এই জগতে সবাই দুমুখো মানুষ

মৌসুমী হামিদ
মৌসুমী হামিদ
>

শুক্রবার ঢাকার দুটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ভালোবাসার রাজকন্যা। অভিনয় করেছেন মৌসুমী হামিদ। নতুন ছবি ও ঈদের কাজ নিয়ে কথা বললেন তিনি।

হঠাৎ করেই আপনার ছবির খবর শোনা গেল। চুপি চুপি শুটিং করলেন কেন?

কাহিনিকার হুট করেই গল্পটার কথা বলেছিলেন। তখনো জানি না যে দাদা আমাকে সিনেমার জন্যই ডেকেছেন। স্ক্রিপ্ট পাঠানোর পর দেখি সিনেমা! চমৎকার একটা গল্প। চরিত্রটা আমার ভীষণ পছন্দ হয়ে যায়। প্রথম রোজার দিন নেপাল থেকে শুটিং শেষ করে ফিরি। ঢাকায়ও কাজ হয়েছে।

গল্পটা কী নিয়ে?

মানুষের জীবনের সংকট নিয়ে। ছবিতে দেখা যাবে, একেকজন মানুষের সংকট একেক রকম। একেকজন মানুষ পৃথিবীটাকে দেখেন একেক রকমভাবে।

ঈদে কতগুলো নাটকে অভিনয় করেছেন?

এক ঘণ্টার নাটক, টেলিছবি ও ধারাবাহিক মিলিয়ে প্রায় ১২টি। সবাই আজকাল ফেসবুকে নাটকের পোস্টার শেয়ার করেন, আমার এসবে আগ্রহ নেই।

নাটকের গল্পগুলো কেমন?

একেকটা গল্প একেক রকম। গ্ল্যামারাস আর গতানুগতিক কাজ ছেড়ে দিয়েছি। আমার চরিত্রগুলোয় বৈচিত্র্য আছে। করপোরেট প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিদেশফেরত মেয়ে, বিশ্ববিদ্যালয়পড়ুয়া প্রতিবাদী, কারওয়ান বাজারে হোটেলের বোর্ডারদের খাবার সরবরাহকারীর চরিত্রে দেখা যাবে আমাকে।

কয়েক মাস আগেও সুমন আনোয়ারের বেশির ভাগ নাটকে দেখা যেত। এখন আর যাচ্ছে না কেন?

তিনি আমাকে নেন না। আমি সেটাকে অ্যাপ্রিশিয়েট করি, যাতে তাঁর কাজ আরও ভালো হয়। যেকোনো সম্পর্কে টানাপোড়েন থাকে, ভুল-বোঝাবুঝি থাকে, চাওয়া-পাওয়া থাকে। সেই জায়গা থেকে বলতে গেলে বলতে হয়, আমাদের চাওয়া-পাওয়ার মধ্যে একটা গরমিল ছিল। তাই হয়তো একসঙ্গে কাজ করা হয় না।

বন্ধুত্ব কি তবে ভেঙে গেছে?

বন্ধুত্ব ছিল, আছে এবং থাকবে। কাজ কমে গেছে।

বিনোদন অঙ্গনে আপনার সবচেয়ে ভালো বন্ধু কে?

এই জগতে সবাই দুমুখো মানুষ। সামনে এক কথা, পেছনে একই মানুষকে নিয়ে উল্টো কথা বলা স্বভাবের মানুষ বেশি। আমার মনে হয়, এখানে আসলে বন্ধুত্ব বলতে কিছু নেই।

শেষ তিন প্রশ্ন

কোন ধরনের চরিত্রের খোঁজে আছেন?

যদি কেউ সাতকাহন বইটির ওপর সিনেমা বানায়, আমি দীপাবলি হতে চাই।

নিজেকে নিয়ে যে কথাটি সবচেয়ে বেশি শুনেছেন?

আমি খুবই ইমোশনাল।

সিনেমায় কার সঙ্গে জুটি বাঁধতে চান?

আরিফিন শুভর ভক্ত আমি, তাঁর সঙ্গে নিজেকে পর্দায় দেখতে চাই।

সাক্ষাৎকার: বিনোদন প্রতিবেদক, ঢাকা