স্বরা ভাস্করের জুতা চুরি

মন্দির থেকে বেরিয়ে খালি পায়ে গাড়ি পর্যন্ত হেঁটে আসেন স্বরা ভাস্কর। ছবি: স্বরা ভাস্করের টুইটার পেজ থেকে নেওয়া
মন্দির থেকে বেরিয়ে খালি পায়ে গাড়ি পর্যন্ত হেঁটে আসেন স্বরা ভাস্কর। ছবি: স্বরা ভাস্করের টুইটার পেজ থেকে নেওয়া

বাইরে কেউ জুতা রেখে গেছেন, ফিরে এসে তা পাবেন, এ নিশ্চয়তা যেমন বাংলাদেশে নেই, তেমনি নেই ভারতেও। আর যদি তা হয় বলিউডের কোনো তারকার জুতা, তাহলে তো কথাই নেই। মুহূর্তেই এই খবর ছড়িয়ে পড়ে সবখানে। তেমনটাই ঘটেছে বলিউড তারকা স্বরা ভাস্করের। এনডিটিভি ও বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদন থেকে জানা গেছে, গত মঙ্গলবার রাতে মুম্বাইর লালবাগচা রাজা দর্শনে যান স্বরা ভাস্কর। গণপতি দর্শনের জন্য তিনি সেজেছেন সনাতনী সাজে। তিনি পরেছেন লাল সালোয়ার-কামিজ আর পায়ে সাজের সঙ্গে মানানসই কোলাপুরি চটি। কিন্তু সেই চটি জোড়ার মধ্যে একটি হারিয়ে অন্যটি হাতে নিয়ে স্বরা ভাস্করকে মন্দির থেকে বেরিয়ে খালি পায়ে গাড়ি পর্যন্ত হেঁটে আসতে দেখা গেছে।

মুম্বাইর লালবাগচা রাজা দর্শনে যাওয়ার আগে সাজগোজের ছবি তোলেন স্বরা ভাস্কর। ছবি: স্বরা ভাস্করের টুইটার পেজ থেকে নেওয়া
মুম্বাইর লালবাগচা রাজা দর্শনে যাওয়ার আগে সাজগোজের ছবি তোলেন স্বরা ভাস্কর। ছবি: স্বরা ভাস্করের টুইটার পেজ থেকে নেওয়া

মন্দির থেকে বেরিয়ে খালি পায়ে গাড়ি পর্যন্ত হেঁটে আসার ভিডিওটি বিভিন্ন সংবাদমাধ্যমের ইনস্টাগ্রাম পেজে শেয়ার করা হয়। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। স্বরা ভাস্কর নিজেও টুইটার পেজে সেই ভিডিও শেয়ার করেছেন। সেই ভিডিওতে দেখা যায়, মন্দির থেকে বেরিয়ে খালি পায়ে গাড়ি পর্যন্ত হেঁটে আসেন স্বরা ভাস্কর। এ সময় তাঁর হাতে ছিল একটি চটি। ভিডিওর সঙ্গে স্বরা ভাস্কর লিখেছেন, ‘মুম্বাইয়ের সবচেয়ে জনপ্রিয় দেবদর্শনে গিয়ে যদি জুতাই না হারাল, তাহলে আর দর্শন কিসের!’

টুইটারে স্বরা ভাস্করের আরেকটি পোস্টে দেখা গেছে, মুম্বাইর লালবাগচা রাজা দর্শনে গিয়ে পূজা দেওয়ার কয়েকটি ছবি দিয়েছেন তিনি।

স্বরা ভাস্কর এখন পরিচালক ফারাজ আরিফ আনসারির ‘শির খুরমা’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত। এই ছবিতে স্বরা ভাস্করের সঙ্গে আছেন শাবানা আজমি, দিব্য দত্তা প্রমুখ।