ডিম পোচ খাইয়ে এনার্জি সাপ্লাই

‘জনৈক অভিজ্ঞ দম্পতি’ নাটকের শিল্পী এবং নির্দেশক। ছবি: ফেসবুক থেকে নেওয়া
‘জনৈক অভিজ্ঞ দম্পতি’ নাটকের শিল্পী এবং নির্দেশক। ছবি: ফেসবুক থেকে নেওয়া

‘আছি টরন্টোতে, সারা দিন চলছে মহড়া! আগামী ১৪ সেপ্টেম্বর মঞ্চায়ন।’ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এভাবে নিজের অবস্থান জানালেন অভিনেত্রী অপি করিম। সঙ্গে শেয়ার করলেন নাটকের পোস্টার। আগামীকাল শনিবার কানাডার টরন্টোতে মাসুম রেজা রচিত ও নির্দেশিত ‘জনৈক অভিজ্ঞ দম্পতি’ নাটকের উদ্বোধনী প্রদর্শনী হবে। টরন্টো ঢাকা কালচারাল নেটওয়ার্ক প্রযোজিত নাটকে দুটি চরিত্রে অভিনয় করবেন আফজাল হোসেন ও অপি করিম। নাটকে থাকবে কণ্ঠশিল্পী মিতালী মুখার্জীর গান।

আগামীকাল শনিবার ঢাকা কালচারাল নেটওয়ার্ক প্রযোজিত ‘জনৈক অভিজ্ঞ দম্পতি’ নাটকের উদ্বোধনী প্রদর্শনী হবে। ছবি: ফেসবুক থেকে নেওয়া
আগামীকাল শনিবার ঢাকা কালচারাল নেটওয়ার্ক প্রযোজিত ‘জনৈক অভিজ্ঞ দম্পতি’ নাটকের উদ্বোধনী প্রদর্শনী হবে। ছবি: ফেসবুক থেকে নেওয়া

টানা মহড়া চলছে, সে খবর ফেসবুকে নিয়মিত বন্ধুদের জানাচ্ছেন নির্দেশক মাসুম রেজা। ছবিও শেয়ার করছেন। আজ শুক্রবার রান্নাঘরে তোলা নিজের ছবি শেয়ার করে লিখেছেন, ‘মহড়াকে বেগবান করতে শিল্পীদের ডিম পোচ খাইয়ে এনার্জি সাপ্লাই করতে হয়...মাইন্ড ইট!’ গতকাল বৃহস্পতিবার আরেকটি ছবিতে হাস্যোজ্জ্বল দুই অভিনয়শিল্পীর সঙ্গে দেখা গেছে নির্দেশক মাসুম রেজাকে। ছবিটি দিয়ে তিনি লিখেছেন, ‘আমার মতে হাসি একটা অনেক বড় এনার্জি...মহড়ার ফাঁকে ফাঁকে অপি আর আফজাল ভাইকে হাসাতে হচ্ছে এনার্জির জন্য।’

এভাবে কানাডার টরন্টোতে চলছে ‘জনৈক অভিজ্ঞ দম্পতি’ নাটকের কাজ। এই নাটকের মধ্য দিয়ে মঞ্চনাটকে ফিরছেন আফজাল হোসেন। নাটকটি নিয়ে মাসুম রেজা বলেন, ‘বেশ কিছুদিন আগে নাটকটি লিখেছি। এক দম্পতির সম্পর্কের টানাপোড়েন নিয়ে নাটকের গল্প সাজানো হয়েছে। বিয়ের বেশ কিছু সময় পেরিয়ে গেলেও তাঁদের কোনো সন্তান হয় না। এ নিয়ে দুজনের মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকে। তবে একদিন তাঁরা ঠিক করেন আর ঝগড়া করবেন না। এ জন্য দুজন মিলে শান্তিচুক্তিও করে ফেলেন। সিদ্ধান্ত নেন, আর কোনো সময় ঝগড়া হবে না। সে জন্য একটি তালিকাও ঝুলিয়ে রাখেন। কিন্তু যে দিন তালিকা ঝোলানো হয়, সেদিনই তুমুল ঝগড়া বেধে যায়। এভাবে এগিয়ে যায় গল্প।’

‘জনৈক অভিজ্ঞ দম্পতি’ নাটকের মহড়া। ছবি: ফেসবুক থেকে নেওয়া
‘জনৈক অভিজ্ঞ দম্পতি’ নাটকের মহড়া। ছবি: ফেসবুক থেকে নেওয়া

হঠাৎ কানাডায় নাটকের প্রদর্শনীর ভাবনা কেন? নির্দেশক ও নাট্যকার মাসুম রেজা বলেন, ‘মূলত টরন্টোতে “দ্য বিটস অব বাংলাদেশ” নামের একটি অনুষ্ঠানে নাটকটি মঞ্চায়নের জন্য আমন্ত্রণ জানানো হয়। পরে এডমন্টনেও পৃথক প্রদর্শনীর জন্য আয়োজক কর্তৃপক্ষ আমন্ত্রণ জানায়। ভাবলাম এ সুযোগে নতুন নাটক মঞ্চে আনা যায় কি না। সেই ভাবনা থেকেই “জনৈক অভিজ্ঞ দম্পতি”।’

অপি করিম বলেন, ‘অনেক দিন থেকেই আফজাল আংকেল মঞ্চে অভিনয় করেন না। এই নাটকের মধ্য দিয়ে তিনি মঞ্চে ফিরছেন। তাঁর সঙ্গে একই মঞ্চে অভিনয়ের সুযোগটা হাতছাড়া করার কোনো মানেই হয় না। যে জন্য তাঁর সঙ্গে অভিনয়ের কথা শুনে লোভ সামলাতে পারিনি। আশা করছি ভালো একটি কাজ হবে।’

মহড়ার ফাঁকে দুই অভিনয়শিল্পীর সঙ্গে নির্দেশক মাসুম রেজা (বাঁ থেকে প্রথম)। ছবি: ফেসবুক থেকে নেওয়া
মহড়ার ফাঁকে দুই অভিনয়শিল্পীর সঙ্গে নির্দেশক মাসুম রেজা (বাঁ থেকে প্রথম)। ছবি: ফেসবুক থেকে নেওয়া

নাটকে কণ্ঠশিল্পী মিতালী মুখার্জীর গান থাকবে। তাঁর অংশগ্রহণও নাটকীয়। নির্দেশক মাসুম রেজা বলেন, ‘দিদি টরন্টোতে এসেই বললেন, “আমার জন্য তোমাদের নাটকে কোনো পার্টপুট খালি আছে?” আমি বললাম নাটকে চঞ্চলা বলে একটা ক্যারেক্টার আছে, কিন্তু তার মঞ্চে ঢোকা নেই। মিতালীদি বললেন, “পার্টটা দাও তারপর মঞ্চে কীভাবে ঢুকতে হয় সেটা আমি দেখব।” আমি তো চিন্তায় আছি কোন সময় তিনি চঞ্চলা হয়ে ঢুকে পড়েন কে জানে!’

কানাডায় প্রদর্শনীর পর নাটকটি নিয়ে পরিকল্পনার ব্যাপারে মাসুম রেজা বলেন, ‘এখনো কোনো পরিকল্পনা সাজানো হয়নি। কানাডার প্রদর্শনী শেষে সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানাতে পারব।’

শিল্পীদের জন্য ডিম পোচ করছেন নির্দেশক। ছবি: ফেসবুক থেকে নেওয়া
শিল্পীদের জন্য ডিম পোচ করছেন নির্দেশক। ছবি: ফেসবুক থেকে নেওয়া