'সুপারস্টার সিঙ্গার' প্রীতি

‘সুপারস্টার সিঙ্গার’ প্রীতি ভট্টাচার্য। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
‘সুপারস্টার সিঙ্গার’ প্রীতি ভট্টাচার্য। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

‘সুপারস্টার সিঙ্গার’ প্রতিযোগিতার প্রথম সিজনের বিজয়ী...

কয়েক মুহূর্ত পিনপতন নীরবতা। তারপর জানা গেল, ‘সুপারস্টার সিঙ্গার’ রিয়েলিটি শোর প্রথম চ্যাম্পিয়ন ৯ বছর বয়সী প্রীতি ভট্টাচার্য। গতকাল রোববার রাতে ভারতের সনি এন্টারটেইনমেন্ট টিভিতে জনপ্রিয় রিয়েলিটি শো ‘সুপারস্টার সিঙ্গার’-এর প্রথম ফাইনাল প্রচার করা হয়। গ্র্যান্ড ফিনালেতে চৈতন্য দেবাধা, হার্ষিত নাথ, স্নেহা শংকর, আনকোনা মুখার্জি এবং নিশিতা শর্মাকে হারিয়ে বিজয়ী হয়েছে কলকাতার প্রীতি।

বয়স মাত্র ৯ হলে কী হবে, প্রীতি কথা বলে একেবারে পাক্কা পরিণত সুপারস্টারের মতোই। বিজয়ী হওয়ার পর তাৎক্ষণিকভাবে নিজের অনুভূতি জানাতে গিয়ে প্রীতি বলে, ‘আমি আসলে এ মুহূর্তে কিছু বলার মতো অবস্থায় নেই। এই পুরস্কার আমার জন্য বিশাল অর্জন। কখনো ভাবিনি এত বড় মঞ্চে এত মানুষের সামনে আমার মেধার স্বীকৃতি পাব। এটা আমার জন্য স্বপ্ন সত্যি হওয়ার মতো। আর এখান থেকেই আমার শুরু হবে।’

সনি এন্টারটেইনমেন্ট টিভির ‘সুপারস্টার সিঙ্গার’ রিয়েলিটি শোর এবারের চ্যাম্পিয়ন প্রীতি ভট্টাচার্য। সঙ্গে তাঁর প্রশিক্ষক নিতিন কুমার। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
সনি এন্টারটেইনমেন্ট টিভির ‘সুপারস্টার সিঙ্গার’ রিয়েলিটি শোর এবারের চ্যাম্পিয়ন প্রীতি ভট্টাচার্য। সঙ্গে তাঁর প্রশিক্ষক নিতিন কুমার। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

এই তো গেল প্রথম অনুভূতি। সংবিৎ ফিরে পেয়ে টেলি নিউজ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে বলেছে, ‘যখন আমার নাম ঘোষণা করা হলো, তখন তো বিশ্বাসই হয়নি। আশপাশ থেকে সবাই ধাক্কা দিয়ে বলছিল, তুমি, তুমি। আর ট্রফিটা এত ভারী আমি তো তুলতেই পারিনি। অন্যদের সঙ্গে ধরেছি। এত বড় আর ভারী ট্রফি আমি একা তুলতে পারি?’

প্রীতি ভট্টাচার্যের প্রশিক্ষক নিতিন কুমার ২০১৮ সালে ‘ইন্ডিয়ান আইডল’ প্রতিযোগিতায় ছিলেন সেরা দশে। তিনি বলেন, ‘সবাই প্রীতির প্রতি যে ভালোবাসা আর সমর্থন দেখিয়েছেন, তাতে আমি কৃতজ্ঞ। প্রীতি দুর্দান্ত একটা বাচ্চা। এই প্রতিযোগিতায় যুক্ত হওয়ার পর প্রতিটা দিন সে নিজেকে একটু একটু করে গড়েছে। আমি চাই, ও যেন ভবিষ্যতে জ্বলে ওঠে।’

এই রিয়েলিটি শোর অন্যতম বিচারক অলকা ইয়াগনিক আগেই বলেছেন, প্রীতি তাঁর ছোটবেলার সংস্করণ। তিনিও ছোটবেলায় ঠিক প্রীতির মতোই গাইতেন। প্রীতি আর তাঁর গানের পছন্দ একই রকম। অন্যদিকে প্রীতি জানিয়েছে, ফাইনালের আগে সে যখন কলকাতায় নিজের বাড়িতে আর স্কুলে গিয়েছিল, তখন সবাই এমন আচরণ করছিল যেন সে সত্যি সত্যিই অলকা ইয়াগনিক।

‘সুপারস্টার সিঙ্গার’ রিয়েলিটি শোতে প্রীতি ভট্টাচার্যের পরিবেশনা। সঙ্গে বিচারক জাভেদ আলী। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
‘সুপারস্টার সিঙ্গার’ রিয়েলিটি শোতে প্রীতি ভট্টাচার্যের পরিবেশনা। সঙ্গে বিচারক জাভেদ আলী। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

৯ বছরের প্রীতির নিজস্ব ফ্যাশন স্টাইল আছে। সে সব সময় কপালে একটু উঁচু করে টিপ পরে। কারণ সে নাকি অভিনয়শিল্পী, সংগীতশিল্পী ও নৃত্যশিল্পী বৈজয়ন্তীমালার বড় ভক্ত। তাই তাঁর মতো সব সময় কপালে টিপ পরে। আর বড় হয়ে সে লতা মঙ্গেশকরের মতো বড় শিল্পী হতে চায়।

‘সুপারস্টার সিঙ্গার’ রিয়েলিটি শোর অফিশিয়াল পেজে দেখা যায়, বিজয়ী প্রীতি আর প্রথম রানার আপ আনকোনার ভোটের পার্থক্য একেবারেই কম। প্রীতি পেয়েছে ৩৫ লাখ ১২ হাজার ৫৭৬ ভোট আর আনকোনা মুখার্জি পেয়েছে ৩৫ লাখ ১ হাজার ২৮৫ ভোট। দ্বিতীয় রানার আপ স্নেহা শংকর পেয়েছে ২৮ লাখ ১১ হাজার ৩৬৯টি ভোট।

‘সুপারস্টার সিঙ্গার’ রিয়েলিটি শোর এবার প্রথম সিজনের বিচারক ছিলেন হিমেশ রেশমিয়া, জাভেদ আলী ও অলকা ইয়াগনিক।