'মনে হচ্ছে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি'

জনপ্রিয় সংগীতশিল্পী তৌসিফ আহমেদ। ছবি: ফেসবুক থেকে নেওয়া
জনপ্রিয় সংগীতশিল্পী তৌসিফ আহমেদ। ছবি: ফেসবুক থেকে নেওয়া

‘মনে হচ্ছে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। ঈদের দিন সন্ধ্যা পৌনে ছয়টায় হঠাৎ অসুস্থ হয়ে পড়ি। মুহূর্তেই অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফেরার পর জানতে পারি, আমার হাইপোগ্লাইসেমিয়া বা হাইপো হয়েছিল। রক্তে গ্লুকোজ বা শর্করার পরিমাণ কমে যায়। এ কারণে দ্রুত জ্ঞান হারিয়ে ফেলি। ১১ মিনিট অজ্ঞান ছিলাম। জ্ঞান ফিরে আসার পর দেখি আমি হাসপাতালে, স্ত্রীর কোলে আমার মাথা। আমাকে ঘিরে আছে অনেকগুলো মুখ। সবাই উদ্বিগ্ন।’ আজ শনিবার দুপুরে প্রথম আলোকে বললেন জনপ্রিয় সংগীতশিল্পী তৌসিফ আহমেদ। জানালেন, এখন তিনি অনেকটাই সুস্থ।

বাবা-মায়ের সঙ্গে ঈদ উদ্‌যাপন করার জন্য স্ত্রী আফরিন নীপা আর তিন বছর বয়সের ছেলে আরদিদকে সঙ্গে নিয়ে সম্প্রতি দিনাজপুর যান তৌসিফ আহমেদ। সেখানে শহরের ঈদগাহ আবাসিক এলাকায় তাঁদের বাসা। ঈদের দিন সন্ধ্যায় স্ত্রী আর সন্তানকে নিয়ে বড় মাঠ এলাকায় বেড়াতে যান। সেখানেই অসুস্থ হয়ে পড়েন তিনি। মুহূর্তেই জ্ঞান হারান। তাঁকে দ্রুত স্থানীয় জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঈদের নামাজে ছেলে আরদিদকে নিয়ে তৌসিফ আহমেদ। ছবি: ফেসবুক থেকে নেওয়া
ঈদের নামাজে ছেলে আরদিদকে নিয়ে তৌসিফ আহমেদ। ছবি: ফেসবুক থেকে নেওয়া

তৌসিফ আহমেদ বলেন, ‘আমার আব্বু ডা. তমছিল আহমেদ ছিলেন রাজশাহীর ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড টেকনোলজির অধ্যক্ষ। পাঁচ বছর আগে তিনি অবসর নিয়েছেন। এখন দিনাজপুরেই আছেন, এখানেই রোগী দেখেন। খবর পেয়ে আব্বু দ্রুত হাসপাতালে আসেন। সবার সম্মিলিত চেষ্টায় আমি আবার জ্ঞান ফিরে পাই। বলতে পারেন, নিশ্চিত মৃত্যুর হাত থেকে ফিরে এসেছি।’

ঈদের দিন রাতেই হাসপাতাল থেকে বাসায় চলে আসেন তৌসিফ আহমেদ। নিজের অসুস্থতার কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি লিখেছেন, ‘১১ মিনিটের মতো আমার হৃৎস্পন্দন বন্ধ ছিল। স্ত্রী নাকি হৃৎস্পন্দন ফিরিয়ে আনার জন্য বারবার আমার বুকে দুই হাত দিয়ে জোরে জোরে চাপ দিয়েছেন আর চিৎকার করে বলছেন আমাকে ফিরে আসতে। সবাই তাঁকে সান্ত্বনা দিয়েছেন, কিন্তু সে কারও কথা শোনেনি।’

তৌসিফ আহমেদ আরও লিখেছেন, ‘আমার জ্ঞান ফিরে আসার পর পাশে দাঁড়িয়ে থাকা একজন ডাক্তার খুব অবাক হয়ে বলেছেন, এমন ঘটনা নাকি তিনি আর দেখেননি।’

স্ত্রী আফরিন নীপা আর ছেলে আরদিদের সঙ্গে তৌসিফ আহমেদ। ছবি: ফেসবুক থেকে নেওয়া
স্ত্রী আফরিন নীপা আর ছেলে আরদিদের সঙ্গে তৌসিফ আহমেদ। ছবি: ফেসবুক থেকে নেওয়া

দুই মাস আগে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে তৌসিফ আহমেদের দেহে একটি অস্ত্রোপচার হয়েছে। তিনি জানান, তাঁর মেরুদণ্ডের ওপরে একটি টিউমার ধরা পড়ে। অস্ত্রোপচার করে টিউমারটি অপসারণ করা হয়। তা থেকে ভবিষ্যতে আর কোনো সমস্যা হতে পারে কি না, তা নিশ্চিত হওয়ার জন্য ছয় মাস পর তাঁর আরও কিছু পরীক্ষা করা হবে। এই অস্ত্রোপচারের সময়ই জানা যায়, তৌসিফ আহমেদ ডায়াবেটিসে আক্রান্ত। তাঁর ‘টাইপ টু’ ডায়াবেটিস হয়েছে। এর জন্য প্রতিদিন তাঁকে দুই বেলা ইনসুলিন নিতে হচ্ছে এবং ওষুধ খেতে হচ্ছে।

নানা কারণে তিন বছর তৌসিফ আহমেদের নতুন কোনো গান প্রকাশ হয়নি। তাঁর সর্বশেষ প্রকাশিত গান ‘বদলে গেছি’ প্রকাশিত হয় জি-সিরিজ থেকে। এবার ঈদুল আজহা উপলক্ষে তাঁর নতুন গান আসবে। বললেন, ‘গানটি তৈরি হয়ে আছে। এখন শুধু রিলিজ দেব।’