অডিও-ভিডিওতে জমবে সংগীতাঙ্গন

নিজের গাওয়া ‘দেবদাস’ গানের িভডিওতে সংগীতশিল্পী আসিফ আকবর। সঙ্গে মডেল নাফিসা কামাল
নিজের গাওয়া ‘দেবদাস’ গানের িভডিওতে সংগীতশিল্পী আসিফ আকবর। সঙ্গে মডেল নাফিসা কামাল

অডিও আর ভিডিওর গানে জমবে এবারের সংগীতাঙ্গন। তরুণ প্রজন্মের গায়কদের পাশাপাশি জনপ্রিয় শিল্পীদেরও গান প্রকাশিত হচ্ছে আসছে ঈদে। গান প্রযোজনা ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে তেমনটাই জানা গেছে। কারও মতে, কার গান শ্রোতারা কতটা পছন্দ করেছেন, তা জানতে অবশ্য ঈদের কয়েকটা দিন পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে। আবার কেউবা বলছেন, এরই মধ্যে প্রকাশিত গানগুলো সম্পর্কে শ্রোতাদের মূল্যায়ন ঈদের আগেই জানা যাবে হয়তো।

সাউন্ডটেক, সংগীতা, জি-সিরিজ, লেজার ভিশন, সিএমভি, ইমপ্রেস অডিও ভিশন, ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধারেরা জানিয়েছেন তাঁদের ঈদের গান নিয়ে। সাউন্ডটেক, সিডি চয়েস, সিএমভি ও ধ্রুব মিউজিক সূত্রে জানা গেছে, তাদের ঈদের প্রস্তুতি চূড়ান্ত। এর মধ্যে কয়েকটি গান প্রকাশিতও হতে শুরু করেছে।

প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেকের কর্ণধার সুলতান মাহমুদ বাবুল বলেন, ‘গান নিয়ে এবার আমাদের আয়োজন ভালো। গুণী শিল্পীদের পাশাপাশি তরুণদের গান রাখার চেষ্টা করেছি। দীর্ঘ অভিজ্ঞতায় বলতে পারি, গানগুলো শোনার পর শ্রোতাদের আরাম লাগবে।’

প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, এবারের ঈদে এখন পর্যন্ত যাঁদের গান প্রকাশিত হচ্ছে, তাঁদের মধ্যে দিলরুবা খান, কুমার বিশ্বজিৎ, আসিফ আকবর, ন্যান্সি, তাহসান, ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, এস ডি রুবেল, আসিফ আকবর, আতিক হাসান, আঁখি আলমগীর, তাহসান, শান, আরফিন রুমী, মিনার, ইমরান, কাজী শুভ, শাওন গানওয়ালা, স্বপ্নীল সজীব, তানজীব সারোয়ার, ঐশী, মাহতিম শাকিব, শেখ সাদী, জিসান খান, ইমন খান, এফ এ সুমন, কর্ণিয়া, পূজা, টুম্পা খান, আরমান আলিফ উল্লেখযোগ্য।

বিশ্বকাপ ক্রিকেট খেলার কারণে রোজার ঈদের সংগীতাঙ্গনে নেতিবাচক প্রভাব পড়েছিল। এই ঈদে তা আর থাকছে না। ঝিমিয়ে থাকা অডিও বাজার কোরবানির ঈদে চাঙা হবে বলে মনে করছেন অনেকে। প্রযোজনা প্রতিষ্ঠানের বাইরে তারকা শিল্পীরা নিজেদের ইউটিউব প্ল্যাটফর্মেও গান প্রকাশ করছেন। নতুন শিল্পীদের গানও থাকবে। কয়েক বছরের মতো এবারও বেশির ভাগ গান প্রকাশিত হবে ইউটিউবে। কোনোটি লিরিক ভিডিও, আবার কোনোটি মিউজিক ভিডিও।

সিএমভির স্বত্বাধিকারী শেখ সাহেদ আলী বলেন, ‘জনপ্রিয় শিল্পী ও তরুণ মেধাবী গায়ক–গায়িকাদের নিয়ে এবারের ঈদের গানের পরিকল্পনা করেছি। আমার কাছে কোরবানির ঈদটা গুরুত্ব পায় বেশি, কারণ এই ঈদে ব্যবসায়িকভাবে সফলতা পাই। ঈদে আমাদের ২০টি গান প্রকাশিত হচ্ছে। এর মধ্যে দুটি ভিডিও। প্রথম ভিডিওটি রিয়েলিটি শো “গানের রাজার” প্রথম রানারআপ সফিকুলের। তাঁর গানটি আমাদের প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে।’

ধ্রুব মিউজিক স্টেশন ১৩টি গান প্রকাশ করছে। সব কটি ভিডিও আকারে। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ধ্রুব গুহ বলেন, ‘ঈদে আমাদের আয়োজন অন্য সময়ের চেয়ে ভালো। এখন অনেকে বড় বাজেটের ভিডিও দিয়ে গান থেকে ভিডিওতে ফোকাস শিফট করে দেয়। আমরা গানটাকে প্রাধান্য দিয়ে ভিডিওগুলো বানিয়েছি, শ্রোতাদের ভাবনার একটা জগৎ যাতে তৈরি হয়।’

সবার মধ্যে আশার কথা শোনা গেলেও সিডি চয়েসের কর্ণধার জহিরুল ইসলাম সোহেল এখনই আশ্বস্ত হতে পারছেন না। তিনি ঈদের পরের সময়টার জন্য অপেক্ষা করতে চাইছেন। বললেন, ‘দেশের সার্বিক অবস্থাটাই এখন যেন কেমন। সবার মধ্যে একটা উৎকণ্ঠা ডেঙ্গু নিয়ে। সে হিসেবে বলা যায়, অডিও বাজার নিয়ে এই মুহূর্তে খুব বেশি উচ্ছ্বাস নেই, আবার হতাশারও কিছু নেই। আমরা দুটি ভালো মানের ভিডিও প্রকাশ করেছি। সাড়াও মিলেছে। ঈদের কয়েকটা দিন পার হলে আমরা নিশ্চিত হতে পারব, শ্রোতারা কোন শিল্পীর গান বেশি মাত্রায় পছন্দ করেছেন।’

অডিও প্রযোজনা প্রতিষ্ঠানগুলো গান প্রকাশের পাশাপাশি কিছু নাটকও তৈরি করেছে। ঈদের কয়েক দিন ধরে নিজেদের ইউটিউব চ্যানেলে নাটকগুলো প্রকাশ করবে। এসব নাটকের কোনোটিতে থাকবে শ্রোতাদের পছন্দের শিল্পীর গান।