১৯৫৯ সালের একটি মামলা ও অঙ্গদ বেদি

‘দ্য ভার্ডিক্ট-স্টেট ভার্সেস নানাবতী’ ওয়েব সিরিজের দৃশ্যে অঙ্গদ বেদি
‘দ্য ভার্ডিক্ট-স্টেট ভার্সেস নানাবতী’ ওয়েব সিরিজের দৃশ্যে অঙ্গদ বেদি

ঠিক নায়ক নয়, অভিনেতার তকমাটা গায়ে মাখিয়েছেন তিনি। তাই তো ‘সুরমা’, ‘পিংক’, ‘টাইগার জিন্দা হ্যায়’-এর মতো ছবিতে নিজেকে মেলে ধরেছেন। চরিত্রাভিনয় করে পেয়েছেন ভক্তদের প্রশংসা। এবার বলিউড অভিনেতা অঙ্গদ বেদি আসছেন আইনজীবী হয়ে। তবে এটি ছবি নয়, ওয়েব সিরিজ। ৩০ জুন ইউটিউবে ট্রেলার অবমুক্ত হওয়ার পর এই ওয়েব সিরিজটির ব্যাপারে দর্শকদের দারুণ আগ্রহ লক্ষ করা গেছে। শুধু ট্রেলারটি আজ শুক্রবার পর্যন্ত দেখা হয়েছে ১৯ লাখ ২৪ হাজার ৩৭৩ বার।

‘দ্য ভার্ডিক্ট-স্টেট ভার্সেস নানাবতী’ ওয়েব সিরিজের দৃশ্যে মানব কাউল
‘দ্য ভার্ডিক্ট-স্টেট ভার্সেস নানাবতী’ ওয়েব সিরিজের দৃশ্যে মানব কাউল

অঙ্গদ বেদি বিয়ে করেছেন বলিউড তারকা নেহা ধুপিয়াকে। ঘরে এসেছে টুকটুকে একটি মেয়েও। এর মধ্যেই জানালেন নতুন চরিত্র নিয়ে। চরিত্রটি কোনো ছবির নয়, ওয়েব সিরিজের। নাম ‘দ্য ভার্ডিক্ট-স্টেট ভার্সেস নানাবতী’। সেখানেই অঙ্গদকে দেখা যাবে ভারতীয় নামজাদা আইনজীবী কার্ল জামশেদ খান্ডালাভালার চরিত্রে। একটি মামলা নিয়ে যাওয়া হয় ভারতের ১৫ জন আইনজীবীর কাছে। কিন্তু কেউ মামলাটি নিয়ে আগ্রহী হননি। পরবর্তীকালে মামলাটি আসে খান্ডালাভালার হাতে, যিনি কখনো কোনো মামলা হারেননি। ভারতের একটি আলোচিত মামলা নিয়ে এই ওয়েব সিরিজের কাহিনি। অঙ্গদ বলেন, ‘বাস্তব জীবনের কোনো মানুষকে পর্দায় ফুটিয়ে তোলা আমার জন্য চ্যালেঞ্জ ছিল। কিন্তু আমি এই চ্যালেঞ্জকে গ্রহণ করেছি।’

একতা কাপুরের এই ওয়েব সিরিজ বাস্তব জীবন থেকে অনুপ্রাণিত কোর্ট রুম ড্রামা ঘরানার। ভারতের অন্যতম আলোচিত মামলা ‘কে এম নানাবতী বনাম দ্য স্টেট অব মহারাষ্ট্র’ উঠে আসবে সিরিজটিতে। সেখানেই খ্যাতিমান আইনজীবীর চরিত্রে দেখা যাবে অঙ্গদকে।

‘দ্য ভার্ডিক্ট-স্টেট ভার্সেস নানাবতী’ ওয়েব সিরিজের দুটি দৃশ্যে অঙ্গদ বেদি ও এলি অ্যাব্রাম
‘দ্য ভার্ডিক্ট-স্টেট ভার্সেস নানাবতী’ ওয়েব সিরিজের দুটি দৃশ্যে অঙ্গদ বেদি ও এলি অ্যাব্রাম

এই চরিত্রের মাধ্যমে ভারতের জনপ্রিয় ও বিখ্যাত একজন মানুষের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন অঙ্গদ। খান্ডালাভালা একাধারে আইনজীবী, বিমানবাহিনীর কর্মকর্তা, লেখক, শিল্প ও সংগীতানুরাগী। পেয়েছেন পদ্মশ্রী পুরস্কার। তাঁর চরিত্রে অভিনয়ের প্রস্তাব অঙ্গদ লুফে নেন প্রথম সুযোগেই। তবে এই চরিত্রে অভিনয় যে একেবারেই সোজা ছিল না, তা-ও স্বীকার করেছেন তিনি। অঙ্গদ বলেন, ‘এই চরিত্রে অভিনয় করা ছিল মারাত্মক চ্যালেঞ্জের। বাস্তব জীবনের কাউকে পর্দায় ফুটিয়ে তোলা চাট্টিখানি কথা নয়। মানুষের কাছে প্রত্যাশা থাকে আকাশচুম্বী। আর তাঁর মতো এত গুণের অধিকারী একজন মানুষের চরিত্রে অভিনয় করা তো আরও কঠিন। চরিত্রায়ণে শারীরিক ভাষা ঠিকঠাক হতে হয়েছে, পাশাপাশি আদালতে কথাও বলতে হয়েছে স্পষ্ট উচ্চারণে। কার্ল কীভাবে নিজেকে ফুটিয়ে তুলতেন, তা ছিল খুবই গুরুত্বপূর্ণ।’

অঙ্গদের কাছে এই সিরিজে সবচেয়ে কঠিন ছিল মনোলগের অংশটুকু। তাঁর সঙ্গে এই ছবিতে আর যাঁরা কাজ করছেন, সবাই থিয়েটার থেকে আসা। মানব কাউল, সৌরভ শুক্লা, সোনি রাজদান তাঁদের মধ্যে অন্যতম। অঙ্গদই বয়সে কম, যিনি এত বড় একটি চরিত্র করছেন।

‘দ্য ভার্ডিক্ট-স্টেট ভার্সেস নানাবতী’ ওয়েব সিরিজের প্রযোজক একতা কাপুর
‘দ্য ভার্ডিক্ট-স্টেট ভার্সেস নানাবতী’ ওয়েব সিরিজের প্রযোজক একতা কাপুর

কার্ল জামশেদ খান্ডালাভালার চরিত্রটি নিয়েও অঙ্গদ জানান, আদালতে কার্লের চরিত্রে ফুটে উঠত কর্তৃত্বমূলক ও আগ্রাসী মনোভাব। ব্যক্তিগত জীবনে এই তাঁকেই দেখা গেছে একেবারে উল্টো। তিনি বাসায় একদমই যত্নবান একজন মানুষ ছিলেন। এই দুই বিষয়ের মিশেলে অঙ্গদকে তৈরি করতে হয়েছে চরিত্রটি। সহশিল্পী মাকারান্ড ডেসপান্ডের কাছ থেকে অঙ্গদ পেয়েছেন নানা সহযোগিতা। চরিত্রায়ণে সাহায্য করেছেন পরিচালক সাশান্ত শাহও। এ ছাড়া ‘পিংক’ ছবিতে তিনি অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয় করেছেন। আদালতে অমিতাভের আইনজীবীর অভিনয়ও তিনি বেশ মনযোগ দিয়ে দেখেছেন। এটিও তাঁর চরিত্রটি প্রস্তুত করতে বেশ সাহায্য করেছে। অঙ্গদ চরিত্রাভিনয়ের প্রতি ভালোবাসাও প্রকাশ করেছেন। তিনি বলেন, হিরো অথবা ভিলেনের বিষয়টি এখন অতীত। দর্শকেরা এখন অভিনেতাকে ভালোবাসেন।

১৯৫৯ সালে নিজের স্ত্রীর প্রেমিককে খুন করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছিলেন ভারতীয় নৌবাহিনীর কমান্ডার কে এম নানাবতী। সেই আলোচিত মামলা সিরিজটির প্রেক্ষাপট। এই ঘটনা নিয়ে আগে অনেকগুলো ছবি হয়েছে। এর মধ্যে আছে ২০১৬ সালের অক্ষয় কুমার অভিনীত ‘রুস্তম’, ১৯৬৩ সালের সুনীল দত্ত অভিনীত ‘ইয়ে রাস্তে হ্যায় পেয়ার কে’ এবং ১৯৭৩ সালে গুলজার পরিচালিত ‘আচানক’। ‘দ্য ভার্ডিক্ট’ সিরিজের পরে অঙ্গদ বেদিকে দেখা যাবে ‘দ্য জয়া ফ্যাক্টর’, ‘ইনসাইট এজ’-এর দ্বিতীয় মৌসুমে। এ ছাড়া করণ জোহরের ধর্ম প্রডাকশনের ব্যানারে জাহ্নবী কাপুরের সঙ্গেও তাঁকে দেখা যেতে পারে। শশাঙ্ক খৈতান ও শাকুন বাত্রার সিনেমাতেও কাজ করার কথা আছে অঙ্গদ বেদির। ফিল্মফেয়ার