অমিতাভের বাসায় প্রতিদিন কে কেবিসি দেখেন?

অমিতাভ বচ্চন
অমিতাভ বচ্চন

সনি চ্যানেলে আবার ধুমধাম করে শুরু হতে চলেছে ‘কৌন বনেগা ক্রোড়পতি সিজন ১১’। সঞ্চালনার আসন এবারও উজ্জ্বল করে রাখবেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন। গত মঙ্গলবার ‘কৌন বনেগা ক্রোড়পতি’র নতুন সিজন উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চনসহ সনি চ্যানেলের কর্মকর্তারা। এদিন বলিউডের শাহেনশা ‘কেবিসি’র সঙ্গে তাঁর দীর্ঘ সফর থেকে শুরু করে মহারাষ্ট্রের বন্যা নিয়েও কথা বলেন। এমনকি অমিতাভ বচ্চনের স্ত্রী জয়া বচ্চনের কথাও উঠে আসে।

গুরগাঁও ফিল্ম সিটিতে কেবিসির রঙিন সেটে নতুন সিজন উপলক্ষে সাংবাদিকদের মুখোমুখি হন অমিতাভ বচ্চন

নতুন আসর শুরুর আগে এই অনুষ্ঠান নিয়ে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন অমিতাভ। ১৯ বছর ধরে অনুষ্ঠানের সঙ্গে যুক্ত তিনি। তিনি বলেন, ‘এখনো নতুন আসর শুরুর হওয়ার আগে আমি উৎফুল্ল থাকি। প্রথম সিজন শুরু হওয়ার আগে যে রকম উত্তেজনা অনুভব করতাম, এখনো তা-ই করি। এবারও কেবিসির মঞ্চে এমন কিছু “কর্মবীর”কে আনা হবে, যাদের কাহিনি দুনিয়াকে অনুপ্রাণিত করবে।’

বলিউডের এই মেগাস্টার সাংবাদিকদের বলেন, ‘আমি প্রত্যেক প্রতিযোগীর কাছ থেকে কিছু না কিছু শিখি। অনুষ্ঠান চলার সময় তো প্রতিদিনই কিছু না কিছু শিখতে থাকি। আর মনে করি, প্রত্যেক মানুষের জীবনে সংঘর্ষ আছে। প্রত্যেকের জীবনে চড়াই-উতরাই আছে।’

তবে এসব কিছুর মধ্যেও অমিতাভ বচ্চন স্ত্রী জয়াকে ধন্যবাদ জানাতে ভোলেননি। বিগ বির বাসায় কেবিসি সব থেকে বেশি কে দেখেন, তার জবাবে তিনি বলেন, ‘জয়া কেবিসি প্রতিদিন দেখে। একটা পর্বও বাদ যায় না। তাই জয়াকে আমি ধন্যবাদ জানাতে চাই। শ্বেতা আর ঐশ্বর্যরও এই শো খুব পছন্দ।’

কেবিসির এই সংবাদ সম্মেলনে মহারাষ্ট্রের বন্যার কথা উঠে আসে। প্রবল বর্ষণে মহারাষ্ট্রের সাতারা, কোলহাপুর, সাংগলিসহ পাঁচ জেলা বন্যায় প্লাবিত। প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষ গৃহহীন। গত ৯ দিনে ৪৩ জন মারা গেছে। কিন্তু এখনো কোনো বলিউড তারকা বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর খবর আসেননি।

বলিউড কেন মহারাষ্ট্রের এই চরম বিপর্যয়ের সময় উদাসীন, তার জবাবে অমিতাভ বচ্চন বলেন, ‘অনেকে পরোপকার করেন কিন্তু এ বিষয়ে জানাতে ভালোবাসেন না। এমনকি মিডিয়াকেও এ ব্যাপারে জানাতে চান না। অনেক তারকাই এ বিষয়ে প্রচার পছন্দ করেন না। এ রকমই একজন আপনাদের সামনে দাঁড়িয়ে আছে। আমি কোনো কিছু করে তার ব্যাপারে বলতে লজ্জাবোধ করি। কিন্তু যারা এর সঙ্গে জড়িত, তারা জানে কে কতটা কাজ করছে।’

১৯ আগস্ট রাত নয়টায় শুরু হতে চলেছে ‘কৌন বনেগা ক্রোড়পতি’। সনি চ্যানেলের অত্যন্ত জনপ্রিয় এই রিয়েলিটি শোটির এবারের থিম ‘অড়ে রহো’ (দৃঢ়প্রতিজ্ঞ)।