এক নায়ক, ৩৫ নায়িকা

আফজাল হোসেন। ছবি: ফেসবুক থেকে নেওয়া
আফজাল হোসেন। ছবি: ফেসবুক থেকে নেওয়া

অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেনের দীর্ঘ অভিনয়জীবন। এই দীর্ঘ যাত্রায় তাঁকে পর্দায় দেখা গেছে নানা রূপে, নানা চরিত্রে। তাঁর বিপরীতে পাওয়া গেছে একেক প্রজন্মের একেক অভিনেত্রীকে। এবার তাঁরা সবাই এক হচ্ছেন এই অভিনেতার জন্য। আফজাল হোসেনের বিপরীতে অভিনয় করা ৩৫ জন নায়িকাকে নিয়ে তৈরি হচ্ছে সাত পর্বের অনুষ্ঠান, নাম ‘আফজাল হোসেন ও তাঁর নায়িকারা’।

আফজাল হোসেন ও তাঁর নায়িকারা’ অনুষ্ঠানের পরিকল্পনা, গ্রন্থনা ও উপস্থাপনা করেছেন ফারিয়া হোসেন। আজ রোববার সকালে কথা হয় তাঁর সঙ্গে। তিনি জানান, দুই বছরেরও বেশি সময় ধরে পরিকল্পনা আর প্রস্তুতির পর অনুষ্ঠানটি নির্মাণের কাজ শুরু করেছেন তিনি। এই অনুষ্ঠান হবে সাত পর্বের। প্রতি পর্বে থাকবেন অভিনেতা আফজাল হোসেন। সঙ্গে থাকবেন তাঁর বিপরীতে বিভিন্ন সময় অভিনয় করেছেন এমন কয়েকজন অভিনেত্রী। সেটে দেখা যাবে চম্পা, শম্পা রেজা, মৌসুমী, বিপাশা হায়াত, তানিয়া আহমেদ, এমি রহমান, তারিন, সাদিয়া ইসলাম মৌ, সুইটি ও পূর্ণিমাকে। এ ছাড়া ববিতা, মিতা রহমান, লুৎফুন্নাহার লতা, নিমা রহমান, বন্যা মির্জাসহ আরও ২৫ জন অভিনেত্রী ভিডিও বার্তার মাধ্যমে জানাবেন আফজাল হোসেনের নায়িকা হওয়ার অভিজ্ঞতা, স্মৃতি। শোনাবেন প্রিয় এই অভিনেতাকে ঘিরে মজার গল্প। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন রেহানা সামদানি।

আফজাল হোসেন। ছবি: ফেসবুক থেকে নেওয়া
আফজাল হোসেন। ছবি: ফেসবুক থেকে নেওয়া

তবে ভিন্নধর্মী এই আয়োজন এখনই টিভি পর্দায় দেখতে পাবেন না দর্শক। এ জন্য অপেক্ষা করতে হবে লম্বা সময়। প্রায় এক বছর! নির্মাতা ও নাট্যকার ফারিয়া হোসেন বলেন, অনুষ্ঠানটি তৈরি হচ্ছে আগামী ঈদুল ফিতরের জন্য। তখন চ্যানেল আইয়ে এটি প্রচার করা হবে। দর্শকদের এত লম্বা সময় অপেক্ষা করানোর কারণ জানতে চাইলে ফারিয়া হোসেন বলেন, ‘অনেক বড় পরিসরে এই অনুষ্ঠান তৈরি হচ্ছে। এর সঙ্গে জড়িয়ে আছে কয়েকজন বড় ব্যক্তিত্ব। তাই কাজটি সময় নিয়ে করতে চাইছি। যেহেতু এর প্রস্তুতি নিতে আমার দুই বছর লেগে গেছে, এবার সময় নিয়ে এর সম্পাদনার কাজ করতে পারলে একটি ভালো প্রযোজনা সবাই দেখতে পাবেন।’

নির্মাতা ও নাট্যকার ফারিয়া হোসেন থাকেন মার্কিন যুক্তরাষ্ট্রে। প্রতিবছর মাসখানেকের জন্য তিনি বাংলাদেশে আসেন। সে সময় ব্যস্ত থাকেন নাটক নির্মাণ নিয়ে। এবারও দেশে ফিরে ঈদের অনুষ্ঠানমালার জন্য বেশ কিছু কাজ করেছেন। সেই সঙ্গে শুরু করেছেন ‘আফজাল হোসেন ও তাঁর নায়িকারা’র মতো বড় প্রকল্পের কাজও। এই অনুষ্ঠানের দৃশ্য ধারণ চলছে চ্যানেল আইয়ের নিজস্ব স্টুডিওতে। সেখানেই ধাপে ধাপে আফজাল হোসেনের নায়িকারা হাজির হচ্ছেন জনপ্রিয় এই নাট্যব্যক্তিত্বকে নিয়ে কথা বলতে।