'চারদিকে লাল-সবুজ পতাকা উড়ছে'

ইংল্যান্ডে বিশ্বকাপ ক্রিকেট খেলার মাঠে চিত্রনায়ক ফেরদৌস ও মডেল জান্নাতুল পিয়া
ইংল্যান্ডে বিশ্বকাপ ক্রিকেট খেলার মাঠে চিত্রনায়ক ফেরদৌস ও মডেল জান্নাতুল পিয়া

স্ত্রী ও সন্তানদের নিয়ে যুক্তরাজ্যে বেড়াতে গিয়ে বাংলাদেশ দলের জয়ে সাক্ষী হলেন চিত্রনায়ক ফেরদৌস। গত সোমবার যুক্তরাজ্যের সাউদাম্পটনে বাংলাদেশ ও আফগানিস্তানের খেলা গ্যালারিতে বসে উপভোগ করেন তিনি ও তাঁর পরিবার। শুরুতে নিজ দেশের দলের ব্যাটিং শেষে সংগ্রহ নিয়ে টেনশনে ছিলেন এই নায়ক। আফগানিস্তানের ব্যাটিং শুরুর পর তিন উইকেট পড়লে কিছুটা স্বস্তি ফিরে পান বলে লন্ডন থেকে প্রথম আলোকে জানান ফেরদৌস।

প্রতিবছরই পরিবার নিয়ে ছুটি কাটাতে দেশের বাইরে যান ফেরদৌস। এবার ১৫ জুন গেছেন যুক্তরাজ্যে। বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দলের একটি খেলা মাঠে বসে দেখার ইচ্ছে ছিল তাঁর।

বাংলাদেশ দলের এমন জয়ে ফেরদৌস ভীষণ উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘এ এক অসাধারণ অনুভূতি। যাঁরা দেখেছেন শুধু তাঁরাই উপলব্ধি করতে পারেন। ভাবিনি লন্ডনে এসে বিশ্বকাপ ক্রিকেট খেলা মাঠে বসে দেখব। যখন দেখতে গেলাম, প্রত্যাশিত খেলা না হওয়ায় খারাপ লাগছিল। তবে আমার মধ্যে একটা অদ্ভুত আত্মবিশ্বাস কাজ করেছিল, বাংলাদেশ জয় বের করে আনবেই। সাকিব আল হাসান যেভাবে উইকেট নেওয়া শুরু করল, তখনই নিশ্চিত হয়ে যাই জয় আমাদের সুনিশ্চিত।’

মাঠে বসে এর আগেও বাংলাদেশ দলের ক্রিকেট খেলা দেখেছেন ফেরদৌস। সেই স্মৃতি মনে করে এই নায়ক বলেন, ‘শুনতে যদিও অন্য রকম লাগবে, তারপরও বলব—যতবারই বাংলাদেশ দলের খেলা মাঠে বসে উপভোগ করেছি, জয়ী হয়েই ফিরেছি।’

ফেরদৌস বলেন, ‘পুরো মাঠের মধ্যে হাজার হাজার বাঙালি। চারদিকে লাল–সবুজ পতাকা উড়ছে। এবারের ভ্রমণটা সত্যিই কখনো ভোলার নয়। ভীষণ আনন্দ নিয়ে মাঠ ছেড়েছি। আজ (মঙ্গলবার) তো লন্ডনে বেশ ফুরফুরে মেজাজে ঘুরে বেড়াচ্ছি।’

বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে গাজী টেলিভিশনের অনুষ্ঠান উপস্থাপনা করতে লন্ডনে আছেন র‌্যাম্প মডেল ও উপস্থাপিকা জান্নাতুল পিয়া। খেলা শেষে ফেরদৌসের সঙ্গে তাঁর দেখা হয়।

আগামীকাল বৃহস্পতিবার ছুটি কাটিয়ে লন্ডন থেকে পরিবার নিয়ে ঢাকায় ফিরবেন ফেরদৌস।