ছবির এক গানের জন্য খরচ ৭০ লাখ টাকা

‘মেকআপ’ ছবির একটি দৃশ্য। ছবি: ফেসবুক থেকে নেওয়া
‘মেকআপ’ ছবির একটি দৃশ্য। ছবি: ফেসবুক থেকে নেওয়া

‘মেকআপ’ একজন সুপারস্টারের গল্প। যিনি মেকআপের আড়ালে হারিয়ে ফেলেছেন বাবা আর স্বামীর পরিচয়। মেকআপ তাঁকে বাবা ডাক শোনা থেকে দূরে রেখেছে। এ মন্তব্য তরুণ নির্মাতা অনন্য মামুনের। পরবর্তী চলচ্চিত্র ‘মেকআপ’ নিয়ে জানালেন, লাইট ক্যামেরায় বন্দী রুপালি পর্দার তারকাদের জীবন। ক্যারিয়ারের স্বার্থে তাঁরা ব্যক্তিগত জীবনের অনেক সত্য লুকিয়ে রাখেন। শুধু ক্যারিয়ারের কথা ভেবে সংসারজীবন পর্যন্ত আড়াল রাখেন। দিন শেষে মেকআপ তুলে সবাইকে ফিরতে হয় আপন ঠিকানায়। যেখানে মেকআপ থাকে না, থাকে শুধু সত্য। এ গল্পগুলো হলিউড, বলিউড, ঢালিউড—সব জায়গার এই সুতায় গাঁথা।

তারকাদের ক্যামেরার পেছনের জীবন নিয়ে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মেকআপ’-এর ৭০ শতাংশ কাজ শেষ হয়েছে। এর চিত্রধারণ হয়েছে সুনামগঞ্জ, মানিকগঞ্জ ও ঢাকার বিভিন্ন জায়গায়। ভারতের হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতেও কাজ হয়েছে। এখন ডাবিং চলছে। সেসব সেরে ১৫ নভেম্বর ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার ইচ্ছা পরিচালক অনন্য মামুনের। প্রথম আলোকে তিনি বললেন, ‘শিগগিরই কাজ শেষ করে আমরা চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা দেব। ছবিটি বাংলা এবং হিন্দি দুই ভাষাতেই করা হয়েছে। বাংলাদেশে বড় পর্দায় মুক্তি দেওয়ার পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি দেওয়া হবে।’

ছবির দুই শিল্পীর সঙ্গে পরিচালক অনন্য মামুন। ছবি: ফেসবুক থেকে নেওয়া
ছবির দুই শিল্পীর সঙ্গে পরিচালক অনন্য মামুন। ছবি: ফেসবুক থেকে নেওয়া

গতকাল রোববার সন্ধ্যায় ছবিটির আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন পরিচালক। রাজধানীর পান্থপথ এলাকার একটি রেস্তোরাঁয় শিল্পীদের নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন পরিচালক।

পরিচালক বললেন, ‘মেকআপ’ সিনেমায় কোনো নায়ক-নায়িকা নেই। বলা যায়, এখানে যাঁরা অভিনয় করেছেন, তাঁরা কেউ নায়িকা, কেউ নায়ক। পর্দার তারকারাই এই ছবির চরিত্র। তারকাদের সামনে তুলে ধরতেই অভিনয় করেছেন শিল্পীরা। যেখানে এক নারী তারকার সংগ্রাম করে নায়িকা হওয়ার গল্প, একজন জনপ্রিয় তারকার অটোগ্রাফ নিতে গিয়ে ভক্তের বিড়ম্বনা, একজন তারকার পড়তি সময়ে সহযোগিতা করে কীভাবে সাংবাদিক তাঁকে টিকিয়ে রাখছেন, সেই গল্পও আছে।’

‘মেকআপ’ ছবির বড় চমক তারিক আনাম খান। ছবি: ফেসবুক থেকে নেওয়া
‘মেকআপ’ ছবির বড় চমক তারিক আনাম খান। ছবি: ফেসবুক থেকে নেওয়া

পরিচালক দাবি করেন, ‘মেকআপ’ পুরোপুরি বাণিজ্যিক ছবি। চার কোটি টাকা বাজেটের এই ছবিতে একটি গানের দৃশ্যায়নে খরচ করেছেন ৭০ লাখ টাকা।

‘মেকআপ’ ছবির বড় চমক জ্যেষ্ঠ অভিনেতা তারিক আনাম খান। এই চলচ্চিত্রের একজন সুপারস্টার নায়কের চরিত্রে অভিনয় করেছেন তিনি। আরও আছেন রোশান, সাইফ চন্দন, কাজী উজ্জ্বল, পায়েল মুখার্জি, বিশ্বনাথ প্রমুখ।

গত ঈদুল ফিতরে মুক্তি পাওয়া অনন্য মামুনের ‘আবার বসন্ত’ ছবিতে অভিনয় করেছেন তারিক আনাম খান। ‘আবার বসন্ত’ চলচ্চিত্রে তরুণ শিল্পী অর্চিতা স্পর্শিয়ার সঙ্গে তাঁর প্রেমের রসায়ন দেখেছেন দর্শক। তারিক আনাম খান বললেন, ‘“আবার বসন্ত” ছবিতে কাজের পর মামুনের প্রতি আস্থার জায়গা তৈরি হয়েছে। সে জন্য এই ছবির গল্পের ভাবনা শুনেই রাজি হয়েছি। আমার দৃশ্যের বেশির ভাগ কাজ হয়েছে হায়দরাবাদ আর কলকাতায়। সীমিত সাধ্যের মধ্যেও ভালো কাজের চেষ্টা করেছি।’

তারিক আনাম খান আরও বলেন, ‘ছবিটির প্রযোজনার মধ্য দিয়ে সেলিব্রিটি প্রোডাকশন হাউস নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান যাত্রা শুরু করেছে। শুনেছি, ডিজিটাল প্ল্যাটফর্মেও প্রযোজনার পরিকল্পনা আছে তাদের। চলচ্চিত্রের এই মন্দা বাজারে এটি হবে খুব ভালো একটি উদ্যোগ।’

‘মেকআপ’ চলচ্চিত্রে থাকবে চারটি গান। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন ইমরান, ন্যান্‌সি ও সিঁথি সাহা।

‘মেকআপ’ ছবির সেট সাজানোর কাজ চলছে। ছবি: ফেসবুক থেকে নেওয়া
‘মেকআপ’ ছবির সেট সাজানোর কাজ চলছে। ছবি: ফেসবুক থেকে নেওয়া