ঈদের পর জমে উঠতে শুরু করেছে মঞ্চ

গহর বাদশা ও বানেছা পরী নাটকটিও দেখা যাবে শিগগিরই। ছবি: সংগৃহীত
গহর বাদশা ও বানেছা পরী নাটকটিও দেখা যাবে শিগগিরই। ছবি: সংগৃহীত

ঈদ উৎসবে গান, চলচ্চিত্র, নাটক, ওয়েব সিরিজ—প্রায় সব ক্ষেত্রই রমরমা থাকলেও ব্যতিক্রম ছিল মঞ্চনাট্যাঙ্গন। রমজান মাসব্যাপী ও ঈদের সময় মঞ্চ প্রায় শূন্য ছিল। এখন জমে উঠতে প্রস্তুত নাট্যাঙ্গন। চলতি মাসে বেশ কটি ভালো নাটকের নাম দেখা গেল শিল্পকলা একাডেমির বুকিং তালিকায়। এ ছাড়া আসছে নতুন নাটকও।

চলতি মাসে কয়েকটি নতুন নাটকের উদ্বোধনী প্রদর্শনী হওয়ার কথা। গতকাল বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় সন্ধ্যা সাতটায় মঞ্চায়িত হয়েছে নতুন নাটক স্তালিন। সেন্টার ফর এশিয়ান থিয়েটার নিয়ে এসেছে নাটকটি। আজ হবে দ্বিতীয় প্রদর্শনী। এরপর আগামীকাল আছে আরও একটি প্রদর্শনী। দলটি ২০১৪ সালে মঞ্চে নিয়ে এসেছিল নাটক ম্যাকাব্রে। এরপর দীর্ঘ বিরতির পর নিয়ে এল স্তালিন নাটকটি। এটি নির্দেশনা দিয়েছেন কামালুদ্দিন নীলু। সেন্টার ফর এশিয়ান থিয়েটারের (সিএটি) নির্বাহী সদস্য ও অভিনেতা এ কে আজাদ সেতু বলেন, ‘আমরা ২০১৪ সালে ম্যাকাব্রে করলাম। নাটকটি এক বছর নিয়মিত মঞ্চায়ন করে একটু বিরতি নিই। তারপর আমরা স্তালিন নিয়ে কাজ শুরু করি। এটা এখন থেকে নিয়মিত মঞ্চায়িত হবে।’

এর আগে সিএটি পেশাদারি নাট্যচর্চা করত। এখন আর দলটি পেশাদারি নাট্যচর্চায় থাকছে না। দেশে নাটকের দলভিত্তিক যে নাট্যচর্চা হয়, সেই

পথে হাঁটবে দলটি। তবে মঞ্চ নিয়ে তাদের প্রচেষ্টা থাকবে পেশাদারি কায়দায়। এমনটি জানাল সিএটি সূত্র। সিএটি ছাড়াও এখন বেশ কয়েকটি নাটকের উদ্বোধনী প্রদর্শনী হওয়ার কথা আছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির বুকিং তালিকার তথ্য অনুযায়ী, ইউনিভার্সেল থিয়েটারের রেনুলতা ও পালাকারের রং লেগেছে নাটক দুটির উদ্বোধনী প্রদর্শনী হওয়ার কথা।

এ ছাড়া এই মাসে বেশ কিছু নাটক মঞ্চায়িত হবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির হল বুকিং তালিকার তথ্যমতে, জুন মাসে বেশ কিছু উল্লেখযোগ্য নাটকের প্রদর্শনী হবে। এর মধ্যে জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটারে প্রদর্শনী হতে পারে ঢাকা থিয়েটারের পুত্র, নাট্যচক্রের একা এক নারী, দেশ নাটকের নিত্যপুরাণ, শব্দ নাট্যচর্চা কেন্দ্রের চম্পাবতী, সময় নাট্যদলের ভাগের মানুষ, লোক নাট্যদলের সোনাই মাধব, আরণ্যক নাট্যদলের রাঢ়াঙ, বটতলার খনা, নাগরিক নাট্য সম্প্রদায়ের গ্যালিলিও নাটকের।

নাট্যশালার মূল হলে প্রদর্শনী হতে পারে সেন্টার ফর এশিয়ান থিয়েটারের নতুন নাটক স্তালিন, মহাকাল নাট্য সম্প্রদায়ের শ্রাবণ ট্র্যাজেডি, প্রাঙ্গণেমোরের হাছনজানের রাজা, লোক নাট্যদলের আমরা তিনজন, নাগরিক নাট্যাঙ্গনের গহর বাদশা ও বানেছা পরী, প্রাচ্যনাটের গন্ডার, আরণ্যক নাট্যদলের ময়ূর সিংহাসন, থিয়েটার আর্ট ইউনিটের আমিনা সুন্দরী, বাংলাদেশ শিল্পকলা একাডেমির হ্যামলেট, ঢাকা থিয়েটারের পুত্র। এই হলে এ ছাড়া আছে আইটি আই বাংলাদেশ কেন্দ্রের তৃতীয় ঢাকা ইন্টারন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল ২০১৯।

নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে নাট্যম রেপার্টরির ডিয়ার লায়ার, ম্যাড থিয়েটারের নদ্দিউ নতিম, প্রাচ্যনাটের পলিথিন হাউস, স্পেস অ্যান্ড অ্যাকটিং রিসার্চ সেন্টারের দুই আগন্তুক বনাম করবী ফুল, পালাকারের নতুন নাটক রং লেগেছে, আগন্তুকের অন্ধকারে মিথেন ও হৃৎমঞ্চের হ্যাপি ডেজ নাটকের প্রদর্শনী হতে পারে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির সূত্রমতে, ৮ জুন পর্যন্ত একাডেমির তিনটি হল জাতীয় নাট্যশালার মূল হল, পরীক্ষণ থিয়েটার হল ও স্টুডিও থিয়েটার হল বন্ধ ছিল। বাংলাদেশ শিল্পকলা একাডেমি সূত্র জানিয়েছে, রমজানে কম প্রদর্শনী হয়েছে নাটকের। তবে এখন জমে উঠতে প্রস্তুত শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ। বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনেও রমজানে খুব একটা নাটকের প্রদর্শনী হয়নি। বাংলাদেশ মহিলা সমিতি সূত্র জানিয়েছে, রমজান মাসে মাত্র তিনটি নাটক মঞ্চায়িত হয়েছে। আর ১৪ জুন থেকে নিয়মিত প্রদর্শনী হবে মহিলা সমিতি মঞ্চে।