শিল্পী পলিন, মডেল নিপুণ, বাজেট ৩০ লাখ

মিউজিক ভিডিওর অবমুক্ত অনুষ্ঠানে পলিন, শওকত আলী ইমন ও নিপুণ। ছবি: প্রথম আলো
মিউজিক ভিডিওর অবমুক্ত অনুষ্ঠানে পলিন, শওকত আলী ইমন ও নিপুণ। ছবি: প্রথম আলো

‘পাল্টে গেছে স্বভাব তোমার/ পাল্টে গেছে মন/ আমায় দেখে তোমার মনে/ হয়রে গন্ডগোল’—‘রং’ মিউজিক ভিডিওর প্রথম কয়েকটি লাইন। গেয়েছেন পলিন। পেশায় চিকিৎসক, থাকেন লন্ডনে। পলিনের আরেকটি পরিচয়, তিনি চিত্রনায়িকা নিপুণের বোন। এবার একই মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন দুই বোন। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আমারই ঢাকায় এই মিউজিক ভিডিওটি অবমুক্ত করা হয়। মিউজিক ভিডিওটি অবমুক্ত করেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এ সময় তিনি নিপুণ আর পলিনকে সঙ্গে নিয়ে একটি কেক কেটেছেন। আজ থেকে ‘রং’ মিউজিক ভিডিও দেখা যাচ্ছে সিএমভির ইউটিউব চ্যানেলে।

প্রধান অতিথি শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘দুই বোনের এই অসাধারণ আয়োজনে আসতে পেরে আমার ভালো লাগছে। পলিন পেশায় চিকিৎসক, প্রবাসে থাকেন। তবুও তিনি বাংলা গান হৃদয়ে ধারণ করেন, এরই প্রমাণ এই গান। তাঁর বোন নিপুণ দেশের জনপ্রিয় একজন অভিনেত্রী। তাঁদের দুজনকেই অভিনন্দন।’

নিপুণ আর পলিনকে শুভেচ্ছা জানাতে আসেন চলচ্চিত্রের অনেক জনপ্রিয় তারকা। ছবি: প্রথম আলো
নিপুণ আর পলিনকে শুভেচ্ছা জানাতে আসেন চলচ্চিত্রের অনেক জনপ্রিয় তারকা। ছবি: প্রথম আলো

এরই মধ্যে জানা গেছে, ‘রং’ মিউজিক ভিডিও তৈরি করতে খরচ হয়েছে ৩০ লাখ টাকা। গানটির শুটিং হয়েছে কলকাতায়। পরিচালনা আর কোরিওগ্রাফির দায়িত্বে ছিলেন পবন শেঠি ও বব। গানটির কথা লিখেছেন এ মিজান, সুর ও সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া চিত্রনায়িকা নিপুণ এবারই প্রথম মিউজিক ভিডিওর মডেল হয়েছেন। বললেন, ‘এ পর্যন্ত অসংখ্য মিউজিক ভিডিওর মডেল হওয়ার জন্য প্রস্তাব পেয়েছি। কিন্তু নানা কারণে কাজগুলো করা হয়নি। এবার বোনের সঙ্গে কাজ করছি। “রং” মিউজিক ভিডিওর কোনো দিকে কোনো ঘাটতি রাখা হয়নি।’

নিপুণ আর পলিনকে সঙ্গে নিয়ে কেক কেটেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। ছবি: প্রথম আলো
নিপুণ আর পলিনকে সঙ্গে নিয়ে কেক কেটেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। ছবি: প্রথম আলো

অনুষ্ঠানে নিপুণ আর পলিনকে শুভেচ্ছা জানাতে আসেন রিয়াজ, ফেরদৌস, পূর্ণিমা, পপি, অপু বিশ্বাস, ইমন, সাইমনসহ আরও অনেকে। উপস্থিত ছিলেন এ মিজান, শওকত আলী ইমন, সিএমভির কর্ণধার এস কে সাহেদ আলী।