আজ সকালের গানে মেসবাহ্

মেজবাহ্‌ আহমেদ
মেজবাহ্‌ আহমেদ

গজলশিল্পী মেসবাহ আহমেদ গাইবেন সকালে। বুধবার এনটিভির সরাসরি গানের অনুষ্ঠান ‘আজ সকালের গান’–এ সকাল ৮টা ১০ মিনিটে পাওয়া যাবে তাঁবে। বেশ কিছু মৌলিক গানের পাশাপাশি ধ্রুপদি কিছু বাংলা গানও শোনাবেন তিনি। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন দেবলীনা সুর।

গান গাওয়ার পাশাপাশি সংগীত পরিচালক হিসেবেও কাজ করছেন মেজবাহ্ আহমেদ। গান বাংলা চ্যানেলের উইন্ড অব চেঞ্জ–এ ‘আবার দেখা হলে’ গানটি প্রচারের পর গানের ভূবনে তাঁর কদর বেড়ে গেছে। ১৯৯৯ সালে তাঁর কণ্ঠে ‘আবার দেখা হলে’ গানটি পেয়েছিল দারুণ জনপ্রিয়তা।

গজল ঢঙের গানে মেসবাহ্র পরিচিতি রয়েছে। পাশাপাশি আধুনিক ও শাস্ত্রীয় ঘরানার গানও করে থাকেন তিনি। গজলের জন্য ২০০৫ সালে ডেইলি স্টার পার্সোনালিটি পুরস্কার পেয়েছিলেন এই শিল্পী।