক ছবিটিও দেখার ইচ্ছা আছে তাঁর।

স্টার সিনেপ্লেক্সে ঈদের তিনটি সিনেমাই মুক্তি পেয়েছে। এর মধ্যে পাসওয়ার্ড প্রতিদিন চারটি করে শো হচ্ছে আর নোলক ও আবার বসন্তর শো হচ্ছে একটি করে। প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেসবাহ উদ্দিন বলেন, ‘দর্শক আগ্রহ ও ব্যবসায়িক দিক তুলনা করলে পাসওয়ার্ড এগিয়ে আছে। প্রতিটি শো-ই হাউসফুল। নোলক গড়পড়তা ব্যবসা দিচ্ছে। আর আবার বসন্ত আমাদের একটু হতাশ করেছে। এখন দেখি, দ্বিতীয় সপ্তাহে অন্য ছবিগুলো ঘুরে দাঁড়াতে পারে কি না।’

বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির বর্তমান সভাপতি ও মধুমিতা প্রেক্ষাগৃহের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ গতকাল শুক্রবার বিকেলে প্রথম আলোকে বলেন, ‘আমার প্রেক্ষাগৃহে পাসওয়ার্ড চলছে। প্রতিদিন চারটি শো হয়। ঈদের দিন থেকে ম্যাটিনি ও ইভনিংয়ের দুটি শো হাউসফুল। দুপুরের শোতে দর্শক একটু কম আর খেলার কারণে রাতের শোতে দর্শক উপস্থিতি একেবারেই কম। তবে মোটেও হতাশাব্যঞ্জক নয়।’

মধুমিতা প্রেক্ষাগৃহে দর্শক ধারণক্ষমতা ১ হাজার ২০০। এই চলচ্চিত্র প্রযোজক ও প্রদর্শক বলেন, ‘ব্যবসায়িকভাবে আমি সন্তুষ্ট। বছরের প্রথম কোনো সিনেমা এতটা ব্যবসা করছে। এখনো চাহিদা আছে।’

ঢাকার বলাকা প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অনন্য মামুন পরিচালিত আবার বসন্ত ছবিটি। এই ছবির অভিনয়শিল্পী হলেন তারিক আনাম খান ও স্পর্শিয়া। ১ হাজার ১১ আসন ধারণক্ষমতার প্রেক্ষাগৃহে প্রতিদিন ছবিটির তিনটি করে প্রদর্শনী হচ্ছে। প্রথম দিন ধারণক্ষমতার ৪০ ভাগ দর্শক উপস্থিতি ছিল বলে প্রথম আলোকে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক এস এম শাহীন। তিনি বলেন, ‘আমাদের ব্যবসা মোটামুটি আশানুরূপ। আজ তৃতীয় দিন চলছে। দর্শক ধীরে ধীরে বাড়ছে। আমাদের প্রেক্ষাগৃহের বেশির ভাগ দর্শক বিশ্ববিদ্যালয় ও কলেজপড়ুয়া তরুণ-তরুণী। ঈদের ছুটিতে তাঁদের বেশির ভাগই ঢাকার বাইরে আছেন। আশা করছি, আগামী রবি ও সোমবার থেকে দর্শক বাড়বে। ছবিটা ভালো।’

আগেই জানা গেছে, ঢাকার স্টার সিনেপ্লেক্স ও ব্লকবাস্টার সিনেমাস, চট্টগ্রামের সিলভার স্ক্রিনসহ দেশের সাতটি হলে মুক্তি পেয়েছে আবার বসন্ত। এখন পর্যন্ত ১৮০টি হল বুক করেছে মালেক আফসারী পরিচালিত পাসওয়ার্ড। এমনটাই জানান ছবির প্রযোজক শাকিব খান। শাকিব সনেট অ্যান্ড টিম পরিচালিত নোলক মুক্তি পেয়েছে ৮০টি হলে। এই ছবির নায়ক শাকিব খান আর নায়িকা ববি।

ঢাকার শ্যামলী প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে পাসওয়ার্ড। ঈদের দিন ও পরদিন সরেজমিনে দেখা গেছে, লাইন ধরে দর্শক প্রেক্ষাগৃহ থেকে বের হচ্ছেন। মোহাম্মদপুরের বাসিন্দা জহিরুল ইসলাম স্ত্রীকে নিয়ে ছবি দেখতে এসেছেন। তিনি বলেন, ‘শাকিবের সিনেমা মুক্তি পেলেই ছুটে আসি। আর ঈদে ছবি দেখার রেওয়াজ সেই ছাত্রজীবন থেকেই।’ শ্যামলী প্রেক্ষাগৃহের সঙ্গে ৪৩ বছর ধরে যুক্ত আছেন মোহাম্মদ আহসান উল্লাহ। এখন তিনি ব্যবস্থাপক। তিনি বলেন, ‘এই তিন দিনে আমরা সন্তুষ্ট। বছরের প্রথম ব্যবসাসফল ছবির দেখা পেলাম। তবে আগামী সপ্তাহেও দেখতে চাই।’

ঢাকার সেনা সিনেমা হলে চলছে নোলক ছবিটি। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মনির হোসেন বলেন, ‘ঈদের দিন এই প্রেক্ষাগৃহে ইভনিং শো হাউসফুল ছিল। বাকিগুলো সন্তোষজনক। আশা করছি, আগামী সপ্তাহে দর্শকের সংখ্যা বাড়বে।’

সারা দেশে সিনেমা হলের সার্বিক খবর রাখেন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির উপদেষ্টা মিয়া আলাউদ্দিন। তিনি বলেন, সারা দেশে একটা চিত্র থাকে, তবে ছবি দেখার প্রতিযোগিতা বেশি থাকে ঢাকায়। তাঁর মতে, এবার ঈদে এখন পর্যন্ত শাকিব খান ও বুবলী অভিনীত পাসওয়ার্ড ছবির প্রতি দর্শকের আগ্রহ সবচেয়ে বেশি। নোলক ছবিটি তুলনামূলক অভিজাত প্রেক্ষাগৃহে বেশি সাড়া পেয়েছে। গতকাল শুক্রবার বিকেল পর্যন্ত ব্যবসায়িক দিক বিবেচনায় পাসওয়ার্ড ছবিটি ভালো অবস্থানে আছে।