চিরঞ্জীবী জিন্দাবাদ

>ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেতা তেলেগু সিনেমার বড় তারকা চিরঞ্জীবীর পরবর্তী ছবি ‘সায়রা: নরসীমহা রেড্ডি’ মুক্তি পাবে আগামী অক্টোবরে। এরই মধ্য টিজারে বাজিমাত করেছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সত্য ঘটনা নিয়ে তৈরি এই ছবিটির টিজার। লিজেন্ড এই অভিনেতার বৃহস্পতিবার ৬৪তম জন্মদিন। মেগা স্টার নামে খ্যাত চিরঞ্জীবী অভিনয় দক্ষতায় লাখো দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। রাজনীতিবিদ ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী জাতীয় ও ফিল্মফেয়ারসহ নানা পুরস্কার পেয়েছেন। তিনি একাধারে নায়ক, গায়ক ও প্রযোজক। ব্রেক ড্যান্সের জন্য অনেক খ্যাতি আছে এই তারকার। ছবিগুলো টুইটার থেকে নেওয়া।
১ / ৭
চিরঞ্জীবী তাঁর ভক্ত ও অনুরাগীদের কাছে ‘চিরু’ নামে বেশি পরিচিত। চিরঞ্জীবী অভিনীত বিখ্যাত ছবি খিলাড়ি (১৯৮৩) হলিউড অভিনেতা সিলভেস্টার স্ট্যালনের ব্লকবাস্টার ছবি র‍্যাম্বোকে কেন্দ্র করে তৈরি হয়েছে।
চিরঞ্জীবী তাঁর ভক্ত ও অনুরাগীদের কাছে ‘চিরু’ নামে বেশি পরিচিত। চিরঞ্জীবী অভিনীত বিখ্যাত ছবি খিলাড়ি (১৯৮৩) হলিউড অভিনেতা সিলভেস্টার স্ট্যালনের ব্লকবাস্টার ছবি র‍্যাম্বোকে কেন্দ্র করে তৈরি হয়েছে।
২ / ৭
১৯৫৫ সালের ২২ আগস্ট চিরঞ্জীবীর জন্ম। তার নাম শিব শংকর ভারা প্রসাদ কোন্দিলা। তবে তিনি চিরঞ্জীবী নামেই সমধিক পরিচিত। মাদ্রাজ ফিল্ম ইনস্টিটিউশনের ছাত্র চিরঞ্জীবী এক সময়ে মঞ্চ অভিনেতা ছিলেন।
১৯৫৫ সালের ২২ আগস্ট চিরঞ্জীবীর জন্ম। তার নাম শিব শংকর ভারা প্রসাদ কোন্দিলা। তবে তিনি চিরঞ্জীবী নামেই সমধিক পরিচিত। মাদ্রাজ ফিল্ম ইনস্টিটিউশনের ছাত্র চিরঞ্জীবী এক সময়ে মঞ্চ অভিনেতা ছিলেন।
৩ / ৭
দেশ শতাধিক ছবির অভিনেতা চিরঞ্জীবীর অভিষেক ১৯৭৯ সালে তেলেগু ছবিতে। রাজকুমার পরিচালিত ‘পুনাধিরাল্লু’ ছবিটি সেরা ফিচার ফিল্ম হিসাবে নন্দী পুরস্কার পেয়েছিল।
দেশ শতাধিক ছবির অভিনেতা চিরঞ্জীবীর অভিষেক ১৯৭৯ সালে তেলেগু ছবিতে। রাজকুমার পরিচালিত ‘পুনাধিরাল্লু’ ছবিটি সেরা ফিচার ফিল্ম হিসাবে নন্দী পুরস্কার পেয়েছিল।
৪ / ৭
নায়ক হিসেবে চিরঞ্জীবীর প্রথম সুপার-ডুপার হিট ছবি ‘রামায়া ভেধিলো কৃষ্ণায়া’। ১৯৮২ সালে মুক্তি পাওয়া এই ছবিতে তিনি মাধবীর বিপরীতে অভিনয় করেন। ওই বছরেই ‘শুভালেখা’ ছবির জন্য তিনি তেলেগু ফিল্মফেয়ার পুরস্কার পান।
নায়ক হিসেবে চিরঞ্জীবীর প্রথম সুপার-ডুপার হিট ছবি ‘রামায়া ভেধিলো কৃষ্ণায়া’। ১৯৮২ সালে মুক্তি পাওয়া এই ছবিতে তিনি মাধবীর বিপরীতে অভিনয় করেন। ওই বছরেই ‘শুভালেখা’ ছবির জন্য তিনি তেলেগু ফিল্মফেয়ার পুরস্কার পান।
৫ / ৭
হিট ছবির মধ্যে অন্যতম ‘মন্ত্রী গাড়ি ভিয়াঙ্কুডু’ (১৯৮৩), ‘গুন্ডা’, (১৯৮৪), ‘চ্যালেঞ্জ’ (১৯৮৪), ‘দোঙ্গা’ (১৯৮৫), ‘কোন্দাভাতি রাজা’ (১৯৮৬), ‘দোঙ্গা মোগুডু’ (১৯৮৭), খিলাড়ি ১৫০ (২০১৬) প্রমুখ।
হিট ছবির মধ্যে অন্যতম ‘মন্ত্রী গাড়ি ভিয়াঙ্কুডু’ (১৯৮৩), ‘গুন্ডা’, (১৯৮৪), ‘চ্যালেঞ্জ’ (১৯৮৪), ‘দোঙ্গা’ (১৯৮৫), ‘কোন্দাভাতি রাজা’ (১৯৮৬), ‘দোঙ্গা মোগুডু’ (১৯৮৭), খিলাড়ি ১৫০ (২০১৬) প্রমুখ।
৬ / ৭
১৯৮৫ সালে মুক্তি পাওয়া দোঙ্গা ছবির ‘গুলিমার’ গানটা চিরঞ্জীবীকে আন্তর্জাতিক খ্যাতি এনে দিয়েছিল। গানের ভিডিওটি মাইকেল জ্যাকসনের থ্রিলারের থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছিল। সেই সময় গানটি হিটের কারণে ‘ইন্ডিয়ান থ্রিলার` নামে পরিচিতি পায়।
১৯৮৫ সালে মুক্তি পাওয়া দোঙ্গা ছবির ‘গুলিমার’ গানটা চিরঞ্জীবীকে আন্তর্জাতিক খ্যাতি এনে দিয়েছিল। গানের ভিডিওটি মাইকেল জ্যাকসনের থ্রিলারের থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছিল। সেই সময় গানটি হিটের কারণে ‘ইন্ডিয়ান থ্রিলার` নামে পরিচিতি পায়।
৭ / ৭
চিরঞ্জীবীর পরবর্তী ছবি ‘সায়রা: নরসীমহা রেড্ডি’তে আছেন বলিউডের লিজেন্ড অমিতাভ বচ্চন।
চিরঞ্জীবীর পরবর্তী ছবি ‘সায়রা: নরসীমহা রেড্ডি’তে আছেন বলিউডের লিজেন্ড অমিতাভ বচ্চন।