জন্মদিনে ভালোবাসায় সিক্ত আতাউর রহমান

ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট—আইটিআইয়ের পক্ষে আতাউর রহমানকে ফুল দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন আইটিআই বাংলাদেশ কেন্দ্রের সাধারণ সম্পাদক দেবপ্রসাদ দেবনাথ। ছবি প্রথম আলো
ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট—আইটিআইয়ের পক্ষে আতাউর রহমানকে ফুল দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন আইটিআই বাংলাদেশ কেন্দ্রের সাধারণ সম্পাদক দেবপ্রসাদ দেবনাথ। ছবি প্রথম আলো

অভিনয়, অনুবাদ ও নির্দেশনা—আতাউর রহমান সবকিছুতেই সফলতার স্বাক্ষর রেখেছেন, রাখছেন। বয়সে প্রবীণ হলেও তিনি চিরতরুণ। এ দেশের নাট্যজগতের অন্যতম কৃতী।

মঙ্গলবার নাট্যজন আতাউর রহমানের ৭৮তম জন্মজয়ন্তীর অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন ৷

মঙ্গলবার আতাউর রহমানের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠিত আনন্দ আয়োজনে কাছের মানুষের ভালোবাসা ও শুভ কামনায় আরও একবার সিক্ত হলেন এই গুণীজন। ভেসেছেন ফুলেল শুভেচ্ছাতেও। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় স্টুডিও থিয়েটার হলে জন্মদিন উদযাপনের এ আয়োজন করে মঞ্চসারথি আতাউর রহমান কর্ম-উদযাপন পরিষদ। গান, কবিতা, কথামালা ও তাঁর অভিনীত নাট্যাংশ পরিবেশনের মধ্য দিয়ে তাঁর প্রতি নিজেদের অনুভূতির প্রকাশ ঘটিয়েছেন অতিথি ও আগতরা।

জন্মদিনের অনুভূতি প্রকাশ করে আতাউর রহমান বলেন, ‘৭৮ পেরিয়ে ৭৯ বছরে পদার্পণ করলাম। নিজেকে ভাগ্যবান মনে করছি। ব্রিটিশ আমল থেকে পাকিস্তান আমল দেখেছি। রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন বাংলাদেশ দেখেছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেখার সুযোগ পেয়েছি। দেশের প্রতি তাঁর তীব্র ভালোবাসাকে উপলব্ধি করেছি। তাঁর দেখা সোনার বাংলার অনেক স্বপ্নই এখনো বাস্তবায়িত হয়নি। আশা করি বঙ্গবন্ধুর শততম জন্মবর্ষে আমরা সেই স্বপ্নের কাছাকাছি যাব।’ দেশের প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করে বলেন, ‘পৃথিবীর বহু দেশ আমি ঘুরেছি। হয়তো কয়েকটা দিন ভালো লেগেছে। কিন্তু তারপর যখন দেশের মাটিতে ফিরে এসেছি, মনে হয়েছে মায়ের কাছে ফিরে এলাম। আর তখনই উপলব্ধি হয়েছে, আমাদের রয়েছে হাজার বছরের সমৃদ্ধ সংস্কৃতি।’ নিজের কাজ প্রসঙ্গে বলেন, ‘ভবিষ্যতের কথা ভেবে কাজ করি না। যখনই কোনো নাটকের নির্দেশনা দেওয়ার সুযোগ পাই, ভেতর থেকে আনন্দ অনুভব করি। তবে নির্দেশনা দেওয়ার ক্ষেত্রে চ্যালেঞ্জিং কাজ করতে ভালো লাগে।’

অনুষ্ঠানে আতাউর রহমান নির্দেশিত ‘হ্যামলেট’সহ বেশ কিছু নাটকের অংশবিশেষ পরিবেশিত হয়। ছবি প্রথম আলো
অনুষ্ঠানে আতাউর রহমান নির্দেশিত ‘হ্যামলেট’সহ বেশ কিছু নাটকের অংশবিশেষ পরিবেশিত হয়। ছবি প্রথম আলো

আতাউর রহমানকে নিবেদিত আলোচনায় নাট্যজন নাসির উদ্দীন ইউসুফ বলেন, ‘৪৫ বছর ধরে আমাদের সম্পর্ক। নাটক নিয়ে দীর্ঘ সময় কেটেছে আমাদের। তাঁর ৭০তম জন্মদিনে মঞ্চসারথি উপাধি দিয়েছিলাম। পরবর্তীতে সেই উপাধিকে আতাউর রহমান শতভাগ সত্য প্রমাণ করেছেন। এ দেশের মুক্তিযুদ্ধ ও নাটকে আতাউর রহমানের পরিবারের বিশেষ ভূমিকা রয়েছে। আজকের এই জন্মদিনে এসে তাঁর আরও দীর্ঘ জীবন কামনা করছি।’

এ ছাড়া আতাউর রহমানকে নিবেদিত কথনে অংশ নেন নাট্যজন লাকী ইনাম, সংগীতশিল্পী রফিকুল আলম প্রমুখ। অভিনয় শিল্পী সংঘের প্রার্থীদের পক্ষে শহীদুজ্জামান সেলিম, বন্যা মির্জাসহ বিভিন্ন ব্যক্তি ও নাট্য সংগঠনের পক্ষে থেকে জানানো হয় ফুলেল ভালোবাসা।

জন্মদিনের আয়োজনে বিশ্বনন্দিত নাট্যকার উইলিয়াম শেকসপিয়ার ও দেশের সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের যে কটি মঞ্চনাটকের নির্দেশনা দিয়েছেন আতাউর রহমান, মঞ্চস্থ হয় সেই নাটকগুলোর অংশবিশেষ। সেই সুবাদে মঞ্চস্থ হয় শিল্পকলা একাডেমি প্রযোজনা ‘হ্যামলেট’, থিয়েটার স্কুলের ‘ম্যাকবেথ’, পালাকারের ‘নারীগণ’ এবং ‘বাংলার মাটি বাংলার জল’, নাগরিক নাট্য সম্প্রদায়ের ‘ত্রয়লাস ও ক্রেসিদা’, নাগরিক নাট্যাঙ্গন অনসাম্বলের ‘তোরা সব জয়ধ্বনি কর’ নাটকের অংশবিশেষ। পরিবেশিত হয় আবৃত্তি। এ ছাড়া আতাউর রহমানকে নিবেদিত আলোচনায় অংশ নেন কীর্তিমান কয়েকজন নাট্যজন।

আতাউর রহমানের রচিত কবিতা পাঠ করেন নায়লা তারান্নুম চৌধুরী কাকলী ও রিজভী। তাঁকে নিয়ে সৈয়দ শামসুল হক রচিত ‘আতাউর যখন সত্তরে’ শীর্ষক কবিতা আবৃত্তি করেন আমিনুর রহমান।