শুরু হলো আলোচিত 'শিকলবাহা'র শুটিং

বন্ধুদের সঙ্গে আড্ডায় ‘শিকলবাহা’ ছবির চিত্রনাট্যকার ও পরিচালক কামার আহমাদ সাইমন ও প্রযোজক সারা আফরীন
বন্ধুদের সঙ্গে আড্ডায় ‘শিকলবাহা’ ছবির চিত্রনাট্যকার ও পরিচালক কামার আহমাদ সাইমন ও প্রযোজক সারা আফরীন

টানা চার সপ্তাহ শুটিং ক্যাম্পে কাটিয়ে গতকাল সোমবার ঈদের দিন প্রথম ছুটি পেয়েছে ‘শিকলবাহা’র দল। খ্যাপাটে একদল তরুণ নিয়ে অবশেষে ‘শিকলবাহা’র শুটিং ক্যাম্প শুরু করেছেন কামার আহমাদ সাইমন। তিনি জানালেন, প্রায় পাঁচ বছর আলোচনায় থাকা ‘শিকলবাহা’র গাছ লাগিয়ে ঢাকার বাইরে একটা সেট তৈরি হয়েছে প্রায় দুই বছর ধরে। আর ঢাকার শুটিং ক্যাম্পে মূল প্রস্তুতি শুরু হয়েছিল ছয় মাস আগে একরকম নিভৃতেই। তার আগে প্রায় দুই বছর খোঁজাখুঁজির পর বাছাই হয় ‘শিকলবাহা’র কেন্দ্রীয় চরিত্রের তিন নতুন মুখ। এ ছাড়া ৯৪ বছর বয়সী একটি গুরুত্বপূর্ণ চরিত্রে নির্দিষ্ট হয়েছেন একজন খ্যাতনামা শিল্পী, যাঁর ব্যাপারে এখনই মুখ খুলতে চান না কামার আহমাদ সাইমন।

‘শিকলবাহা’র ক্যাম্পে শুটিংয়ের ফাঁকে দল নিয়ে ক্যামেরায় প্রিভিউ করছেন কামার আহমাদ সাইমন, পেছনে সারা আফরীন
‘শিকলবাহা’র ক্যাম্পে শুটিংয়ের ফাঁকে দল নিয়ে ক্যামেরায় প্রিভিউ করছেন কামার আহমাদ সাইমন, পেছনে সারা আফরীন

কামার আহমাদ সাইমনের রচনা ও পরিচালনায় সারা আফরীনের প্রযোজনায় ‘শিকলবাহা’ যৌথ প্রযোজনা করছে জার্মানির ওয়াইডাম্যান ব্রস। এ বছর কান চলচ্চিত্র উৎসবে বিশ্বের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র ম্যাগাজিন ‘ভ্যারাইটি’র শীর্ষ বাছাই ১০ প্রযোজক তালিকায় ছিল ওয়াইডাম্যান ব্রস। ২০১৪ সালে কান চলচ্চিত্র উৎসবে উদীয়মান নির্মাতাদের আসর লা ফ্যাব্রিক সিনেমা দ্যু মুন্দে ১০টি স্ক্রিপ্টের মধ্যে নির্বাচিত হয়ে প্রথম আলোচনায় আসে ‘শিকলবাহা’। তখন এর নাম ছিল ‘শঙ্খধ্বনি’। এরপর বার্লিন চলচ্চিত্র উৎসব থেকে পরপর দুই বছর অত্যন্ত সম্মানজনক ‘ওয়ার্ল্ড সিনেমা ফান্ড’-এর জন্য নির্বাচিত হয় ‘শিকলবাহা’র স্ক্রিপ্ট।

গতকাল প্রথম আলোকে ঈদের শুভেচ্ছা জানিয়ে কামার আহমাদ সাইমন বলেন, ‘সিনেমাটা আমার কাছে একটা দৈনন্দিন যাপন, এ নিয়ে অস্থিরতা আমার একদমই পোষায় না। আমি যত দিন নিজে বুঝি না, তত দিন শুটিং শুরু করি না। আর এখন যখন শুরু করলাম, তখন এই ঈদের দিনেও ফাঁকা ক্যাম্প ফেলে যেতে পারছি না!’

ঢাকার বাইরে গাছ লাগিয়ে তৈরি করা হয় ‘শিকলবাহা’র একটা সেট
ঢাকার বাইরে গাছ লাগিয়ে তৈরি করা হয় ‘শিকলবাহা’র একটা সেট

প্রযোজক সারা আফরীন বলেন, ‘গত মাসে ইডফা সামার স্কুলে “অন্যদিন”-এর সম্পাদনা থেকে কামার ফিরতেই অনেকটা গোপনে শুরু করেছিলাম “শিকলবাহা”র শুটিং। আরও মাস দুয়েক শুটিং করার পরিকল্পনা আছে। তারপর পোস্টের লম্বা কাজ, বছরও লেগে যেতে পারে। কিন্তু এসবের আগেই আশা করি মুক্তি দিতে পারব আমাদের অপরিকল্পিত নতুন ছবি “নীল মুকুট”।’